বিধাননগর, 21 অগাস্ট: ডিজিটাল ইন্ডিয়ার ভুয়ো ওয়েবসাইট খুলে কোটি টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে বনগাঁ থেকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ ধৃতের নাম রাজা মিত্র ৷ চাকরির প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবক-যুবতিদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় রাজা ৷
বারুইপুরের এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানালে তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে সাইবার পুলিশ জানতে পারে অনলাইন মারফত ব্যাঙ্ক থেকে টাকা সরিয়ে নিচ্ছে কোনও এক ব্যক্তি ৷ এরপরেই ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ৷ অবশেষে গতকাল বনগাঁ থেকে অভিযুক্ত রাজা মিত্রকে গ্রেপ্তার করা হয় ৷ পুলিশ সূত্রে খবর, স্নাতকোত্তর এই যুবক প্রতারণা চক্রের ফাঁদ পেতে 82 হাজার 415 জনের থেকে প্রায় 1 কোটি 9 লাখ 50 হাজার টাকা হাতিয়েছে । রাজার নয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে 81 লাখ 48 হাজার 222 টাকা ও অনেকগুলো পাসবুক বাজেয়াপ্ত করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ আজ রাজাকে বিধাননগর আদালতে তোলা হবে ৷ তাকে সাতদিনের পুলিশি হেপাজতে রাখার আবেদন জানানো হবে ৷ রাজার সঙ্গে আরও কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷
আরও পড়ুন : বেআইনি নির্মাণ নিয়ে সরকার বিরোধিতায় সরব সব্যসাচী; শুনে হাসলেন পার্থ !
ভারত সরকারের প্রকল্প ডিজিটাল ইন্ডিয়ার নাম ব্যবহার করে বিভিন্ন সংবাদপত্রে সরকারি স্কুলে শিক্ষক এবং ক্লার্ক পদে চাকরির বিজ্ঞাপন দিত রাজা মিত্র ৷ সেই বিজ্ঞাপনে দু'টি ভুয়ো ওয়েবসাইট ও একটি টোল ফ্রি নম্বরও দেওয়া ছিল ৷ বিজ্ঞাপন দেখে আগ্রহী ব্যক্তিরা যখনই সেই ওয়েবসাইট খুলত, তখনই তাদের ক্লার্ক পদের জন্য 130 টাকা এবং শিক্ষকপদের জন্য 180 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানোর কথা উল্লেখ থাকত ৷ এভাবে প্রায় 82 হাজারের বেশি মানুষ এই ওয়েবসাইটের মাধ্যমে নাম রেজিস্টার করে বলে বিধাননগর সাইবার ক্রাইম সূত্রে খবর ৷ কিন্তু কারও কোনও চাকরি হয়নি ৷ রেজিস্ট্রেশন করানোর পরবর্তী ধাপে চাকরিপ্রার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায় করত রাজা মিত্র ৷