ETV Bharat / state

Bhatpara Municipality: ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, মামলাকারীকে জরিমানার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - Justice Abhijit Gangopaddhyay

ব্যক্তির নামে মিথ্যা অভিযোগে আদালতকে বিভ্রান্ত করায় মামলাকারীকে 15 হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Bhatpara Municipality)৷

Etv Bharat
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Dec 16, 2022, 10:00 PM IST

Updated : Dec 16, 2022, 10:46 PM IST

ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের বক্তব্য

কলকাতা, 16 ডিসেম্বর: ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও আদালতকে বিভ্রান্ত করার জন্য শুক্রবার কোয়েনা দে নামে মামলাকারীকে 15 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(High Court Ordered Plaintiff to be Fined Petitioner for Making False Allegations Against Bhatpara Municipality Vice Chairman)।

চাকরিপ্রার্থী কোয়েনা দে-র অভিযোগ ছিল ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ নিজেকে অষ্টম থেকে নবম শ্রেণি পাস বলে ঘোষণা করেছেন পাসপোর্ট নথিতে । অথচ তিনি একজন প্রাথমিক স্কুলের শিক্ষক এবং সেখান থেকে পারিশ্রমিক নেন 17 হাজার টাকা ।

কিন্তু শুক্রবার মামলার শুনানিতে আদালতে এসে দেবজ্যোতি ঘোষ দেখান তাঁর কোনও পাসপোর্ট নেই । পাশাপাশি তিনি যে তথ্য আদালতে পেশ করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি স্নাতক । শিক্ষাগত যোগ্যতার সমস্ত আসল নথি রয়েছে তাঁরা কাছে । তিনি কোনও টাকাও মামলাকারীর থেকে নেননি বলে দাবি করেন । আদালতের নির্দেশে সিবিআই তাকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে ।

সমস্ত কিছু শোনার পর আদালতকে বিভ্রান্ত করায় মামলাকারীকে 15 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । স্টেট লিগাল সার্ভিস কমিশনে 6 জানুয়ারির মধ্যে টাকা জমা দেওয়ার ছিল ।

আরও পড়ুন : নবম শ্রেণি পাশ করে প্রাথমিকের শিক্ষক ! পৌরসভার ভাইস চেয়ারম্যানকে তলব বিচারপতির

ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের বক্তব্য

কলকাতা, 16 ডিসেম্বর: ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও আদালতকে বিভ্রান্ত করার জন্য শুক্রবার কোয়েনা দে নামে মামলাকারীকে 15 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(High Court Ordered Plaintiff to be Fined Petitioner for Making False Allegations Against Bhatpara Municipality Vice Chairman)।

চাকরিপ্রার্থী কোয়েনা দে-র অভিযোগ ছিল ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ নিজেকে অষ্টম থেকে নবম শ্রেণি পাস বলে ঘোষণা করেছেন পাসপোর্ট নথিতে । অথচ তিনি একজন প্রাথমিক স্কুলের শিক্ষক এবং সেখান থেকে পারিশ্রমিক নেন 17 হাজার টাকা ।

কিন্তু শুক্রবার মামলার শুনানিতে আদালতে এসে দেবজ্যোতি ঘোষ দেখান তাঁর কোনও পাসপোর্ট নেই । পাশাপাশি তিনি যে তথ্য আদালতে পেশ করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি স্নাতক । শিক্ষাগত যোগ্যতার সমস্ত আসল নথি রয়েছে তাঁরা কাছে । তিনি কোনও টাকাও মামলাকারীর থেকে নেননি বলে দাবি করেন । আদালতের নির্দেশে সিবিআই তাকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে ।

সমস্ত কিছু শোনার পর আদালতকে বিভ্রান্ত করায় মামলাকারীকে 15 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । স্টেট লিগাল সার্ভিস কমিশনে 6 জানুয়ারির মধ্যে টাকা জমা দেওয়ার ছিল ।

আরও পড়ুন : নবম শ্রেণি পাশ করে প্রাথমিকের শিক্ষক ! পৌরসভার ভাইস চেয়ারম্যানকে তলব বিচারপতির

Last Updated : Dec 16, 2022, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.