ETV Bharat / state

ডিজিটাল ইন্ডিয়ার ভুয়ো ওয়াবসাইট খুলে কোটি টাকা প্রতারণা !

ডিজিটাল ইন্ডিয়ার ভুয়ো ওয়েবসাইট খুলে কোটি টাকার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে বনগাঁ থেকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ ধৃতের নাম রাজা মিত্র ৷ রাজার নয়টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে 81 লাখ 48 হাজার 222 টাকা বাজেয়াপ্ত করে পুলিশ ৷

ধৃত রাজা মিত্র
author img

By

Published : Aug 21, 2019, 9:55 AM IST

বিধাননগর, 21 অগাস্ট: ডিজিটাল ইন্ডিয়ার ভুয়ো ওয়েবসাইট খুলে কোটি টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে বনগাঁ থেকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ ধৃতের নাম রাজা মিত্র ৷ চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবক-যুবতিদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় রাজা ৷

বারুইপুরের এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানালে তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে সাইবার পুলিশ জানতে পারে অনলাইন মারফত ব্যাঙ্ক থেকে টাকা সরিয়ে নিচ্ছে কোনও এক ব্যক্তি ৷ এরপরেই ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ৷ অবশেষে গতকাল বনগাঁ থেকে অভিযুক্ত রাজা মিত্রকে গ্রেপ্তার করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, স্নাতকোত্তর এই যুবক প্রতারণা চক্রের ফাঁদ পেতে 82 হাজার 415 জনের থেকে প্রায় 1 কোটি 9 লাখ 50 হাজার টাকা হাতিয়েছে । রাজার নয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে 81 লাখ 48 হাজার 222 টাকা ও অনেকগুলো পাসবুক বাজেয়াপ্ত করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ আজ রাজাকে বিধাননগর আদালতে তোলা হবে ৷ তাকে সাতদিনের পুলিশি হেপাজতে রাখার আবেদন জানানো হবে ৷ রাজার সঙ্গে আরও কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

আরও পড়ুন : বেআইনি নির্মাণ নিয়ে সরকার বিরোধিতায় সরব সব্যসাচী; শুনে হাসলেন পার্থ !

ভারত সরকারের প্রকল্প ডিজিটাল ইন্ডিয়ার নাম ব্যবহার করে বিভিন্ন সংবাদপত্রে সরকারি স্কুলে শিক্ষক এবং ক্লার্ক পদে চাকরির বিজ্ঞাপন দিত রাজা মিত্র ৷ সেই বিজ্ঞাপনে দু'টি ভুয়ো ওয়েবসাইট ও একটি টোল ফ্রি নম্বরও দেওয়া ছিল ৷ বিজ্ঞাপন দেখে আগ্রহী ব্যক্তিরা যখনই সেই ওয়েবসাইট খুলত, তখনই তাদের ক্লার্ক পদের জন্য 130 টাকা এবং শিক্ষকপদের জন্য 180 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানোর কথা উল্লেখ থাকত ৷ এভাবে প্রায় 82 হাজারের বেশি মানুষ এই ওয়েবসাইটের মাধ্যমে নাম রেজিস্টার করে বলে বিধাননগর সাইবার ক্রাইম সূত্রে খবর ৷ কিন্তু কারও কোনও চাকরি হয়নি ৷ রেজিস্ট্রেশন করানোর পরবর্তী ধাপে চাকরিপ্রার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করত রাজা মিত্র ৷

বিধাননগর, 21 অগাস্ট: ডিজিটাল ইন্ডিয়ার ভুয়ো ওয়েবসাইট খুলে কোটি টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে বনগাঁ থেকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ ধৃতের নাম রাজা মিত্র ৷ চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবক-যুবতিদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় রাজা ৷

বারুইপুরের এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানালে তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে সাইবার পুলিশ জানতে পারে অনলাইন মারফত ব্যাঙ্ক থেকে টাকা সরিয়ে নিচ্ছে কোনও এক ব্যক্তি ৷ এরপরেই ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ৷ অবশেষে গতকাল বনগাঁ থেকে অভিযুক্ত রাজা মিত্রকে গ্রেপ্তার করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, স্নাতকোত্তর এই যুবক প্রতারণা চক্রের ফাঁদ পেতে 82 হাজার 415 জনের থেকে প্রায় 1 কোটি 9 লাখ 50 হাজার টাকা হাতিয়েছে । রাজার নয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে 81 লাখ 48 হাজার 222 টাকা ও অনেকগুলো পাসবুক বাজেয়াপ্ত করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ আজ রাজাকে বিধাননগর আদালতে তোলা হবে ৷ তাকে সাতদিনের পুলিশি হেপাজতে রাখার আবেদন জানানো হবে ৷ রাজার সঙ্গে আরও কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

আরও পড়ুন : বেআইনি নির্মাণ নিয়ে সরকার বিরোধিতায় সরব সব্যসাচী; শুনে হাসলেন পার্থ !

