ETV Bharat / state

উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি

সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি উত্তর 24 পরগনার বনগাঁ, ঠাকুরনগর, হাবরা, অশোকনগরের বিস্তীর্ণ এলাকায়। কালো মেঘে ছেয়ে যায় আকাশ। সঙ্গে দমকা হাওয়া। কার্যত স্তব্ধ জনজীবন।

NORTH 24 PGS
বৃষ্টি
author img

By

Published : May 11, 2021, 4:13 PM IST

Updated : May 11, 2021, 6:18 PM IST

উত্তর 24 পরগনা, ১১ মে: গত কয়েকদিন ধরেই আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন হওয়ার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস । এবার অঝোর ধারায় নামল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি । ভিজল শহর ও শহরতলির পাশাপাশি জেলাও । মঙ্গলবার সকাল থেকেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ । পাশাপাশি চলে অঝোর ধারায় বৃষ্টি । বৃষ্টিতে ভেজে উত্তর 24 পরগনার বনগাঁ, ঠাকুরনগর, হাবরা, অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা । সঙ্গে বইল দমকা হাওয়া। ফলে কার্যত স্তব্ধ হয়ে পড়ল জনজীবন।

করোনা সংক্রমণ রোধে আগে থেকেই সরকারের তরফে বাজার-দোকান খোলা রাখার সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল । এদিন আবহাওয়া খারাপ থাকার ফলে নির্দিষ্ট সময়ে বাজার খুললেও তেমন দেখা মিলল না ক্রেতাদের । হাতেগোনা কয়েকজন ক্রেতার দেখা মিলল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আরও কয়েকদিন চলবে বৃষ্টিপাত ।

সকাল থেকে অঝোর ধারায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তর 24 পরগনা জেলায়।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি, তাপমাত্রা নামল 25 ডিগ্রি সেলসিয়াসে

আংশিক লকডাউনের পাশাপাশি কলকাতা সহ শহরতলির বেশকিছু জায়গায় এমনিতেই রাস্তাঘাটে কম বেরোচ্ছেন মানুষজন । পাশাপাশি বৃষ্টি মানুষকে কার্যত গৃহবন্দি করে দিল । ঝড়-বৃষ্টির ফলে ভাঙল গাছ। ফলে স্তব্ধ হয়ে রইল জেলার বিস্তীর্ণ অংশ।

উত্তর 24 পরগনা, ১১ মে: গত কয়েকদিন ধরেই আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন হওয়ার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস । এবার অঝোর ধারায় নামল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি । ভিজল শহর ও শহরতলির পাশাপাশি জেলাও । মঙ্গলবার সকাল থেকেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ । পাশাপাশি চলে অঝোর ধারায় বৃষ্টি । বৃষ্টিতে ভেজে উত্তর 24 পরগনার বনগাঁ, ঠাকুরনগর, হাবরা, অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা । সঙ্গে বইল দমকা হাওয়া। ফলে কার্যত স্তব্ধ হয়ে পড়ল জনজীবন।

করোনা সংক্রমণ রোধে আগে থেকেই সরকারের তরফে বাজার-দোকান খোলা রাখার সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল । এদিন আবহাওয়া খারাপ থাকার ফলে নির্দিষ্ট সময়ে বাজার খুললেও তেমন দেখা মিলল না ক্রেতাদের । হাতেগোনা কয়েকজন ক্রেতার দেখা মিলল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আরও কয়েকদিন চলবে বৃষ্টিপাত ।

সকাল থেকে অঝোর ধারায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তর 24 পরগনা জেলায়।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি, তাপমাত্রা নামল 25 ডিগ্রি সেলসিয়াসে

আংশিক লকডাউনের পাশাপাশি কলকাতা সহ শহরতলির বেশকিছু জায়গায় এমনিতেই রাস্তাঘাটে কম বেরোচ্ছেন মানুষজন । পাশাপাশি বৃষ্টি মানুষকে কার্যত গৃহবন্দি করে দিল । ঝড়-বৃষ্টির ফলে ভাঙল গাছ। ফলে স্তব্ধ হয়ে রইল জেলার বিস্তীর্ণ অংশ।

Last Updated : May 11, 2021, 6:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.