ETV Bharat / state

Jyotipriyo Slams Adhir: কংগ্রেসকে টুকরো টুকরো করতেই অধীরের ভারত জোড়ো যাত্রা, কটাক্ষ জ্যোতিপ্রিয়র

অধীর চৌধুরীর 'ভারত জোড়ো যাত্রা'য় যোগ দেওয়া নিয়ে সরব হলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Slams Adhir)৷ অধীরের পাশাপাশি শুভেন্দুকেও একহাত নিলেন তিনি ৷

Etv Bharat
ভারত জোড়ো যাত্রা নিয়ে অধীরকে কটাক্ষ জ্যোতিপ্রিয়র
author img

By

Published : Jan 3, 2023, 9:13 PM IST

অধীর ও শুভেন্দুর সমালোচনায় সরব বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

বারাসত, 3 জানুয়ারি: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে 'সাগর থেকে পাহাড়' যাত্রার সূচনা হয়েছে ইতিমধ্যেই । সেই যাত্রা কলকাতা পেরিয়ে মঙ্গলবারই প্রবেশ করেছে উত্তর 24 পরগনায় । এবার অধীর চৌধুরীর সেই কর্মসূচিকে মঙ্গলবার তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriyo Mullick Criticises Adhir Chowdhury)। তাঁর দাবি, "রাহুল গান্ধির 'ভারত জোড়ো যাত্রা'র গুরুত্ব রয়েছে এটা স্বীকার করতে অসুবিধা নেই আমার । কিন্তু অধীর চৌধুরীর এই ধরনের যাত্রার কোনও গুরুত্ব নেই । আসলে তিনি কংগ্রেসকে ভাঙতেই এই যাত্রা শুরু করেছেন ।"

'যাত্রা উৎসব'-এর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মঙ্গলবার বারাসতে জেলাশাসকের কার্যালয়ে আসেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । সেখানেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কর্মসূচি প্রসঙ্গে জ্যোতিপ্রিয় তাচ্ছিল্যের সুরে বলেন,"অধীর চৌধুরীর আবার 'ভারত জোড়ো যাত্রা' ৷ তিনি যতই রাহুল গান্ধির 'ভারত জোড়ো যাত্রা'র সমর্থনে 'বাংলা জোড়ো', 'বারাসত জোড়ো যাত্রা' করে থাকুন তার অন্য কোনও মাত্রা রয়েছে কী না তা আমার জানা নেই । তিনি বারাসতের কোনও পাড়াকে 'জোড়া' লাগাতে পারবেন না । উলটে আরও ভেঙে যাবে কংগ্রেস দল । কংগ্রেসের মতো পুরনো একটি দলকে টুকরো টুকরো করতেই অধীর চৌধুরী নিজে দায়িত্ব নিয়েছেন(Jyotipriyo Criticises Adhir on Bharat Jodo Yatra)৷"

উদাহরণস্বরূপ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এদিন কংগ্রেস ত্যাগী নেতা গুলাম নবি আজাদের প্রসঙ্গ টেনে বলেন,"গুলাম নবি আজাদের মতো নেতাকে কংগ্রেস ধরে রাখতে রাখেনি । সেই কংগ্রেসই এখন তাঁকে পুনরায় দলে ফিরিয়ে আনার চেষ্টা করছে । দেখছেন না কংগ্রেস প্রতিদিনই ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে । সেই দলের নেতা অধীর চৌধুরী নাকি কংগ্রেসকে জুড়বে ৷ এটা হাস‍্যকর ছাড়া আর কিছুই নয় ।"

এদিকে, অধীরের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বনমন্ত্রী ৷ তিনি বলেন,"শুভেন্দুর মাথা খারাপ হয়ে গিয়েছে । ওর সুচিকিৎসার প্রয়োজন । এই দায়িত্ব নিতে হবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকেই । কারণ, ওর অল্প বয়স । এখন থেকে সঠিক চিকিৎসা হলে পরবর্তীতে ওর কোনও শারীরিক সমস্যা দেখা দেবে না ।"

