কাঁচরাপাড়া, 10 ফেব্রুয়ারি : কাঁচরাপাড়া স্টেশনের কাছে রেলের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি । আপাতত কাঁচরাপাড়া থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ৷ যদিও ওই ওভারহেড তারের মেরামতের কাজও চলছে ৷
আজ দুপুর 1 টা বেজে 18 মিনিটে আপ রানাঘাট লোকাল কাঁচরাপাড়া স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় ৷ আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত যাত্রীরা । পরে দেখা যায়, আপ লাইনের ওভারহেড তার ছিঁড়েছে, আর তাতেই ওই বিকট শব্দ । অতি উচ্চ মাত্রার বিদ্যুৎ পরিবাহী তার রেললাইনে ঝুলে পড়লে বড়সড় বিপদ হতে পারত ৷
যাত্রীদের অভিযোগ, রেলের আধিকারিকদের দ্রুত খবর দেওয়া হলেও তাঁরা দীর্ঘক্ষণ বাদে ঘটনাস্থানে আসেন । শেষ পর্যন্ত রেল আধিকারিকরা আপ লাইনের সমস্ত ট্রেন বাতিল করে মেরামতির কাজ শুরু করেন । এর ফলে জোড়া ভোগান্তিতে পড়লেন নিত্যযাত্রীরা । একদিকে অটো সিগনালিংয়ের কাজ চলায় শতাধিক ট্রেন বাতিল করেছে রেল ৷ এরপর ওভার হেড তার ছিঁড়ে নতুন বিপত্তিতে কাঁচরাপাড়া থেকে আপলাইনের ট্রেন চলাচলও আপাতত বন্ধ ৷