ETV Bharat / state

পায়ে হাত না দিলে এখানকার IPS, IAS-দের প্রোমোশন হয় না : দিলীপ

author img

By

Published : Aug 28, 2019, 7:33 PM IST

রাজ্যের শীর্ষ পুলিশ কর্তার মুখ্যমন্ত্রীকে প্রণাম করার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই রাজ্যের প্রশাসনকে তুলোধনা করলেন BJP সাংসদ দিলীপ ঘোষ ৷ বললেন, বিহার ও উত্তরপ্রদেশের কালচার পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে । পায়ে হাত না দিলে এখানকার IPS, IAS-দের পোস্টিং হয় না, প্রোমোশন হয় না ।

ফাইল ফোটো

বারাসত, 28 অগাস্ট : মুখ্যমন্ত্রীকে প্রণাম করছেন রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা ৷ সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ এরপরই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ এই বিষয়ে, আজ BJP সাংসদ দিলীপ ঘোষ বলেন, "বিহার ও উত্তরপ্রদেশের কালচার পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে । পায়ে হাত না দিলে এখানকার IPS, IAS-দের পোস্টিং হয় না, প্রোমোশন হয় না । অফিসারদের দিয়ে এই ধরনের তাঁবেদারি করানো হচ্ছে ৷ ফলে প্রশাসন ভেঙে পড়ছে ৷ আমরা এই ধরনের প্রশাসন পশ্চিমবঙ্গে কোনওদিন দেখিনি ৷"

সম্প্রতি ভাইরাল হওয়া 8 সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, সৈকতের দিকের সিটে বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ডান দিকে রয়েছেন শিশির অধিকারী । বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছেন পর্যটন মন্ত্রী শুভেন্দু অধিকারী । পাশে দাঁড়িয়ে বিনীত গোয়েল । তাঁর পাশেই পুলিশের উর্দিতে রাজ্যের IG (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এক টুকরো কেক নিয়ে পরে রাজীব মিশ্রকে খাইযে দেন ৷ কেক মুখে নিয়েই মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করছেন রাজীব ( ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত) ৷ এরপরেই বিতর্কের সূত্রপাত ৷

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

আজ বারাসতের কাজিপাড়ায় দলীয় অনুষ্ঠানে গেছিলেন দিলীপ ঘোষ । ভিডিয়ো প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রাজ্যের প্রশাসনকে তুলোধনা করেন তিনি ৷ বলেন, "আমরা মায়াবতী সহ উত্তরপ্রদেশ, বিহারের অনেক নেতাকে দেখেছি ৷ সেখানে পুলিশ অফিসারদের দিয়ে জুতো বহন করানো, জুতো পালিশ করা, পায়ে হাত দেওয়া এটা ছিল ৷ সেই কালচার পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে । পায়ে হাত না দিলে এখানকার IPS, IAS-দের পোস্টিং হয় না, প্রোমোশন হয় না । অফিসারদের দিয়ে এই ধরনের তাঁবেদারি করানো হচ্ছে ৷ এ অফিসারদের কোনও যোগ্যতা নেই ৷ ফলে প্রশাসন ভেঙে পড়ছে৷ আমরা এই ধরনের প্রশাসন পশ্চিমবঙ্গে কোনওদিন দেখিনি ৷"

এই সংক্রান্ত আরও পড়ুন : কেক মুখে নিয়ে উর্দি পরে প্রণাম মমতাকে, বিতর্কে IG রাজীব মিশ্র

প্রসঙ্গত, গতবছর একই রকম দৃশ্য দেখা গেছিল উত্তরপ্রদেশে ৷ গোরখপুরে গোরখনাথ মন্দিরে গুরু পূর্ণিমার দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন প্রবীণ সিং নামে এক সার্কেল অফিসার ৷ পরে তাঁকে তিলকও পরিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷ প্রবীণ সিং স্বয়ং সেই ছবি শেয়ার করেন ৷ পরে তা ডিলিট করে দিলেও পিছু ছাড়েনি বিতর্ক ৷ সরব হয়েছিল সমাজবাদী পার্টি ৷ সমাজবাদী পার্টির নেতা সুনীল সিং বলেন, "দ্রুত ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা উচিত ৷ ওই ছবি প্রমাণ করে যে, পুলিশ সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন ৷ এবং চাকরের মতো ব্যবহার করছেন৷"

