বারাসত, 3 নভেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার দায় বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর ঘাড়েই চাপালেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার(Kakoli Ghosh Dastidar Reactions on Nisith Pramanik Attack Issue)। বৃহস্পতিবার বিকেলে বারাসত হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর নিশীথ প্রামাণিকের উপর হামলা ইস্যুতে তিনি বলেন, "অভিযোগ তো করতেই পারে । আসলে ওরা নিজেদের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত যে বিক্ষুব্ধরাই এখন ওদের পিছনে লাগতে শুরু করেছে । ওদের না-আছে কোনও অস্তিত্ব, না-আছে কোনও সংগঠন । তাই নিজেদের মধ্যেই ঝগড়া করতে ব্যস্ত । সবে তো শুরু । আরও অনেক কিছু দেখা বাকি রয়েছে ভারতীয় জনতা পার্টির বিষয়ে ।"
তবে বোমাবাজির পরই বেশ কিছুক্ষণের জন্য কনভয় থামিয়ে দেওয়া হয় ৷ আশেপাশে থাকা বিজেপি কর্মীরা দুষ্কৃতীদের দিকে তেড়ে যান ৷ মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখার পর ফের কনভয় রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে ৷
আরও পড়ুন : বিজেপি কর্মীর বাড়ি যাওয়ার পথে নিশীথের কনভয়ে হামলা