ETV Bharat / state

Lawyer Arrested : নিমতায় মহিলা সহকর্মীর শ্লীলতাহানি ! গ্রেফতার আইনজীবী - lawyer arrested for allegedly molesting female co worker in nimta

নিমতায় মহিলাকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার আইনজীবী ৷ ধৃতের নাম স্বপন কুণ্ডু । সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ((Lawyer Arrested for molesting co worker at Nimta)।

Nimta crime news
নিমতায় মহিলা কর্মীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে ধৃত আইনজীবী
author img

By

Published : May 26, 2022, 3:33 PM IST

নিমতা, 26 মে : অফিসের মহিলা কর্মীর সঙ্গে অভব্য আচরণ এবং শ্লীলতাহানির অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার করল নিমতা থানার পুলিশ (Lawyer Arrested for molesting co worker at Nimta)। ধৃতের নাম স্বপন কুণ্ডু । পুলিশ সূত্রে খবর, ওই মহিলা তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, ফোন করে আচমকাই তাঁকে ডেকে আনা হয় পাশের আরও একটি অফিসে । আইনজীবী মালিকের ফোন পেয়ে সে কিছু না ভেবে তৎক্ষণাৎ অফিসের কাজ ছেড়ে চলে আসেন সেখানে । তখনই অফিস দেখানোর অছিলায় ঘরের দরজা বন্ধ করে কুপ্রস্তাব দেওয়া হয় ওই মহিলা কর্মীকে । তাতে রাজি না হওয়ায় মহিলার শ্লীলতাহানির করে ওই আইনজীবী । এমনকী জোর করে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছে নির্যাতিতা মহিলা । অভিযোগ পেয়ে পুলিশ প্রথমে ওই আইনজীবীকে আটক ও পরে গ্রেফতার করে ৷ সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

শিয়ালদা এবং বারাসত কোর্টে ওই আইনজীবী ওকালতি করে বলে খবর সূত্রের । এছাড়াও জমি-বাড়ির দলিল রেজিস্ট্রি এবং মিউটেশনের কাজও করে থাকে । এই কাজের জন্য নিমতার কালচার মোড়ে পাশাপাশি তার দুটি অফিস রয়েছে । সেই অফিসের একটিতে সম্প্রতি কাজে যোগ দিয়েছিলেন বেলঘরিয়ার বাসিন্দা ওই মহিলা ।

আরও পড়ুন : Molest Allegation Arrest : মৌলালির মোড়ে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

প্রতিদিনের মতো বুধবার বিকেলেও অফিসের কাজ করছিলেন তিনি । অভিযোগ, সেই সময় আইনজীবী মালিকের ফোন আসে তাঁর মোবাইলে । বলা হয়, তড়িঘড়ি সে যেন পাশের অফিসে চলে আসে । দরকারি কথাবার্তা রয়েছে । বসের ফোন পেয়ে কিছু না ভেবে তৎক্ষণাৎ ওই মহিলাকর্মী চলে আসেন সেই অফিসে ।অফিস ফাঁকা থাকার সুযোগে তাঁকে একটি ঘরের ভিতর নিয়ে যাওয়া হয় । সেখানেই দরজা বন্ধ করে ওই আইনজীবী মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ । তাতে রাজি না হওয়ায় হঠাৎই তাঁকে জড়িয়ে ধরে সে । চেষ্টা করে ধর্ষণেরও । এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা । রাতেই ওই আইনজীবীর বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের করেন তিনি । সেই অভিযোগ পেয়ে তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । পরে ওই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে ।

এই বিষয়ে নির্যাতিতা মহিলা বলেন, "ঘটনার দিন চারজন মহিলাকর্মী অফিসে থাকলেও তাঁদের মধ্যে দু'জনকে কাজের সূত্রে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় । এরপর আমাকে পাশের আরও একটি অফিসে ডেকে নোংরামি করতে শুরু করে ওই আইনজীবী । প্রতিবাদ করলে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে । কোনওক্রমে সেখান থেকে পালিয়ে সবকথা খুলে বলি সহকর্মীদের । ওনার কঠোর শাস্তি হোক, সেটাই চাইছি এখন ।"

