নিউটাউন, 19 মে : নিউটাউন থানার সামনে ধরনায় বসলেন কাকলি ঘোষ দস্তিদার ৷ নিউটাউন থানার IC অতনু ঘোষালকে হুমকিও দেন তিনি ৷ বলেন, "আমি আপনাকে ছাড়ব না ৷"
আজ সকালে বারাসতের 104 নম্বর বুথে উত্তেজনা ছড়ায় ৷ অভিযোগ, বারাসতের ওই বুথে না কি BJP-কে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ এমনকী কথা না শুনলে খুন করারও হুমকি দেওয়া হয় ৷ বিষয়টি জানতে পেরে সেখানে যান কাকলি ঘোষ দস্তিদার ৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিকে আঙুল তুলে সাবধান করতে দেখা যায় তাঁকে ৷
এরপর তিনি নিউটাউন থানায় যান ৷ সেখানে IC-কে হুঁশিয়ারি দিয়ে বলেন, "আপনাদের আগেই ওদের বারণ করা উচিত ছিল ৷ জয়শ্রীরাম ধ্বনি দিয়ে সবকিছু ভাঙচুর করছে কেন্দ্রীয় বাহিনী ৷ এগুলো কেন করবে? ওটা তো একটা পার্টির স্লোগান ৷ আমি কাউকে ছাড়ি না ৷ আপনাকেও আমি ছাড়ব না ৷"