বারাসত, 12 জুলাই: "ডাল মে কুছ কালা হ্যায়" ৷ দেহরক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তে আপত্তি তোলায় এভাবেই শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ।সোমবার বারাসত জেলা হাসপাতালে মেডিক্যাল কলেজের উন্নয়ন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির হন তিনি । সেখানেই বৈঠক শেষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কাকলি ঘোষ দস্তিদার বলেন," দুর্ঘটনা কিংবা কোনও অপরাধ সংগঠিত হওয়ার পর যদি অনেকটা সময় পেরিয়েও যায়, তাহলেও তদন্ত হতে পারে । শুভেন্দু অধিকারীর তদন্তে আপত্তি কোথায়? তাহলে ডাল মে কুছ কালা হ্যায়, সেই কালা কি হ্যায়,তার জন্যই তদন্ত হওয়া দরকার । আমরা চাইব,সত্য উদঘাটন হোক। "
শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে । যা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা আপত্তি তুলে অভিযোগ করেন,"রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই মৃত্যুর তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে ।" মৃত্যুর তিনবছরের মাথায় কেন সিআইডি তদন্তে নেমেছে তা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী । সেই বিষয়ে এদিন নাম না করে শুভেন্দুকে পাল্টা জবাব দেন কাকলি । তাঁর কথায়, "মৃত দেহরক্ষীর স্ত্রী যখন তদন্ত চেয়েছেন তখন তো ঠিকই আছে । সেই সময় আমরাও ভেবেছিলাম ঘটনার তদন্ত হওয়া উচিত । রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে নিশ্চয় তদন্তের নির্দেশ গিয়েছে বলেই তদন্ত শুরু হয়েছে । আমরা এই তদন্তকে স্বাগত জানাই । তদন্ত হলেই সত্য উদঘাটিত হবে । এটা নিয়ে কারও কোনও প্রশ্ন তোলা উচিত নয় । আইন ব্যবস্থা কিংবা প্রশাসনের কাজের উপর কারও কোনও হস্তক্ষেপ করা অনুচিত । সে যে দলেরই হোক না কেন । "
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্য়ুতে তদন্ত শুরু সিআইডি-র
এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যেরও কটাক্ষ করেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । তিনি বলেন,"উনি তো বিজেপি দলের রাজ্য সভাপতি । উনি অন্যের ছাল লাগাতে দিলেন কেন? আর কেনই বা ছাল লাগালেন নিজে। উনি যদি ভুল করেন, তাহলে তো রাজ্য সভাপতি হিসেবে তার দায় ওনাকেই নিতে হবে ।" বিজেপি বিরোধী জোটের মুখ যে মমতা বন্দ্যোপাধ্যায় তাও এদিন কার্যত ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন তিনি । তার ব্যাখাও এদিন তুলে ধরেছেন কাকলি ঘোষ দস্তিদার । তবে, বিজেপির হাত থেকে দেশকে বাঁচাতে সমস্ত রাজনৈতিক দলের একত্রিত হওয়ার প্রয়োজন বলেও মনে করেন কাকলীদেবী।