ETV Bharat / state

ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার গৃহশিক্ষক সহ 2 - ছাত্রীকে ব্ল্যাকমেল

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া । সে বাড়ির পাশে ওই গৃহশিক্ষকের কাছে পড়তে যেত । তার জন্মের শংসাপত্রের কিছু ভুল ছিল ৷ অভিযোগ, এরপর সেই ভুল সংশোধন করার নামে স্থানীয় এক উকিলের কাছে ছাত্রীকে নিয়ে যাওয়ার কথা বলে গৃহশিক্ষক । কিন্তু সেখানে নিয়ে না গিয়ে চিকেন মোড়ের কাছে একটি বাড়িতে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

গণধর্ষণের অভিযোগে
গণধর্ষণের অভিযোগে
author img

By

Published : Oct 10, 2020, 5:18 PM IST

বারাসত, 10 অক্টোবর : জন্মের শংসাপত্রের ভুল সংশোধনের নামে ছাত্রীকে ব্ল্যাকমেল করে গণধর্ষণের অভিযোগ উঠল গৃহ শিক্ষক সহ তাঁরই এক সাগরেদের বিরুদ্ধে । ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় বারাসতে । অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । মারধরও করা হয় ওই গৃহ শিক্ষককে । পরে পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষককে উদ্ধার করে বারাসত থানায় নিয়ে আসে । নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষক ও তার সাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া । সে বাড়ির পাশে ওই গৃহশিক্ষকের কাছে পড়তে যেত । তার জন্মের শংসাপত্রের কিছু ভুল ছিল ৷ অভিযোগ, এরপর সেই ভুল সংশোধন করার নামে স্থানীয় এক উকিলের কাছে ছাত্রীকে নিয়ে যাওয়ার কথা বলে গৃহশিক্ষক । কিন্তু সেখানে নিয়ে না গিয়ে চিকেন মোড়ের কাছে একটি বাড়িতে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । সেই দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করে ব্ল্যাকমেলও করা হত নির্যাতিতা ছাত্রীকে । রীতিমতো ব্ল্যাকমেল করে দিনের পর দিন ওই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গৃহশিক্ষক ও তার এক সাগরেদের বিরুদ্ধে ।

বিষয়টি নির্যাতিতা তাঁর ঠাকুরমা-কে জানালেও সমাজে বদনাম হওয়ার ভয়ে প্রথমে কাউকে জানাননি তিনি । কিন্তু,পরে ছাত্রীর অস্বাভাবিক আচরণে পরিবারের লোকেদের জানাতে বাধ্য হন । এরপর ঘটনাটি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায় । গতকাল রাতে অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা । ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়ির যাবতীয় আসবাবপত্র । ভাঙচুর করা হয় বাড়ির চালের এডবেস্টার-ও । এমনকি বাড়ি থেকে বের করে অভিযুক্ত গৃহশিক্ষককে মারধরও করে উত্তেজিত জনতা । পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে । পরে,খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থানে এসে আক্রান্ত গৃহশিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে । পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত গৃহশিক্ষক সহ দু'জনকে । যদিও BJP করার অভিযোগে তার স্বামীকে ফাঁসানো হয়েছে বলে দাবি অভিযুক্ত গৃহশিক্ষকের স্ত্রী-র ।

বারাসতের এক তৃণমূলের কো-অর্ডিনেটর মিলন সরদার বলেন,"এই ঘটনার নিন্দা করার কোনও ভাষা নেই । একজন শিক্ষকের কাজ হল পড়ুয়াদের শিক্ষা দান করা । কিন্তু সেই শিক্ষক যদি নোংরামির সঙ্গে যুক্ত হয় তাহলে সমাজ কোথায় যাচ্ছে একবার ভাবুন ! আইন অনুযায়ী অভিযুক্ত গৃহশিক্ষকের শাস্তির দাবি জানাই ।’’এই বিষয়ে বারাসত থানার পুলিশ জানিয়েছে, "পরিবারের অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । নির্যাতিতা ছাত্রীর মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে । ধৃত দু'জনকে আজ দুপুরে বারাসত আদালতে তোলা হয়েছে ।’’

বারাসত, 10 অক্টোবর : জন্মের শংসাপত্রের ভুল সংশোধনের নামে ছাত্রীকে ব্ল্যাকমেল করে গণধর্ষণের অভিযোগ উঠল গৃহ শিক্ষক সহ তাঁরই এক সাগরেদের বিরুদ্ধে । ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় বারাসতে । অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । মারধরও করা হয় ওই গৃহ শিক্ষককে । পরে পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষককে উদ্ধার করে বারাসত থানায় নিয়ে আসে । নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষক ও তার সাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া । সে বাড়ির পাশে ওই গৃহশিক্ষকের কাছে পড়তে যেত । তার জন্মের শংসাপত্রের কিছু ভুল ছিল ৷ অভিযোগ, এরপর সেই ভুল সংশোধন করার নামে স্থানীয় এক উকিলের কাছে ছাত্রীকে নিয়ে যাওয়ার কথা বলে গৃহশিক্ষক । কিন্তু সেখানে নিয়ে না গিয়ে চিকেন মোড়ের কাছে একটি বাড়িতে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । সেই দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করে ব্ল্যাকমেলও করা হত নির্যাতিতা ছাত্রীকে । রীতিমতো ব্ল্যাকমেল করে দিনের পর দিন ওই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গৃহশিক্ষক ও তার এক সাগরেদের বিরুদ্ধে ।

বিষয়টি নির্যাতিতা তাঁর ঠাকুরমা-কে জানালেও সমাজে বদনাম হওয়ার ভয়ে প্রথমে কাউকে জানাননি তিনি । কিন্তু,পরে ছাত্রীর অস্বাভাবিক আচরণে পরিবারের লোকেদের জানাতে বাধ্য হন । এরপর ঘটনাটি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায় । গতকাল রাতে অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা । ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়ির যাবতীয় আসবাবপত্র । ভাঙচুর করা হয় বাড়ির চালের এডবেস্টার-ও । এমনকি বাড়ি থেকে বের করে অভিযুক্ত গৃহশিক্ষককে মারধরও করে উত্তেজিত জনতা । পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে । পরে,খবর পেয়ে বারাসত থানার পুলিশ ঘটনাস্থানে এসে আক্রান্ত গৃহশিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে । পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত গৃহশিক্ষক সহ দু'জনকে । যদিও BJP করার অভিযোগে তার স্বামীকে ফাঁসানো হয়েছে বলে দাবি অভিযুক্ত গৃহশিক্ষকের স্ত্রী-র ।

বারাসতের এক তৃণমূলের কো-অর্ডিনেটর মিলন সরদার বলেন,"এই ঘটনার নিন্দা করার কোনও ভাষা নেই । একজন শিক্ষকের কাজ হল পড়ুয়াদের শিক্ষা দান করা । কিন্তু সেই শিক্ষক যদি নোংরামির সঙ্গে যুক্ত হয় তাহলে সমাজ কোথায় যাচ্ছে একবার ভাবুন ! আইন অনুযায়ী অভিযুক্ত গৃহশিক্ষকের শাস্তির দাবি জানাই ।’’এই বিষয়ে বারাসত থানার পুলিশ জানিয়েছে, "পরিবারের অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । নির্যাতিতা ছাত্রীর মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে । ধৃত দু'জনকে আজ দুপুরে বারাসত আদালতে তোলা হয়েছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.