অন্যদিকে, বড় 'ডাকাত'দের জেলে ঢোকানোর মন্তব্য নিয়েও এদিন শুভেন্দুকে কটাক্ষ করে তিনি বলেন,"ও(শুভেন্দু)যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করছে তা তো আমার জানা ছিল না ৷ এখন ও জ্যোতিষও হয়ে উঠেছে ৷ ওকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই । ওর সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো ।"

আরও পড়ুন : জেলা পেরিয়ে কলকাতায় ভারত জোড়ো যাত্রা, নেতৃত্বে অধীর

অধীর ও শুভেন্দুর সমালোচনায় সরব বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

বারাসত, 3 জানুয়ারি: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে 'সাগর থেকে পাহাড়' যাত্রার সূচনা হয়েছে ইতিমধ্যেই । সেই যাত্রা কলকাতা পেরিয়ে মঙ্গলবারই প্রবেশ করেছে উত্তর 24 পরগনায় । এবার অধীর চৌধুরীর সেই কর্মসূচিকে মঙ্গলবার তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriyo Mullick Criticises Adhir Chowdhury)। তাঁর দাবি, "রাহুল গান্ধির 'ভারত জোড়ো যাত্রা'র গুরুত্ব রয়েছে এটা স্বীকার করতে অসুবিধা নেই আমার । কিন্তু অধীর চৌধুরীর এই ধরনের যাত্রার কোনও গুরুত্ব নেই । আসলে তিনি কংগ্রেসকে ভাঙতেই এই যাত্রা শুরু করেছেন ।"

'যাত্রা উৎসব'-এর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মঙ্গলবার বারাসতে জেলাশাসকের কার্যালয়ে আসেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । সেখানেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কর্মসূচি প্রসঙ্গে জ্যোতিপ্রিয় তাচ্ছিল্যের সুরে বলেন,"অধীর চৌধুরীর আবার 'ভারত জোড়ো যাত্রা' ৷ তিনি যতই রাহুল গান্ধির 'ভারত জোড়ো যাত্রা'র সমর্থনে 'বাংলা জোড়ো', 'বারাসত জোড়ো যাত্রা' করে থাকুন তার অন্য কোনও মাত্রা রয়েছে কী না তা আমার জানা নেই । তিনি বারাসতের কোনও পাড়াকে 'জোড়া' লাগাতে পারবেন না । উলটে আরও ভেঙে যাবে কংগ্রেস দল । কংগ্রেসের মতো পুরনো একটি দলকে টুকরো টুকরো করতেই অধীর চৌধুরী নিজে দায়িত্ব নিয়েছেন(Jyotipriyo Criticises Adhir on Bharat Jodo Yatra)৷"

উদাহরণস্বরূপ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এদিন কংগ্রেস ত্যাগী নেতা গুলাম নবি আজাদের প্রসঙ্গ টেনে বলেন,"গুলাম নবি আজাদের মতো নেতাকে কংগ্রেস ধরে রাখতে রাখেনি । সেই কংগ্রেসই এখন তাঁকে পুনরায় দলে ফিরিয়ে আনার চেষ্টা করছে । দেখছেন না কংগ্রেস প্রতিদিনই ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে । সেই দলের নেতা অধীর চৌধুরী নাকি কংগ্রেসকে জুড়বে ৷ এটা হাস‍্যকর ছাড়া আর কিছুই নয় ।"

এদিকে, অধীরের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বনমন্ত্রী ৷ তিনি বলেন,"শুভেন্দুর মাথা খারাপ হয়ে গিয়েছে । ওর সুচিকিৎসার প্রয়োজন । এই দায়িত্ব নিতে হবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকেই । কারণ, ওর অল্প বয়স । এখন থেকে সঠিক চিকিৎসা হলে পরবর্তীতে ওর কোনও শারীরিক সমস্যা দেখা দেবে না ।"

অন্যদিকে, বড় 'ডাকাত'দের জেলে ঢোকানোর মন্তব্য নিয়েও এদিন শুভেন্দুকে কটাক্ষ করে তিনি বলেন,"ও(শুভেন্দু)যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করছে তা তো আমার জানা ছিল না ৷ এখন ও জ্যোতিষও হয়ে উঠেছে ৷ ওকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই । ওর সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো ।"

আরও পড়ুন : জেলা পেরিয়ে কলকাতায় ভারত জোড়ো যাত্রা, নেতৃত্বে অধীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.