ETV Bharat / state

Kakali Slams Mithun: মিঠুন মানসিক রোগী, চিকিৎসার প্রয়োজন, কটাক্ষ কাকলির - বারাসত হাসপাতাল

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) একজন মানসিক রোগী । ওঁর চিকিৎসার প্রয়োজন । তৃণমূল (Trinamool Congress) বিধায়কদের মিঠুনের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) ।

Kakali Ghosh Dastidar taunts Mithun Chakraborty saying actor is mentally ill and needs treatment
Kakali Slams Mithun: মিঠুন মানসিক রোগী, চিকিৎসার প্রয়োজন, কটাক্ষ কাকলির
author img

By

Published : Nov 26, 2022, 7:22 PM IST

বারাসত, 26 নভেম্বর: তৃণমূলের (Trinamool Congress) একাধিক বিধায়ক ব‍্যক্তিগতভাবে তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন । বিজেপিতে (BJP) যোগদান করতে মুখিয়ে রয়েছেন শাসকদলের এই বিধায়করা । বারবার এই কথা বলে তৃণমূল থেকে বিধায়ক ভাঙানোর জল্পনা উস্কে দিতে শোনা গিয়েছে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) গলায় । এবার সেই মিঠুন চক্রবর্তীকেই মানসিক রোগী বলে কটাক্ষ করলেন তৃণমূলের চিকিৎসক সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) ।

মেডিক্যাল কলেজের শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা সারতে শনিবার দুপুরে বারাসত হাসপাতালে (Barasat Hospital) আসেন তিনি । সেখান থেকে বেরিয়ে মিঠুন চক্রবর্তীর বিধায়ক ভাঙানোর দাবি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে এমনই মন্তব্য করেছেন বারাসতের সাংসদ ৷

কাকলি ঘোষ দস্তিদার বলেন, "উনি একজন মানসিক রোগী । ওঁর চিকিৎসার প্রয়োজন । এখানকার মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ওঁর চিকিৎসার জন্য যথেষ্ট । এখান থেকে একজনকে নিয়ে গেলেই তো হয় ! উনি তাহলে মানসিক চিকিৎসা করাতে পারবেন ৷"

মিঠুন মানসিক রোগী, চিকিৎসার প্রয়োজন, কটাক্ষ কাকলির

মেডিক্যাল কলেজের কৃতিত্ব এবং আর্থিক অনুদান নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের প্রশাসনের মধ্যে । এদিন তারও জবাব দিয়েছেন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । তাঁর কথায়, "এই নিয়ে অযথা বিতর্কের কিছু নেই । কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন 2010 সালে রেলের তরফে একটি মেডিক্যাল কলেজ করার উদ্যোগ নিয়েছিলেন । এই মেডিক্যাল কলেজ তারই অংশ বলে ধারণা আমার ৷"

এদিকে, বারাসত হাসপাতাল মেডিক্যাল কলেজে উন্নীত হওয়া এবং সেই সঙ্গে মেডিক্যাল কলেজের পঠনপাঠন চালু হওয়ায় তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হল বলেও মনে করছেন তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ।

আরও পড়ুন: তৃণমূলকে উৎখাত করতে বামেদের সঙ্গে জোটে জোর সওয়াল মিঠুনের

বারাসত, 26 নভেম্বর: তৃণমূলের (Trinamool Congress) একাধিক বিধায়ক ব‍্যক্তিগতভাবে তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন । বিজেপিতে (BJP) যোগদান করতে মুখিয়ে রয়েছেন শাসকদলের এই বিধায়করা । বারবার এই কথা বলে তৃণমূল থেকে বিধায়ক ভাঙানোর জল্পনা উস্কে দিতে শোনা গিয়েছে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) গলায় । এবার সেই মিঠুন চক্রবর্তীকেই মানসিক রোগী বলে কটাক্ষ করলেন তৃণমূলের চিকিৎসক সাংসদ তথা দলের জাতীয় মুখপাত্র কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) ।

মেডিক্যাল কলেজের শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা সারতে শনিবার দুপুরে বারাসত হাসপাতালে (Barasat Hospital) আসেন তিনি । সেখান থেকে বেরিয়ে মিঠুন চক্রবর্তীর বিধায়ক ভাঙানোর দাবি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে এমনই মন্তব্য করেছেন বারাসতের সাংসদ ৷

কাকলি ঘোষ দস্তিদার বলেন, "উনি একজন মানসিক রোগী । ওঁর চিকিৎসার প্রয়োজন । এখানকার মেডিক্যাল কলেজের পড়ুয়ারা ওঁর চিকিৎসার জন্য যথেষ্ট । এখান থেকে একজনকে নিয়ে গেলেই তো হয় ! উনি তাহলে মানসিক চিকিৎসা করাতে পারবেন ৷"

মিঠুন মানসিক রোগী, চিকিৎসার প্রয়োজন, কটাক্ষ কাকলির

মেডিক্যাল কলেজের কৃতিত্ব এবং আর্থিক অনুদান নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের প্রশাসনের মধ্যে । এদিন তারও জবাব দিয়েছেন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । তাঁর কথায়, "এই নিয়ে অযথা বিতর্কের কিছু নেই । কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন 2010 সালে রেলের তরফে একটি মেডিক্যাল কলেজ করার উদ্যোগ নিয়েছিলেন । এই মেডিক্যাল কলেজ তারই অংশ বলে ধারণা আমার ৷"

এদিকে, বারাসত হাসপাতাল মেডিক্যাল কলেজে উন্নীত হওয়া এবং সেই সঙ্গে মেডিক্যাল কলেজের পঠনপাঠন চালু হওয়ায় তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হল বলেও মনে করছেন তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ।

আরও পড়ুন: তৃণমূলকে উৎখাত করতে বামেদের সঙ্গে জোটে জোর সওয়াল মিঠুনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.