নিমতা, 26 মে : অফিসের মহিলা কর্মীর সঙ্গে অভব্য আচরণ এবং শ্লীলতাহানির অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার করল নিমতা থানার পুলিশ (Lawyer Arrested for molesting co worker at Nimta)। ধৃতের নাম স্বপন কুণ্ডু । পুলিশ সূত্রে খবর, ওই মহিলা তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, ফোন করে আচমকাই তাঁকে ডেকে আনা হয় পাশের আরও একটি অফিসে । আইনজীবী মালিকের ফোন পেয়ে সে কিছু না ভেবে তৎক্ষণাৎ অফিসের কাজ ছেড়ে চলে আসেন সেখানে । তখনই অফিস দেখানোর অছিলায় ঘরের দরজা বন্ধ করে কুপ্রস্তাব দেওয়া হয় ওই মহিলা কর্মীকে । তাতে রাজি না হওয়ায় মহিলার শ্লীলতাহানির করে ওই আইনজীবী । এমনকী জোর করে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছে নির্যাতিতা মহিলা । অভিযোগ পেয়ে পুলিশ প্রথমে ওই আইনজীবীকে আটক ও পরে গ্রেফতার করে ৷ সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
শিয়ালদা এবং বারাসত কোর্টে ওই আইনজীবী ওকালতি করে বলে খবর সূত্রের । এছাড়াও জমি-বাড়ির দলিল রেজিস্ট্রি এবং মিউটেশনের কাজও করে থাকে । এই কাজের জন্য নিমতার কালচার মোড়ে পাশাপাশি তার দুটি অফিস রয়েছে । সেই অফিসের একটিতে সম্প্রতি কাজে যোগ দিয়েছিলেন বেলঘরিয়ার বাসিন্দা ওই মহিলা ।
আরও পড়ুন : Molest Allegation Arrest : মৌলালির মোড়ে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই
প্রতিদিনের মতো বুধবার বিকেলেও অফিসের কাজ করছিলেন তিনি । অভিযোগ, সেই সময় আইনজীবী মালিকের ফোন আসে তাঁর মোবাইলে । বলা হয়, তড়িঘড়ি সে যেন পাশের অফিসে চলে আসে । দরকারি কথাবার্তা রয়েছে । বসের ফোন পেয়ে কিছু না ভেবে তৎক্ষণাৎ ওই মহিলাকর্মী চলে আসেন সেই অফিসে ।অফিস ফাঁকা থাকার সুযোগে তাঁকে একটি ঘরের ভিতর নিয়ে যাওয়া হয় । সেখানেই দরজা বন্ধ করে ওই আইনজীবী মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ । তাতে রাজি না হওয়ায় হঠাৎই তাঁকে জড়িয়ে ধরে সে । চেষ্টা করে ধর্ষণেরও । এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা । রাতেই ওই আইনজীবীর বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের করেন তিনি । সেই অভিযোগ পেয়ে তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । পরে ওই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে ।
এই বিষয়ে নির্যাতিতা মহিলা বলেন, "ঘটনার দিন চারজন মহিলাকর্মী অফিসে থাকলেও তাঁদের মধ্যে দু'জনকে কাজের সূত্রে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় । এরপর আমাকে পাশের আরও একটি অফিসে ডেকে নোংরামি করতে শুরু করে ওই আইনজীবী । প্রতিবাদ করলে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে । কোনওক্রমে সেখান থেকে পালিয়ে সবকথা খুলে বলি সহকর্মীদের । ওনার কঠোর শাস্তি হোক, সেটাই চাইছি এখন ।"
তাঁর অভিযোগ, "নিজে কুকর্ম করার পরও আমার বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ তুলছে সে । আমি নাকি টাকা চেয়ে অফিস ভাঙচুর করেছি ৷ ওনার পরিবারও সমর্থন করছে তাকে ৷" যদিও এই বিষয়ে অভিযুক্ত আইনজীবী কিংবা তার পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।