বসিরহাট, 19 এপ্রিল: চেকিং চলাকালীন এক যুবতিকে হেনস্থার অভিযোগ উঠল BSF-এর এক মহিলা কর্মীর বিরুদ্ধে । উভয়ের মধ্যে হাতাহাতি ও চুলোচুলি শুরু হয়ে যায় । দু'দিন আগের ঘটনা হলেও গতকাল তা প্রকাশ্যে আসে ।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে নাকা চেকিং চালাচ্ছিল BSF । সেই সময় বাহিনীর এক মহিলা কনস্টেবল মিনা বিশ্বাস নামে স্থানীয় এক যুবতিকে আটকান । তখন ওই যুবতির সঙ্গে BSF কর্মীর বচসা শুরু হয় । তারপর তা হাতাহাতিতে গড়ায় । রাস্তায় ওই যুবতির সঙ্গে BSF কর্মীর রীতিমতো চুলোচুলি শুরু হয়ে যায় । মিনা নামে ওই যুবতির দাবি, BSF উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে । আগেও সোনা পাচারের অভিযোগ দিয়ে BSF তাঁকে আটক করেছিল । এখনও সেই মামলা চলছে ।
যুবতির আরও দাবি, সোনা পাচারের ঘটনার কোনও প্রমাণ মেলেনি । তিনিই মানবাধিকার কমিশনে তখন অভিযোগ করেছিলেন । মিনা বলেন, "বৃহস্পতিবার আমি মাসির মেয়েকে দেখতে তেঁতুলিয়া হাসপাতালে গিয়েছিলাম । সেখান থেকে বিকালে বাড়ি ফেরার সময় BSF-এর এক মহিলা কর্মী আমাকে হাকিমপুর চেকপোস্টে আটকান । সেখানে আমাকে চেকিংয়ের নামে হেনস্থা করা হয় । BSF পুরানো আক্রোশেই আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করছে ।"
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে BSF-এর তরফে । পালটা ওই যুবতির নামে অভিযোগ করে জানানো হয়েছে, চেকিং চলাকালে এক মহিলা কনস্টেবল অভিযুক্ত যুবতিকে আটকালে তিনি মারমুখী হয়ে ওঠেন । ওই মহিলা জওয়ানের হাতে কামড়ে দেওয়া ছাড়াও কাঁধে থাকা ব্যাজও ছিঁড়ে দিয়েছেন ।
এদিকে ঘটনাটি নিয়ে স্বরূপনগর থানায় BSF-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন ওই যুবতি ।