ETV Bharat / state

দাঁতের চিকিৎসা করাতে গিয়ে স্ত্রীর মৃত্যু, স্বাস্থ্যভবনে অভিযোগ ব্যক্তির

দাঁতের চিকিৎসা করাতে গিয়ে জগদ্দলের যুবতির মৃত্যু। ভুল চিকিত্সার অভিযোগে স্বাস্থ্যভবনে অভিযোগ দায়ের করলেন মৃতের স্বামী।

অঞ্জলি সাহা
author img

By

Published : Jun 2, 2019, 5:13 PM IST

বিধাননগর, 2 জুন : দাঁতের চিকিত্সা করাতে গিয়ে মৃত্যু জগদ্দলের এক যুবতির । মৃতের নাম অঞ্জলি সাহা (30)। ভুল চিকিৎসার অভিযোগে ডাঃ অনির্বাণ সেনগুপ্তের বিরুদ্ধে স্বাস্থ্যভবনে অভিযোগ দায়ের করেছেন তাঁর স্বামী সুনীল কুমার সাহা । ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর।

29 মে চিকিৎসক অনির্বাণ সেনগুপ্তের সল্টলেকের চেম্বারে অপারেশন হয় অঞ্জলির । রাত 10 টা নাগাদ অপারেশন শেষ হলেও পরিবারের লোকদের রোগিণীকে দেখতে দেননি ওই চিকিৎসক । পরে তিনি বলেন, অঞ্জলির শারীরিক অবস্থার অবনতি হয়েছে । এরপরেই অঞ্জলি সাহাকে স্থানীয় একটি নিউরো হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

সেখানে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় ফের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসকরা জানান, তাঁর ৮৫ শতাংশ ব্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি কোমায় চলে গেছেন। গতকাল সেখানেই মৃত্যু হয় অঞ্জলি সাহার।

মৃতের স্বামী সুনীল কুমার সাহা স্বাস্থ্যভবনে অভিযুক্ত চিকিৎসক অনির্বাণ সেনগুপ্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, অ্যানেস্থেসিয়া করার সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল কি না, কী কী ওষুধ তাঁকে দেওয়া হয়েছিল সেগুলি খতিয়ে দেখা হবে ।

বিধাননগর, 2 জুন : দাঁতের চিকিত্সা করাতে গিয়ে মৃত্যু জগদ্দলের এক যুবতির । মৃতের নাম অঞ্জলি সাহা (30)। ভুল চিকিৎসার অভিযোগে ডাঃ অনির্বাণ সেনগুপ্তের বিরুদ্ধে স্বাস্থ্যভবনে অভিযোগ দায়ের করেছেন তাঁর স্বামী সুনীল কুমার সাহা । ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর।

29 মে চিকিৎসক অনির্বাণ সেনগুপ্তের সল্টলেকের চেম্বারে অপারেশন হয় অঞ্জলির । রাত 10 টা নাগাদ অপারেশন শেষ হলেও পরিবারের লোকদের রোগিণীকে দেখতে দেননি ওই চিকিৎসক । পরে তিনি বলেন, অঞ্জলির শারীরিক অবস্থার অবনতি হয়েছে । এরপরেই অঞ্জলি সাহাকে স্থানীয় একটি নিউরো হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

সেখানে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় ফের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসকরা জানান, তাঁর ৮৫ শতাংশ ব্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি কোমায় চলে গেছেন। গতকাল সেখানেই মৃত্যু হয় অঞ্জলি সাহার।

মৃতের স্বামী সুনীল কুমার সাহা স্বাস্থ্যভবনে অভিযুক্ত চিকিৎসক অনির্বাণ সেনগুপ্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, অ্যানেস্থেসিয়া করার সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল কি না, কী কী ওষুধ তাঁকে দেওয়া হয়েছিল সেগুলি খতিয়ে দেখা হবে ।

Intro:


বিধাননগর, ০১ জুন: সল্টলেকের নাম করা দন্ত চিকিৎসকের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে ভুল চিকিৎসার জেরে রোগীর মৃত্যুর অভিযোগ দায়ের হল। অভিযোগ দাঁত বসাতে গিয়ে মাড়ির অপারেশন করতে গিয়ে মৃত্যু হয় জগদ্দল থানা এলাকার বাসিন্দা অঞ্জলি সাহার(৩০)।

জানা গিয়েছে দাঁতের সমস্যায় ভুগছিলেন জগদ্দল থানা এলাকার বাসিন্দা বছর 30 এর অঞ্জলি সাহা। এপ্রিল মাসে ফোন মারফত অঞ্জলি দেবীর স্বামী সুনীল সাহার সঙ্গে যোগাযোগ হয় সল্টলেকের নাম করা দন্ত চিকিৎসক অনির্বান সেনগুপ্তের সঙ্গে। প্রথমে চিকিৎস অনেক টাকা দাবি করায় পিছিয়ে আসেন অঞ্জলীর পরিবার। পরে মে মাসে পুনরায় সেই চিকিৎসকের চেম্বার থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা বাবদ 1লক্ষ 37 হাজার টাকার প্রস্তাব রাখা হয়। এতে রাজি হয়ে অঞ্জলীর পরিবার।


Body:অঞ্জলি দেবীর স্বামী সুনীল বাবুর অভিযোগ 28মে অঞ্জলি দেবীর দাঁতের অপারেশন করা হবে বলে জানান ওই চিকিৎসক। সেই অনুযায়ী 29তারিখ রাতে সল্টলেকের তার চেম্বারে অপারেশন শুরু করেন চিকিৎসক। 10টা নাগাদ অপারেশন শেষ হলেও রোগীকে দেখতে দেননি ওই চিকিৎসক। রাত 11টা নাগাদ অপারেশন পরে অঞ্জলীর বিষয় চিকিৎসককে জিজ্ঞেস করা হলে তিনি জানান অঞ্জলীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এর পরেই অঞ্জলি সাহাকে স্থানীয় একটি নিউরো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ায় তাকে ফের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা জানান তার ৮৫% ব্রেন হামারেজ হয়েছে এবং তিনি কোমায় চলে গেছেন। গতকাল মৃত্যু হয় অঞ্জলি সাহার।

Conclusion:অঞ্জলি দেবীর স্বামী সুনীল কুমার সাহা স্বাস্থ্য ভবনে অভিযুক্ত চিকিৎসক অনির্বান সেনগুপ্তের নামে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল। স্বাস্থ্য ভবন সূত্রে খবর এনেস্থিসিয়া করার সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল কিনা। কি কি ওষুধ তাকে দেওয়া হয়েছিল সেগুলি খতিয়ে দেখা হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.