সল্টলেক, 6 নভেম্বর: নিজেকে নির্দোষ বলে সোমবার দাবি করলেন রেশন কেলেঙ্কারিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ ইডি অন্যায় ও অনৈতিকভাবে তাঁকে গ্রেফতার করেছে বলেও দাবি তাঁর ৷ রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিককে এ দিন ব্যাংকশাল আদালতে তোলা হবে ৷ তার আগে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷ সে সময় তিনি সংবাদমাধ্যমের সামনে তিনবার বলেন, "আমি নির্দোষ, নির্দোষ, নির্দোষ ৷"
এরপর ইডিকে নিশানা করে তাঁর অভিযোগ, "এরা যা করেছে, অন্যায় ও অনৈতিক কাজ করেছে ৷" আজ তাঁর শরীর ভালো নেই বলেও জানান বনমন্ত্রী ৷ তিনি বলেন, "আমি ভালো নেই, আদালতে যাচ্ছি ৷" তবে তাঁর আশা, আদালতে তিনি সঠিক বিচার পাবেন ৷ এ বিষয়ে তিনি বলেন, "আদালত আমাকে কোনওভাবে মুক্তি দেবে ৷"
প্রসঙ্গত, 21 ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর রেশন বণ্টন দুর্নীতি মামলায় 26 অক্টোবর গভীর রাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি ৷ গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে ইডি হেফাজতে ছিলেন তিনি । আজ তাঁকে আবার আদালতে পেশ করা হবে । ইডি সূত্রে খবর, আদালতে পেশ করে আবার নিজেদের হেফাজতে তাঁকে নিতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা ।
আরও পড়ুন: বিজেপির ষড়যন্ত্রে গ্রেফতার, মমতা-অভিষেক সব জানেন; দাবি জ্যোতিপ্রিয়র
উল্লেখ্য, এর আগে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন, তাঁকে গ্রেফতারির পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে ৷ পাশাপাশি তিনি জানান, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন ৷ এমনকী তাঁর কথায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন ৷ এরপরেই মনে করা হয়েছিল, আজ হয়তো আদালতে যাওয়ার পথে জ্যোতিপ্রিয় বিস্ফোরক কিছু দাবি করবেন ৷ কারণ আগের দিন তিনি বিজেপির উপর গ্রেফতারির দোষ চাপিয়েছেন ৷ তবে এ দিন তিনি ইডিকে নিশানা করলেন এবং ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি তাঁর ৷