ETV Bharat / state

BJP-র বিক্ষোভ-অবরোধ ঘিরে উত্তপ্ত টিটাগড়, লাঠিচার্জ - BJP leader murdered in Titagarh

টিটাগড় থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন BJP কর্মীরা । বি টি রোডে অবরোধ করা হয় । পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ হয় BJP কর্মীদের ।

Titagarh police station
টিটাগড় থানার সামনে বিক্ষোভ BJP-র
author img

By

Published : Oct 5, 2020, 4:45 PM IST

Updated : Oct 5, 2020, 5:32 PM IST

টিটাগড়, 5 অক্টোবর : দলীয় নেতা মণীশ শুক্লা খুনে টিটাগড় থানার সামনে বিক্ষোভ ও অবরোধ করলেন BJP কর্মীরা । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয় । পরে লাঠিচার্জ করে অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ ।

গতরাতে টিটাগড় থানার পাশে দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন BJP নেতা মণীশ শুক্লা । কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । রাতে তাঁর মৃত্যু হয় । দলীয় নেতা খুনের প্রতিবাদে আজ 12 ঘণ্টা ব্যারাকপুর বনধের ডাক দেয় BJP । সকালে নিহত মণীশের পরিবারের সঙ্গে দেখা করেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় । বিকেল তিনটে নাগাদ BJP কর্মী-সমর্থকরা টিটাগড় থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । বি টি রোডে অবরোধ করা হয় ।

আরও পড়ুন : BJP-র ডাকা বনধে সুনসান ব্যারাকপুর

পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায় । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় । যদিও পরে ফের বিক্ষোভকারীরা থানার সামনে ভিড় জমাতে শুরু করেন ।

BJP-র অভিযোগ, তৃণমূলে থাকাকালীন মণীশ শুক্লার বিরোধী গোষ্ঠীরাই হামলা করেছে । যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি , BJP-ই এই কাজ করেছে । তাদের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করা হচ্ছে ।

টিটাগড়, 5 অক্টোবর : দলীয় নেতা মণীশ শুক্লা খুনে টিটাগড় থানার সামনে বিক্ষোভ ও অবরোধ করলেন BJP কর্মীরা । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয় । পরে লাঠিচার্জ করে অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ ।

গতরাতে টিটাগড় থানার পাশে দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন BJP নেতা মণীশ শুক্লা । কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । রাতে তাঁর মৃত্যু হয় । দলীয় নেতা খুনের প্রতিবাদে আজ 12 ঘণ্টা ব্যারাকপুর বনধের ডাক দেয় BJP । সকালে নিহত মণীশের পরিবারের সঙ্গে দেখা করেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় । বিকেল তিনটে নাগাদ BJP কর্মী-সমর্থকরা টিটাগড় থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । বি টি রোডে অবরোধ করা হয় ।

আরও পড়ুন : BJP-র ডাকা বনধে সুনসান ব্যারাকপুর

পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায় । পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় । যদিও পরে ফের বিক্ষোভকারীরা থানার সামনে ভিড় জমাতে শুরু করেন ।

BJP-র অভিযোগ, তৃণমূলে থাকাকালীন মণীশ শুক্লার বিরোধী গোষ্ঠীরাই হামলা করেছে । যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি , BJP-ই এই কাজ করেছে । তাদের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করা হচ্ছে ।

Last Updated : Oct 5, 2020, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.