ভারত সরকারের প্রকল্প ডিজিটাল ইন্ডিয়ার নাম ব্যবহার করে বিভিন্ন সংবাদপত্রে সরকারি স্কুলে শিক্ষক এবং ক্লার্ক পদে চাকরির বিজ্ঞাপন দিত রাজা মিত্র ৷ সেই বিজ্ঞাপনে দু'টি ভুয়ো ওয়েবসাইট ও একটি টোল ফ্রি নম্বরও দেওয়া ছিল ৷ বিজ্ঞাপন দেখে আগ্রহী ব্যক্তিরা যখনই সেই ওয়েবসাইট খুলত, তখনই তাদের ক্লার্ক পদের জন্য 130 টাকা এবং শিক্ষকপদের জন্য 180 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানোর কথা উল্লেখ থাকত ৷ এভাবে প্রায় 82 হাজারের বেশি মানুষ এই ওয়েবসাইটের মাধ্যমে নাম রেজিস্টার করে বলে বিধাননগর সাইবার ক্রাইম সূত্রে খবর ৷ কিন্তু কারও কোনও চাকরি হয়নি ৷ রেজিস্ট্রেশন করানোর পরবর্তী ধাপে চাকরিপ্রার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করত রাজা মিত্র ৷

Intro:


বিধাননগর, ২০ আগস্ট: ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়ার নামে ভুয়ো ওয়েবসাইট খুলে কোটি টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তি কে বনগাঁ থেকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাজা মিত্র। ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা চক্র চালাবার অভিযোগ রয়েছে। চাকরি দেওয়ার নাম করে বেকার যুবক যুবতীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় ওই প্রতারণা চক্র।
Body:
ভারত সরকারের প্রকল্প ডিজিটাল ইন্ডিয়ার নাম ব্যবহার করে সরকারি স্কুলে শিক্ষক এবং সহকারি পদে চাকরির বিজ্ঞাপন বিভিন্ন নামকরা সংবাদপত্রে দিত রাজা নামে এই ব্যক্তি। সেই বিজ্ঞাপনে দুটি ভুয়ো ওয়েবসাইট এবং একটি টোল ফ্রী নম্বর ব্যবহার করা হত। এরপরে সেই বিজ্ঞাপন দেখে আগ্রহী ব্যক্তিরা যখনই সেই ওয়েবসাইট খুলত তখন তাদের ক্লার্ক পদের জন্য ১৩০টাকা এবং শিক্ষক পদের জন্য ১৮০টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানোর উল্লেখ থাকতো। এই ভাবে প্রায় ৮২ হাজারের বেশি মানুষ এই ওয়েবসাইটের মাধ্যমে নাম রেজিস্টার করে বলে বিধাননগর সাইবার ক্রাইম সূত্রে খবর। কিন্তু কারো কোন চাকরি হয়নি রেজিস্ট্রেশন করানোর পর পরবর্তী ধাপে চাকরি প্রার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করত এই রাজা মিত্র।

বাড়ুইপুরের এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই বিষয়ে অভিযোগ জানালে তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে অনলাইন মারফত ব্যাংকে টাকা নিচ্ছে কোনো এক ব্যক্তি। এর পরেই অভিযুক্ত সেই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে গতকাল বনগাঁ থেকে অভিযুক্ত রাজা মিত্রকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর এম এ পাস এই যুবক এই প্রতারণা চক্রের ফাঁদ পেতে প্রায় ১কোটি ৯লক্ষ ৫০হাজার টাকা হাতিয়ে নিয়েছে ৮২হাজার ৪১৫জনের থেকে। তার ৯ মধ্যে টি ব্যাংক ফ্রিজ করে ৮১লক্ষ ৪৮হাজার ২২২টাকা, অনেকগুলি পাস বই বাজেয়াপ্ত করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে ৭দিনের পুলিশি হেফাজতে আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এর সাথে আর কারা জরিত তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.