ETV Bharat / state

একশো টাকার জন্য বিবিকে খুন শওহরের - husband arrested

বিবিকে খুন করার অভিযোগে রাজারহাটে গ্রেপ্তার হল শওহর। গতকাল বিকেলে লাউহাটি ভেরির কাছে শওহরের কাছে ১০০ টাকা চায় বিবি। যার জেরে ক্ষেপে গিয়ে ভেরির পার থেকে লাঠি নিয়ে এসে ছেলের সামনেই লাঠি দিয়ে বিবিকে মারতে শুরু করে মোতালেব।

বিবিকে খুন শওহরের
author img

By

Published : Feb 20, 2019, 12:22 PM IST

রাজারহাট, ২০ ফেব্রুয়ারি: বিবিকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হল শওহর। ঘটনাটি ঘটেছে রাজারহাট থানার অন্তর্গত মহিষগদি এলাকায়। মৃত মহিলার নাম নুরজাহান বিবি। পুলিশ তার শওহর মোতালেব মোল্লাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ বিবিটাকা চাওয়ায় তার মাথায় লাঠির বাড়ি মেরে খুন করে ভেড়িতে ফেলে দেয় মোতালেব।

বিবিকে খুন করার অভিযোগে রাজারহাটে গ্রেপ্তার শওহর

জানা যায় গতকাল রাজারহাটে এক আত্মীয়ের বাড়িতে যায় শওহর বিবি। সেখান থেকে তারা গতকাল বিকেলে বাড়ির উদ্দেশেরওনা দেয়। গতকাল বিকেলে লাউহাটি ভেরির কাছে মোতালেবের কাছে ১০০ টাকা চায় নুরজাহান। কিন্তু সেই টাকা দিতে রাজি হয়নি মোতালেব। দুজনের মধ্যে ভেরির পারে টাকা নিয়ে বচসা হয়। হঠাৎ ক্ষেপে গিয়ে ভেরির পার থেকে লাঠি নিয়ে এসে ছেলের সামনেই লাঠি দিয়ে নুরজাহানকে মারতে শুরু করে মোতালেব। নুরজাহান মাটিতে লুটিয়ে পড়লে তার দেহ ভেরিতে ফেলে দেয় মোতালেব। এই ভয়ানক দৃশ্য দেখে তাদের ছোট্ট ছেলে কাদঁতে শুরু করে। কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থানে গেলে মৃতদেহ দেখতে পায়।

রাজারহাট থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে। মৃতদেহের কাছ থেকে মোতালেবের মাফলার ও জুতো উদ্ধার হয়। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মারার কারণ জানার জন্য দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জানা গিয়েছে নুরজাহানের ১২ বছর আগে নিকাহ হয় মহিষগদির বাসিন্দা মোতালেব মোল্লার সাথে। তার আত্মীয়রা জানিয়েছে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হত। বারবার বাপের বাড়ি দিয়ে টাকা আনার জন্য চাপ দিত।বেশ কয়েকবার এই নিয়ে ঝামেলা ও হয়। আজ মোতালেবকে বারাসত আদালতে।

undefined

রাজারহাট, ২০ ফেব্রুয়ারি: বিবিকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হল শওহর। ঘটনাটি ঘটেছে রাজারহাট থানার অন্তর্গত মহিষগদি এলাকায়। মৃত মহিলার নাম নুরজাহান বিবি। পুলিশ তার শওহর মোতালেব মোল্লাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ বিবিটাকা চাওয়ায় তার মাথায় লাঠির বাড়ি মেরে খুন করে ভেড়িতে ফেলে দেয় মোতালেব।

বিবিকে খুন করার অভিযোগে রাজারহাটে গ্রেপ্তার শওহর

জানা যায় গতকাল রাজারহাটে এক আত্মীয়ের বাড়িতে যায় শওহর বিবি। সেখান থেকে তারা গতকাল বিকেলে বাড়ির উদ্দেশেরওনা দেয়। গতকাল বিকেলে লাউহাটি ভেরির কাছে মোতালেবের কাছে ১০০ টাকা চায় নুরজাহান। কিন্তু সেই টাকা দিতে রাজি হয়নি মোতালেব। দুজনের মধ্যে ভেরির পারে টাকা নিয়ে বচসা হয়। হঠাৎ ক্ষেপে গিয়ে ভেরির পার থেকে লাঠি নিয়ে এসে ছেলের সামনেই লাঠি দিয়ে নুরজাহানকে মারতে শুরু করে মোতালেব। নুরজাহান মাটিতে লুটিয়ে পড়লে তার দেহ ভেরিতে ফেলে দেয় মোতালেব। এই ভয়ানক দৃশ্য দেখে তাদের ছোট্ট ছেলে কাদঁতে শুরু করে। কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থানে গেলে মৃতদেহ দেখতে পায়।

রাজারহাট থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে। মৃতদেহের কাছ থেকে মোতালেবের মাফলার ও জুতো উদ্ধার হয়। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মারার কারণ জানার জন্য দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জানা গিয়েছে নুরজাহানের ১২ বছর আগে নিকাহ হয় মহিষগদির বাসিন্দা মোতালেব মোল্লার সাথে। তার আত্মীয়রা জানিয়েছে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হত। বারবার বাপের বাড়ি দিয়ে টাকা আনার জন্য চাপ দিত।বেশ কয়েকবার এই নিয়ে ঝামেলা ও হয়। আজ মোতালেবকে বারাসত আদালতে।

undefined
sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.