ETV Bharat / state

জোড়া ভোগান্তি, কাঁচরাপাড়ায় ছিঁড়ল ওভারহেড তার ; বন্ধ আপ ট্রেন - কাঁচরাপাড়ায় বাতিল ট্রেন

আপ রানাঘাট লোকাল কাঁচরাপাড়া স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়, আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত যাত্রীরা । অভিযোগ, রেলের আধিকারিকদের দ্রুত খবর দেওয়া হলেও তাঁরা দীর্ঘক্ষণ বাদে ঘটনাস্থানে আসেন ।

kanchrapar overhead wire tearing
কাঁচরাপাড়া
author img

By

Published : Feb 10, 2020, 6:19 PM IST

কাঁচরাপাড়া, 10 ফেব্রুয়ারি : কাঁচরাপাড়া স্টেশনের কাছে রেলের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি । আপাতত কাঁচরাপাড়া থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ৷ যদিও ওই ওভারহেড তারের মেরামতের কাজও চলছে ৷

আজ দুপুর 1 টা বেজে 18 মিনিটে আপ রানাঘাট লোকাল কাঁচরাপাড়া স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় ৷ আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত যাত্রীরা । পরে দেখা যায়, আপ লাইনের ওভারহেড তার ছিঁড়েছে, আর তাতেই ওই বিকট শব্দ । অতি উচ্চ মাত্রার বিদ্যুৎ পরিবাহী তার রেললাইনে ঝুলে পড়লে বড়সড় বিপদ হতে পারত ৷

যাত্রীদের অভিযোগ, রেলের আধিকারিকদের দ্রুত খবর দেওয়া হলেও তাঁরা দীর্ঘক্ষণ বাদে ঘটনাস্থানে আসেন । শেষ পর্যন্ত রেল আধিকারিকরা আপ লাইনের সমস্ত ট্রেন বাতিল করে মেরামতির কাজ শুরু করেন । এর ফলে জোড়া ভোগান্তিতে পড়লেন নিত্যযাত্রীরা । একদিকে অটো সিগনালিংয়ের কাজ চলায় শতাধিক ট্রেন বাতিল করেছে রেল ৷ এরপর ওভার হেড তার ছিঁড়ে নতুন বিপত্তিতে কাঁচরাপাড়া থেকে আপলাইনের ট্রেন চলাচলও আপাতত বন্ধ ৷

কাঁচরাপাড়া, 10 ফেব্রুয়ারি : কাঁচরাপাড়া স্টেশনের কাছে রেলের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি । আপাতত কাঁচরাপাড়া থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ৷ যদিও ওই ওভারহেড তারের মেরামতের কাজও চলছে ৷

আজ দুপুর 1 টা বেজে 18 মিনিটে আপ রানাঘাট লোকাল কাঁচরাপাড়া স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় ৷ আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত যাত্রীরা । পরে দেখা যায়, আপ লাইনের ওভারহেড তার ছিঁড়েছে, আর তাতেই ওই বিকট শব্দ । অতি উচ্চ মাত্রার বিদ্যুৎ পরিবাহী তার রেললাইনে ঝুলে পড়লে বড়সড় বিপদ হতে পারত ৷

যাত্রীদের অভিযোগ, রেলের আধিকারিকদের দ্রুত খবর দেওয়া হলেও তাঁরা দীর্ঘক্ষণ বাদে ঘটনাস্থানে আসেন । শেষ পর্যন্ত রেল আধিকারিকরা আপ লাইনের সমস্ত ট্রেন বাতিল করে মেরামতির কাজ শুরু করেন । এর ফলে জোড়া ভোগান্তিতে পড়লেন নিত্যযাত্রীরা । একদিকে অটো সিগনালিংয়ের কাজ চলায় শতাধিক ট্রেন বাতিল করেছে রেল ৷ এরপর ওভার হেড তার ছিঁড়ে নতুন বিপত্তিতে কাঁচরাপাড়া থেকে আপলাইনের ট্রেন চলাচলও আপাতত বন্ধ ৷

Intro:কাঁচরাপাড়া স্টেশন এর কাছে রেলের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। আপ লাইনে কাঁচরাপাড়া থেকে সমস্ত ট্রেন বন্ধ করে ওভারহেড তার মেরামতের কাজ চলছে....Body:দুপুর 1 টা 18 মিনিটে আপ রানাঘাট লোকাল কাঁচরাপাড়া স্টেশন ছাড়ার পরে বিকট শব্দে উপস্থিত যাত্রীরা আতঙ্কে কেঁপে উঠেন। পরে দেখা যায় ঐ আপ লাইনে ওভারহেড তার ছিঁড়ে গিয়ে বিপত্তি ঘটেছে। সেই তার রেললাইনে ঝুলে পড়ে বড় বিপদের আশঙ্কা ছিলই। কিন্তু রেলের আধিকারিকদের খবর দেওয়ার পর প্রায় দীর্ঘক্ষন পর তারা ঘটনাস্থলে আসে বলে অভিযোগ উপস্থিত যাত্রীদের।এরপর ঘটনাস্থলে রেল আধিকারিকরা এসে আপ লাইনের সমস্ত রকম ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে সেই মেরামতির কাজ চালায় তারা। এর ফলে ভোগান্তির জোড়া ফলায় পড়েন ট্রেন যাত্রীরা।কারণ একদিকে অটো সিগনালিং সিস্টেমের কাজের জন্য বহু ট্রেন বাতিল করেছে রেল ।এরপরে এই ওভারে তার ছিড়ে বিপত্তি ঘটায় আপলাইনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার ফলে চরম ভোগান্তির শিকার হন ট্রেন যাত্রীরা।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.