ETV Bharat / state

অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ বিতর্কে অনুপমের পাশে কৈলাস, মুকুল - bjp

এধরনের সৌজন্যতাকে আমরা স্বাগত জানাই ৷ অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ ইশুতে অনুপমের পাশে দাঁড়ালেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় ৷

অনুপম
author img

By

Published : Apr 30, 2019, 11:32 PM IST

Updated : Apr 30, 2019, 11:40 PM IST

ব্যারাকপুর, 30 এপ্রিল : অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ ইশুতে অনুপম হাজরা পাশে দাঁড়ালেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয় ৷ এধরনের সৌজন্যতাকে আমরা স্বাগত জানাই বলে জানালেন কৈলাস বিজয়বর্গীয় ৷

গতকাল অনুব্রত মণ্ডলের সঙ্গে বোলপুরের পার্টি অফিসে গিয়ে সাক্ষাৎ করেন অনুপম ৷ যা নিয়ে বিতর্ক দেখা দেয় ৷ তবে আজ সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরে অনুব্রতকেই নিশানা করেন যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরা৷ বলেন, পুরোটাই চক্রান্ত ৷

ভিডিয়োয় শুনুন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্য

এবিষয়ে অনুপমের পাশে দাঁড়িয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "আমরা রাজনীতির মধ্যে প্রতিশোধ রাখি না। রাজনীতির অপর নাম সৌজন্যতা । আপনাদের কাছে এটা আশ্চর্য মনে হলেও আমাদের কাছে এটা আশ্চর্যের কিছু নেই । এধরনের সৌজন্যতাকে আমরা স্বাগত জানাই ।"

অনুপমের পাশে দাঁড়িয়েছেন মুকুল রায়ও ৷ তিনি বলেন, "অনুপম হাজরার রাজনৈতিক সৌজন্যতাকে আমরা সম্মান করি । কিন্তু, রাজনৈতিক সৌজন্যতার নামে ষড়যন্ত্র রাজনীতিতে থাকা খারাপ ।"

এই সংক্রান্ত খবর : পুরোটা চক্রান্ত, অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ বিতর্কে বললেন অনুপম

ব্যারাকপুর, 30 এপ্রিল : অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ ইশুতে অনুপম হাজরা পাশে দাঁড়ালেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয় ৷ এধরনের সৌজন্যতাকে আমরা স্বাগত জানাই বলে জানালেন কৈলাস বিজয়বর্গীয় ৷

গতকাল অনুব্রত মণ্ডলের সঙ্গে বোলপুরের পার্টি অফিসে গিয়ে সাক্ষাৎ করেন অনুপম ৷ যা নিয়ে বিতর্ক দেখা দেয় ৷ তবে আজ সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরে অনুব্রতকেই নিশানা করেন যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরা৷ বলেন, পুরোটাই চক্রান্ত ৷

ভিডিয়োয় শুনুন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্য

এবিষয়ে অনুপমের পাশে দাঁড়িয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "আমরা রাজনীতির মধ্যে প্রতিশোধ রাখি না। রাজনীতির অপর নাম সৌজন্যতা । আপনাদের কাছে এটা আশ্চর্য মনে হলেও আমাদের কাছে এটা আশ্চর্যের কিছু নেই । এধরনের সৌজন্যতাকে আমরা স্বাগত জানাই ।"

অনুপমের পাশে দাঁড়িয়েছেন মুকুল রায়ও ৷ তিনি বলেন, "অনুপম হাজরার রাজনৈতিক সৌজন্যতাকে আমরা সম্মান করি । কিন্তু, রাজনৈতিক সৌজন্যতার নামে ষড়যন্ত্র রাজনীতিতে থাকা খারাপ ।"

এই সংক্রান্ত খবর : পুরোটা চক্রান্ত, অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ বিতর্কে বললেন অনুপম

দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর _30/04 /2019 আজ বিকেলে কামারহাটির 37 নম্বর আনোয়ার বাগান এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার করল বেলঘড়িয়া থানার পুলিশ। মৃতের নাম সাগীর হুসেন 22 বছর বয়স। পেশায় জুটমিল শ্রমিক। গত রবিবার রাত সাড়ে আটটা নাগাদ তিন-চার জন মিলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সাগীরকে, তারপর থেকেই কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না সাগীরের। পরিবারের লোকজন বেলঘরিয়া থানায় নিখোঁজ ডায়েরি ও করে গত সোমবার। বেলঘরিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ নিয়ে যায়। খবর দেওয়া হয় মৃতের পরিবারকে। পরিবারের লোকজন হাসপাতালে এসে মৃতদেহ শনাক্ত করে।তাকে খুন করা হয়েছে নাকি অন্য কোন কারণে এই ঘটনা সেটা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন। বেলঘড়িয়া থানার পুলিশ শুরু করেছে তদন্তের কাজ।
Last Updated : Apr 30, 2019, 11:40 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.