বারাসত, 28 অগাস্ট : মুখ্যমন্ত্রীকে প্রণাম করছেন রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা ৷ সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ এরপরই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ এই বিষয়ে, আজ BJP সাংসদ দিলীপ ঘোষ বলেন, "বিহার ও উত্তরপ্রদেশের কালচার পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে । পায়ে হাত না দিলে এখানকার IPS, IAS-দের পোস্টিং হয় না, প্রোমোশন হয় না । অফিসারদের দিয়ে এই ধরনের তাঁবেদারি করানো হচ্ছে ৷ ফলে প্রশাসন ভেঙে পড়ছে ৷ আমরা এই ধরনের প্রশাসন পশ্চিমবঙ্গে কোনওদিন দেখিনি ৷"

সম্প্রতি ভাইরাল হওয়া 8 সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, সৈকতের দিকের সিটে বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ডান দিকে রয়েছেন শিশির অধিকারী । বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছেন পর্যটন মন্ত্রী শুভেন্দু অধিকারী । পাশে দাঁড়িয়ে বিনীত গোয়েল । তাঁর পাশেই পুলিশের উর্দিতে রাজ্যের IG (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এক টুকরো কেক নিয়ে পরে রাজীব মিশ্রকে খাইযে দেন ৷ কেক মুখে নিয়েই মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করছেন রাজীব ( ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত) ৷ এরপরেই বিতর্কের সূত্রপাত ৷

ভিডিয়োয় শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

আজ বারাসতের কাজিপাড়ায় দলীয় অনুষ্ঠানে গেছিলেন দিলীপ ঘোষ । ভিডিয়ো প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রাজ্যের প্রশাসনকে তুলোধনা করেন তিনি ৷ বলেন, "আমরা মায়াবতী সহ উত্তরপ্রদেশ, বিহারের অনেক নেতাকে দেখেছি ৷ সেখানে পুলিশ অফিসারদের দিয়ে জুতো বহন করানো, জুতো পালিশ করা, পায়ে হাত দেওয়া এটা ছিল ৷ সেই কালচার পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে । পায়ে হাত না দিলে এখানকার IPS, IAS-দের পোস্টিং হয় না, প্রোমোশন হয় না । অফিসারদের দিয়ে এই ধরনের তাঁবেদারি করানো হচ্ছে ৷ এ অফিসারদের কোনও যোগ্যতা নেই ৷ ফলে প্রশাসন ভেঙে পড়ছে৷ আমরা এই ধরনের প্রশাসন পশ্চিমবঙ্গে কোনওদিন দেখিনি ৷"

এই সংক্রান্ত আরও পড়ুন : কেক মুখে নিয়ে উর্দি পরে প্রণাম মমতাকে, বিতর্কে IG রাজীব মিশ্র

প্রসঙ্গত, গতবছর একই রকম দৃশ্য দেখা গেছিল উত্তরপ্রদেশে ৷ গোরখপুরে গোরখনাথ মন্দিরে গুরু পূর্ণিমার দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন প্রবীণ সিং নামে এক সার্কেল অফিসার ৷ পরে তাঁকে তিলকও পরিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷ প্রবীণ সিং স্বয়ং সেই ছবি শেয়ার করেন ৷ পরে তা ডিলিট করে দিলেও পিছু ছাড়েনি বিতর্ক ৷ সরব হয়েছিল সমাজবাদী পার্টি ৷ সমাজবাদী পার্টির নেতা সুনীল সিং বলেন, "দ্রুত ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা উচিত ৷ ওই ছবি প্রমাণ করে যে, পুলিশ সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন ৷ এবং চাকরের মতো ব্যবহার করছেন৷"

