ETV Bharat / state

TMC-ISF Conflict: আমডাঙায় তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্ত আইএসএফ

author img

By

Published : Mar 29, 2023, 3:19 PM IST

Updated : Mar 29, 2023, 4:04 PM IST

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দুষ্কৃতীরা এসে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৷ এই ঘটনায় অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে ৷ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ (TMC ISF Conflict) ৷

TMC worker shot in leg
আমডাঙায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
আমডাঙায় তৃণমূল কর্মীকে গুলির অভিযোগ আইএসএফ কর্মীর বিরুদ্ধে

আমডাঙা, 29 মার্চ: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না-হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দল তৃণমূল ও বিরোধী দলগুলির মধ্যে ঝামেলার খবর মিলছে প্রতিদিনই ৷ মঙ্গলবার রাতে উত্তর 24 পরগনার আমডাঙায় গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আব্দুল জসিম ৷ জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মীর ডান হাঁটুতে গুলি লেগেছে ৷ গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীকে তড়িঘড়ি আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আপাতত তিনি সেখানে চিকিৎসাধীন ৷

এই ঘটনায় তৃণমূল আইএসএফের (ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট) দিকে অভিযোগের আঙুল তুলেছে ৷ ঘটনায় পুলিশ চার যুবককে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ৷ অভিযুক্ত আরও একজনের খোঁজে তল্লাশি যদিও কানাঘুষো শোনা যাচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেও এই গুলি চালনার ঘটনা (TMC and ISF Conflict in Amdanga) ৷ তবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে পালটা জবাব দিয়েছেন আইএসএফের জেলা সম্পাদক মহম্মদ কুতুবউদ্দিন ৷ তাঁর দাবি, "আইএসএফ বোমা-গুলির রাজনীতিতে বিশ্বাসী নয় ৷ তৃণমূলই বোমা-গুলির রাজনীতি আমদানি করেছে রাজ‍্যে ৷ আওয়ালসিদ্ধির ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল।"

উত্তর 24 পরগনার আমডাঙা বরাবরই শাসকদলের শক্ত ঘাঁটি ৷ জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আওয়ালসিদ্ধির চৌমাথার পাশে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন বছর পঁচিশের ওই তৃণমূল কর্মী ৷ তখনই বাইকে এসে জনাকয়েক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ মোট তিন রাউন্ড গুলি চলেছে বলে জানা গিয়েছে ৷ দু'টি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও অন্য গুলিটি লাগে তৃণমূল কর্মীর হাঁটুতে ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি ৷ স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পালিয়ে যায় তারা ৷ এরপর গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে ঢোকার মুখে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আব্দুল জসিম বলেন, "পুরনো একটি গণ্ডগোলের জেরে আইএসএফের লোকজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷"

যদিও তা মানতে চাননি আইএসএফের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মহম্মদ কুতুবউদ্দিন ৷ তিনি বলেন, "তৃণমূলের এই অভিযোগ কেউ বিশ্বাস করবে না ৷ পুলিশ তদন্ত করলেই সব সত্য সামনে চলে আসবে। তাই, নিজেদের দোষ ঢাকতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঘাড়ে দায় চাপাচ্ছে শাসকদল ।"

আরও পড়ুন: সরকারি কর্মীদের দিয়ে পঞ্চায়েতের ফাইল লোপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমডাঙায় তৃণমূল কর্মীকে গুলির অভিযোগ আইএসএফ কর্মীর বিরুদ্ধে

আমডাঙা, 29 মার্চ: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না-হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক দল তৃণমূল ও বিরোধী দলগুলির মধ্যে ঝামেলার খবর মিলছে প্রতিদিনই ৷ মঙ্গলবার রাতে উত্তর 24 পরগনার আমডাঙায় গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী আব্দুল জসিম ৷ জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মীর ডান হাঁটুতে গুলি লেগেছে ৷ গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীকে তড়িঘড়ি আমডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আপাতত তিনি সেখানে চিকিৎসাধীন ৷

এই ঘটনায় তৃণমূল আইএসএফের (ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট) দিকে অভিযোগের আঙুল তুলেছে ৷ ঘটনায় পুলিশ চার যুবককে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ৷ অভিযুক্ত আরও একজনের খোঁজে তল্লাশি যদিও কানাঘুষো শোনা যাচ্ছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেও এই গুলি চালনার ঘটনা (TMC and ISF Conflict in Amdanga) ৷ তবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে পালটা জবাব দিয়েছেন আইএসএফের জেলা সম্পাদক মহম্মদ কুতুবউদ্দিন ৷ তাঁর দাবি, "আইএসএফ বোমা-গুলির রাজনীতিতে বিশ্বাসী নয় ৷ তৃণমূলই বোমা-গুলির রাজনীতি আমদানি করেছে রাজ‍্যে ৷ আওয়ালসিদ্ধির ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল।"

উত্তর 24 পরগনার আমডাঙা বরাবরই শাসকদলের শক্ত ঘাঁটি ৷ জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আওয়ালসিদ্ধির চৌমাথার পাশে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন বছর পঁচিশের ওই তৃণমূল কর্মী ৷ তখনই বাইকে এসে জনাকয়েক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ মোট তিন রাউন্ড গুলি চলেছে বলে জানা গিয়েছে ৷ দু'টি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও অন্য গুলিটি লাগে তৃণমূল কর্মীর হাঁটুতে ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি ৷ স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পালিয়ে যায় তারা ৷ এরপর গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে ঢোকার মুখে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আব্দুল জসিম বলেন, "পুরনো একটি গণ্ডগোলের জেরে আইএসএফের লোকজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷"

যদিও তা মানতে চাননি আইএসএফের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মহম্মদ কুতুবউদ্দিন ৷ তিনি বলেন, "তৃণমূলের এই অভিযোগ কেউ বিশ্বাস করবে না ৷ পুলিশ তদন্ত করলেই সব সত্য সামনে চলে আসবে। তাই, নিজেদের দোষ ঢাকতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঘাড়ে দায় চাপাচ্ছে শাসকদল ।"

আরও পড়ুন: সরকারি কর্মীদের দিয়ে পঞ্চায়েতের ফাইল লোপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Last Updated : Mar 29, 2023, 4:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.