উত্তর 24 পরগনা, ১১ মে: গত কয়েকদিন ধরেই আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন হওয়ার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস । এবার অঝোর ধারায় নামল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি । ভিজল শহর ও শহরতলির পাশাপাশি জেলাও । মঙ্গলবার সকাল থেকেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ । পাশাপাশি চলে অঝোর ধারায় বৃষ্টি । বৃষ্টিতে ভেজে উত্তর 24 পরগনার বনগাঁ, ঠাকুরনগর, হাবরা, অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা । সঙ্গে বইল দমকা হাওয়া। ফলে কার্যত স্তব্ধ হয়ে পড়ল জনজীবন।
করোনা সংক্রমণ রোধে আগে থেকেই সরকারের তরফে বাজার-দোকান খোলা রাখার সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল । এদিন আবহাওয়া খারাপ থাকার ফলে নির্দিষ্ট সময়ে বাজার খুললেও তেমন দেখা মিলল না ক্রেতাদের । হাতেগোনা কয়েকজন ক্রেতার দেখা মিলল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আরও কয়েকদিন চলবে বৃষ্টিপাত ।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি, তাপমাত্রা নামল 25 ডিগ্রি সেলসিয়াসে
আংশিক লকডাউনের পাশাপাশি কলকাতা সহ শহরতলির বেশকিছু জায়গায় এমনিতেই রাস্তাঘাটে কম বেরোচ্ছেন মানুষজন । পাশাপাশি বৃষ্টি মানুষকে কার্যত গৃহবন্দি করে দিল । ঝড়-বৃষ্টির ফলে ভাঙল গাছ। ফলে স্তব্ধ হয়ে রইল জেলার বিস্তীর্ণ অংশ।