Intro:বিহার ও উত্তরপ্রদেশের কালচার পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে।পায়ে হাত না দিলে এখানকার আইপিএস,আইএএস-দের পোস্টিং হয়না। প্রমোশন হয়না। পশ্চিমাঞ্চলের আইজি রাজীব মিশ্র-র মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করাকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ।Body:সম্প্রতি পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকের পর জনসংযোগের ফাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন আইজি রাজীব মিশ্র।তাও আবার পুলিশের উদি' পরে।সেই ভিডিও ভাইরাল হয়েছে।আজ বারাসত কাজিপাড়ায় দলীয় এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপির রাজ‍্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। এপ্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন,আমরা দেখেছি মায়াবতী সহ উত্তরপ্রদেশের বিভিন্ন নেতারা কিভাবে পুলিশ অফিসারদের দিয়ে জুতো বহন করা, জুতো পালিশ করা, পায়ে হাত দেওয়াতো।সেই উত্তরপ্রদেশ ও বিহারের কালচার এখন পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। এখানকার আইপিএস,আইএএস-রা পায়ে হাত না দিলে পোস্টিং হয়না। প্রমোশন পায়না।চাকরি করতে দেওয়া হয়না। তাঁদের কোন‌ও যোগ‍্যতা নেই।অথচ,এই ধরনের অফিসারদের দিয়ে কাজ করানো হচ্ছে।ফলে,রাজ‍্যের আইনশৃঙ্খলা বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী ৩৭০ ধারা নিয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইলেকশনে হেরে গিয়েছে বলে এই ধরনের অভিযোগ করছে। সারাদেশে লোকসভার নির্বাচন হল, কোথাও কোনও অভিযোগ নেই। শুধু আমাদের রাজ‍্যেই ইলেকশন নিয়ে হিংসা, খুনখারাপির অভিযোগ।৩৭০ ধারা নিয়ে তো সংসদে আলোচনা হয়েছে।তখন কেন তাঁরা বিতর্কে অংশগ্রহণ করেননি। তৃনমূল তো সেই অংশগ্রহণ থেকে পালিয়ে গিয়েছে। কাশ্মীর শান্ত রয়েছে। দিদিমণি কোন‌ও এক ফাঁকে কাশ্মীরে গিয়ে ছবি তুলে আনতে পারেন!কাশ্মীরে বিরোধীদের ঢুকতে না দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,ধূলাগড়,বসিরহাটে তো আমাদেরও তো ঢুকতে দেওয়া হয়নি। খুনের হুমকির প্রসঙ্গে তিনি বলেন, আমাকে যদি কেউ মারতে আসে, তাহলে আমি তো আর রসগোল্লা ছুড়বনা।আমার নামে ২০ টা কেস করা হয়েছে। আমাদের ৬০-৭০ হাজার কর্মীর নামে প্রায় ২৮ হাজার মিথ্যা মামলা করা হয়েছে। যদিও সাংবাদিকদের বারবার প্রশ্নের উত্তরে খুনের হুমকি এড়িয়ে বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করেনা বলে জানান বিজেপির রাজ‍্য সভাপতি। সিবিআই কালীঘাট পর্যন্ত পৌঁছাবে বলেও হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। এবিষয়ে তিনি বলেন,উনি(মুখ্যমন্ত্রী) ভয় পেয়েছেন বলে চিদম্বরমের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলছেন।ওনার কালীঘাটের বাড়ি পর্যন্তও সিবিআই পৌঁছাবে।কবে পৌঁছাবে জিজ্ঞাসা করতেই দিলীপ ঘোষ বলেন,একটু অপেক্ষা করুন। দেখতে পাবেন।Conclusion:আজকের কর্মীসভায় বিজেপির জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জী সহ বিজেপির রাজ‍্যস্তরের বিভিন্ন নেতৃবৃন্দ হাজির ছিলেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.