ETV Bharat / state

চাকরির দাবিতে বারাসতে DM অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ - প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ যুবশ্রীর চাকরিপ্রার্থীদের

চাকরির দাবিতে DM অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ যুবশ্রীর চাকরিপ্রার্থীদের । দ্রুত চাকরির ব্যবস্থা না করা হলে শাসকদলের বিরুদ্ধে ভোট দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা ৷

বারাসত
বারাসত
author img

By

Published : Oct 8, 2020, 7:48 PM IST

বারাসত, 8 অক্টোবর: উত্তর 24 পরগনার DM অফিস অভিযান চাকরি প্রার্থীদের ৷ প্ল্যাকার্ড হাতে অবস্থান-বিক্ষোভ করেন তাঁরা ৷ বিক্ষোভ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হুঁশিয়ারিও দেন ৷ তাঁদের বক্তব্য, 2021-র নির্বাচনের আগে চাকরির ব্যবস্থা না করা হলে শাসকদলের বিরুদ্ধে ভোট দেবেন । প্রয়োজনে ভোট বয়কটও করবেন তাঁরা ।

আজ সকাল থেকে বারাসতে DM অফিসে শান্তিপূর্ণ অভিযান করেন তাঁরা । 2013 সালের 3 অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর হাত ধরেই সূচনা হয় যুবশ্রী প্রকল্পের । ওই প্রকল্পে বেকার যুবক-যুবতিদের জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তৈরি করে প্রথম 1 লাখ যুবশ্রীকে মাসিক দেড় হাজার সাম্মানিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ভাতা প্রাপকদের এক বছরের মধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে C ও D গ্রুপে যোগ্যতার নিরিখে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয় । কিন্তু প্রতিশ্রুতি মতো ভাতা মিললেও এখনও চাকরি জোটেনি বলে অভিযোগ ।

অবস্থান বিক্ষোভ যুবশ্রীর চাকরিপ্রার্থীদের


আর আজ চাকরির দাবিতে উত্তর 24 পরগনার DM অফিসে অভিযান করে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের চাকরিপ্রার্থী সমিতি । কর্মসূচিতে যোগ দেন জেলার বিভিন্ন প্রান্তের যুবশ্রী চাকরিপ্রার্থীরা । আন্দোলন শেষে জেলাশাসকের কাছে শ্মারকলিপি জমা দেওয়া হয় বিক্ষোভকারীদের তরফে ৷

বারাসত, 8 অক্টোবর: উত্তর 24 পরগনার DM অফিস অভিযান চাকরি প্রার্থীদের ৷ প্ল্যাকার্ড হাতে অবস্থান-বিক্ষোভ করেন তাঁরা ৷ বিক্ষোভ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে হুঁশিয়ারিও দেন ৷ তাঁদের বক্তব্য, 2021-র নির্বাচনের আগে চাকরির ব্যবস্থা না করা হলে শাসকদলের বিরুদ্ধে ভোট দেবেন । প্রয়োজনে ভোট বয়কটও করবেন তাঁরা ।

আজ সকাল থেকে বারাসতে DM অফিসে শান্তিপূর্ণ অভিযান করেন তাঁরা । 2013 সালের 3 অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর হাত ধরেই সূচনা হয় যুবশ্রী প্রকল্পের । ওই প্রকল্পে বেকার যুবক-যুবতিদের জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তৈরি করে প্রথম 1 লাখ যুবশ্রীকে মাসিক দেড় হাজার সাম্মানিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ভাতা প্রাপকদের এক বছরের মধ্যে সরকারের বিভিন্ন দপ্তরে C ও D গ্রুপে যোগ্যতার নিরিখে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয় । কিন্তু প্রতিশ্রুতি মতো ভাতা মিললেও এখনও চাকরি জোটেনি বলে অভিযোগ ।

অবস্থান বিক্ষোভ যুবশ্রীর চাকরিপ্রার্থীদের


আর আজ চাকরির দাবিতে উত্তর 24 পরগনার DM অফিসে অভিযান করে পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের চাকরিপ্রার্থী সমিতি । কর্মসূচিতে যোগ দেন জেলার বিভিন্ন প্রান্তের যুবশ্রী চাকরিপ্রার্থীরা । আন্দোলন শেষে জেলাশাসকের কাছে শ্মারকলিপি জমা দেওয়া হয় বিক্ষোভকারীদের তরফে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.