কলকাতা, 9 মে : কলকাতা লাগোয়া নিউটাউনের শুলংগুড়ি এলাকার একটি বাড়িতে অক্সিজেন-সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী মজুত করে রাখার অভিযোগ উঠল ৷ যৌথ অভিযান চালিয়ে অক্সিজেন সিলিন্ডার ও আনুসাঙ্গিক সামগ্রী উদ্ধার করল বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউটাউন থানা ও কলকাতা পুলিশের ইবি ৷
পুলিশ গোপন সূত্রে খবর পায়, এক যুবক তিন মাস আগে বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে বেআইনিভাবে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছেন ৷ এই খবর পেয়েই রবিবার ওই বাড়ির ভাড়া ঘরে হানা দেয় পুলিশ ৷ দরজা বন্ধ থাকায় জানলা দিয়ে দেখা যায়, ভিতরে অক্সিজেন সিলিন্ডার রয়েছে ৷
এরপরই বাড়ির মালিককে ডেকে পাঠিয়ে দরজা খুলে ঘরের মধ্যে থেকে তিনটি 15 লিটারের সিলিন্ডার ও অন্যান্য চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয় ৷ যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের খোঁজে তল্লাশি চলছে ৷
সূত্রের খবর, অভিযুক্ত যুবকের সম্পর্কে বিস্তারিত জানতে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, বাড়ির ওই ভাড়া দেওয়া ঘরে উদ্ধার হওয়া তিনটি অক্সিজেন সিলিন্ডারের মধ্যে দু’টি ভর্তি ও একটি খালি সিলিন্ডার ছিল ৷
আরও পড়ুন : বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে, করোনা রোগীদের ত্রাতা খান ব্রাদার্স
পুলিশের প্রাথমিক অনুমান, করোনা পরিস্থিতির সুযোগ নিয়েই অভিযুক্ত যুবক অক্সিজেনের মজুতদারি ও কালোবাজারি করতেন ৷