ETV Bharat / state

পেট্রাপোল সীমান্তে ফের ভারত-বাংলাদেশ বাণিজ্যের উদ্যোগ

লকডাউনের কারণে পেট্রাপোল সীমান্তে বন্ধ ছিল ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি ব্যবসা । আগেও লকডাউনের মধ্যে দুই দেশের মধ্যে শর্তসাপেক্ষে রপ্তানি শুরু হয়েছিল । আনলক 1.0 পর্ব শুরু হওয়ার পর ফের ভারত-বাংলাদেশ ব্যবসা শুরুর জন্য গতকাল দুই দেশের মধ্যে বৈঠক হয় ।

Bangaon
বনগাঁ
author img

By

Published : Jun 5, 2020, 7:08 AM IST

বনগাঁ , 5 জুন : ফের পেট্রাপোলে আমদানি-রপ্তানি শুরু করতে বৈঠক ভারত-বাংলাদেশের । এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় প্রশাসনিক কর্তা ক্লিয়ারিং এজেন্ট ও ব্যবসায়ী এবং বাংলাদেশের প্রতিনিধি দল । বুধবার-ই পেট্রাপোল বন্দর পরিদর্শন করছিলেন IG দেবাশিস গড়াই । তারপর তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছিলেন ।

মার্চ মাস থেকে দফায় দফায় চলছে লকডাউন । সেইসময় থেকেই বন্ধ পেট্রাপোল সীমান্তে আমদানি-রপ্তানি ব্যবসা । তবে লকডাউনের মাঝে দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার পরে শর্তসাপেক্ষ রপ্তানি শুরু হয়েছিল । কিন্তু তিন দিন ব্যবসা চলার পরে স্থানীয়দের বিক্ষোভে তা বন্ধ হয়ে যায় ।

আনলক 1.0 পর্ব শুরু হওয়ার পর বৃহস্পতিবার ফের ভারত ও বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যবসা শুরু করার জন্য নো ম্যান্সল্যান্ডে বৈঠকে বসেন । বৈঠকে উপস্থিত ছিলেন বনগাঁর SDO , বনগাঁ পৌরসভার প্রশাসক শংকর আঢ্য ও অন্যান্য পুলিশকর্তা এবং বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করে । বৈঠকের পরে দুই দেশের প্রতিনিধিরা আমদানি-রপ্তানি ব্যবসা চালু করার জন্য সহমত পোষণ করেন । বর্তমানে প্রশাসনের নির্দেশের অপেক্ষায় দুই দেশের ব্যবসায়ীরা ।

বনগাঁ , 5 জুন : ফের পেট্রাপোলে আমদানি-রপ্তানি শুরু করতে বৈঠক ভারত-বাংলাদেশের । এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় প্রশাসনিক কর্তা ক্লিয়ারিং এজেন্ট ও ব্যবসায়ী এবং বাংলাদেশের প্রতিনিধি দল । বুধবার-ই পেট্রাপোল বন্দর পরিদর্শন করছিলেন IG দেবাশিস গড়াই । তারপর তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছিলেন ।

মার্চ মাস থেকে দফায় দফায় চলছে লকডাউন । সেইসময় থেকেই বন্ধ পেট্রাপোল সীমান্তে আমদানি-রপ্তানি ব্যবসা । তবে লকডাউনের মাঝে দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার পরে শর্তসাপেক্ষ রপ্তানি শুরু হয়েছিল । কিন্তু তিন দিন ব্যবসা চলার পরে স্থানীয়দের বিক্ষোভে তা বন্ধ হয়ে যায় ।

আনলক 1.0 পর্ব শুরু হওয়ার পর বৃহস্পতিবার ফের ভারত ও বাংলাদেশের আমদানি-রপ্তানি ব্যবসা শুরু করার জন্য নো ম্যান্সল্যান্ডে বৈঠকে বসেন । বৈঠকে উপস্থিত ছিলেন বনগাঁর SDO , বনগাঁ পৌরসভার প্রশাসক শংকর আঢ্য ও অন্যান্য পুলিশকর্তা এবং বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশগ্রহণ করে । বৈঠকের পরে দুই দেশের প্রতিনিধিরা আমদানি-রপ্তানি ব্যবসা চালু করার জন্য সহমত পোষণ করেন । বর্তমানে প্রশাসনের নির্দেশের অপেক্ষায় দুই দেশের ব্যবসায়ীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.