তাঁর অভিযোগ, "নিজে কুকর্ম করার পরও আমার বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ তুলছে সে । আমি নাকি টাকা চেয়ে অফিস ভাঙচুর করেছি ৷ ওনার পরিবারও সমর্থন করছে তাকে ৷" যদিও এই বিষয়ে অভিযুক্ত আইনজীবী কিংবা তার পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

নিমতা, 26 মে : অফিসের মহিলা কর্মীর সঙ্গে অভব্য আচরণ এবং শ্লীলতাহানির অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার করল নিমতা থানার পুলিশ (Lawyer Arrested for molesting co worker at Nimta)। ধৃতের নাম স্বপন কুণ্ডু । পুলিশ সূত্রে খবর, ওই মহিলা তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, ফোন করে আচমকাই তাঁকে ডেকে আনা হয় পাশের আরও একটি অফিসে । আইনজীবী মালিকের ফোন পেয়ে সে কিছু না ভেবে তৎক্ষণাৎ অফিসের কাজ ছেড়ে চলে আসেন সেখানে । তখনই অফিস দেখানোর অছিলায় ঘরের দরজা বন্ধ করে কুপ্রস্তাব দেওয়া হয় ওই মহিলা কর্মীকে । তাতে রাজি না হওয়ায় মহিলার শ্লীলতাহানির করে ওই আইনজীবী । এমনকী জোর করে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছে নির্যাতিতা মহিলা । অভিযোগ পেয়ে পুলিশ প্রথমে ওই আইনজীবীকে আটক ও পরে গ্রেফতার করে ৷ সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

শিয়ালদা এবং বারাসত কোর্টে ওই আইনজীবী ওকালতি করে বলে খবর সূত্রের । এছাড়াও জমি-বাড়ির দলিল রেজিস্ট্রি এবং মিউটেশনের কাজও করে থাকে । এই কাজের জন্য নিমতার কালচার মোড়ে পাশাপাশি তার দুটি অফিস রয়েছে । সেই অফিসের একটিতে সম্প্রতি কাজে যোগ দিয়েছিলেন বেলঘরিয়ার বাসিন্দা ওই মহিলা ।

আরও পড়ুন : Molest Allegation Arrest : মৌলালির মোড়ে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

প্রতিদিনের মতো বুধবার বিকেলেও অফিসের কাজ করছিলেন তিনি । অভিযোগ, সেই সময় আইনজীবী মালিকের ফোন আসে তাঁর মোবাইলে । বলা হয়, তড়িঘড়ি সে যেন পাশের অফিসে চলে আসে । দরকারি কথাবার্তা রয়েছে । বসের ফোন পেয়ে কিছু না ভেবে তৎক্ষণাৎ ওই মহিলাকর্মী চলে আসেন সেই অফিসে ।অফিস ফাঁকা থাকার সুযোগে তাঁকে একটি ঘরের ভিতর নিয়ে যাওয়া হয় । সেখানেই দরজা বন্ধ করে ওই আইনজীবী মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ । তাতে রাজি না হওয়ায় হঠাৎই তাঁকে জড়িয়ে ধরে সে । চেষ্টা করে ধর্ষণেরও । এমনই অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা মহিলা । রাতেই ওই আইনজীবীর বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের করেন তিনি । সেই অভিযোগ পেয়ে তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । পরে ওই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে ।

এই বিষয়ে নির্যাতিতা মহিলা বলেন, "ঘটনার দিন চারজন মহিলাকর্মী অফিসে থাকলেও তাঁদের মধ্যে দু'জনকে কাজের সূত্রে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় । এরপর আমাকে পাশের আরও একটি অফিসে ডেকে নোংরামি করতে শুরু করে ওই আইনজীবী । প্রতিবাদ করলে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে । কোনওক্রমে সেখান থেকে পালিয়ে সবকথা খুলে বলি সহকর্মীদের । ওনার কঠোর শাস্তি হোক, সেটাই চাইছি এখন ।"

তাঁর অভিযোগ, "নিজে কুকর্ম করার পরও আমার বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ তুলছে সে । আমি নাকি টাকা চেয়ে অফিস ভাঙচুর করেছি ৷ ওনার পরিবারও সমর্থন করছে তাকে ৷" যদিও এই বিষয়ে অভিযুক্ত আইনজীবী কিংবা তার পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.