ETV Bharat / state

জাতীয় সড়ক 10-এর দেখভালের দায়িত্ব রাজ্যের হাত থেকে নিয়ে নিল কেন্দ্র - NH 10

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে খুশি সিকিমের মুখ্যমন্ত্রী ও দার্জিলিংয়ের সাংসদ ৷ পর্যটন ব্যবসায়ীরাও খুশি ৷

NH 10
জাতীয় সড়ক 10-এর দেখভালের দায়িত্ব রাজ্যের হাত থেকে নিয়ে নিল কেন্দ্র (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2024, 7:55 PM IST

দার্জিলিং, 5 নভেম্বর: 10 নম্বর জাতীয় সড়কের দেখাশোনা, মেরামত ও সংস্কারের দায়িত্বে এবার রাজ্যের পরিবর্তে কেন্দ্রীয় সংস্থা । কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের তরফে একটি গেজেট নোটিফিকেশন করে সেকথা জানানো হয়েছে ।

আর এই পদক্ষেপের পর কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ও দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা । পাশাপাশি কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ করায় খুশি পর্যটন সংস্থাগুলিও ।

এখন থেকে সেভক থেকে রংপো পর্যন্ত প্রায় 53 কিলোমিটার 10 নম্বর জাতীয় সড়কের মেরামত ও সংস্কার করবে জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ । এতদিন ওই সড়ক মেরামত ও সংস্কারের কাজ কর‍ত রাজ্যের পূর্ত দফতর । যদিও ফুলবাড়ি সীমান্ত থেকে শিবমন্দির, মেডিক্যাল মোড়, হাসিমারা ও নেপালের মেচি পর্যন্ত জাতীয় সড়কের দেখাশোনা, মেরামত ও সংস্কারের কাজ রাজ্য সরকারই করবে বলে জানানো হয়েছে ।

সম্প্রতি সিকিমের হড়পা বান ও তারপরে টানা বৃষ্টিতে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয় 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা । তিস্তার নদীর প্রবল স্রোতে কোথাও কোথাও জাতীয় সড়ক নদীর গ্রাসে চলে যায় ৷ যে কারণে পাহাড় কেটে নতুন করে জাতীয় সড়ক নির্মাণের কাজ করতে হয় । কিন্তু রাজ্যের পরিকাঠামো কম থাকায় সেই কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছিল বলে অভিযোগ উঠতে শুরু করে ।

কাজ দেরিতে শেষ হওয়ার পাশাপাশি পরিকাঠামো কম থাকায় ঠিকমতো কাজ হচ্ছিল না এবং বারবার একই জায়গায় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল । এতে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে । সড়কটি বাংলা ও সিকিমের লাইফ লাইন হওয়ার কারণে আর্থিক, পর্যটন ও বাণিজ্যের দিক দিয়ে ক্ষতির মুখে পড়তে হচ্ছিল দুই রাজ্যকে ।

এই জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের কাজ যাতে কেন্দ্রীয় সরকার নিজের হাতে নেয়, সেই দাবি জানাতে গত 25 জুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন প্রেম সিং তামাং । একই দাবি তোলেন রাজু বিস্তা-সহ পর্যটন সংস্থাগুলিও। এরপরই ওই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ।

রাজু বিস্তা বলেন, "আমি আগে থেকেই বলে এসেছিলাম যে রাজ্য সরকার 10 নম্বর জাতীয় সড়কের মেরামত এবং সংস্কারের কাজ ঠিকমতো করতে পারছে না । এতে দু’রাজ্যের মানুষ এবং পর্যটকরা ব্যাপক সমস্যায় পড়ছিলেন । কেন্দ্রীয় সরকার ওই সড়ক মেরামত এবং সংস্কারের কাজ নিজের হাতে নেওয়ায় এখন থেকে দ্রুত ওই সড়ক মেরামত ও সংস্কার হবে ।"

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "কেন্দ্রীয় সরকার নিজের হাতে 10 নম্বর জাতীয় সড়ক মেরামত এবং সংস্কারের কাজ নেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই । কারণ, আমরা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম যেভাবে জাতীয় সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তাতে আগামীতে ওই সড়কটি থাকবে কি না, তার সংশয় ছিল । রাজ্যের পক্ষে ওই সড়কটি মেরামত এবং সংস্কারের কাজ করাটা বেশ পরিকাঠামোগতভাবে সমস্যার ছিল । এখন কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব নেয় অনায়াসে সেই কাজ করা যাবে ।"

উল্লেখ্য, বাংলার দার্জিলিং জেলার সেভকের করোনেশন সেতু বা বাঘপুল থেকে সিকিমের গ্যাংটক পর্যন্ত মূল 10 নম্বর জাতীয় সড়ক । মোট প্রায় 104 কিলোমিটার ওই জাতীয় সড়কের মধ্যে 47 কিলোমিটার রয়েছে সিকিমের অধীনে । বাকি 57 কিলোমিটার রংপো পর্যন্ত বাংলার অধীনে ।

1968 সাল থেকে ওই জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের কাজ করত সিপিডাব্লুডি । 1980 সালে তা দেখাশোনা শুরু করে বর্ডার রোড অর্গানাইজেশন । কিন্তু প্রায় দশ বছর দেখাশোনার পর তা রাজ্যের পূর্ত দফতরের কাছে দেখভালের জন্য হস্তান্তর করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ।

মেরামত ও সংস্কারের টাকা কেন্দ্রীয় সরকার দিলেও প্রকল্পর কাজ কর‍ত বাংলার পূর্ত দফতর । 2016 সাল থেকে পূর্ত দফতরকে বিআরও বাংলার অধীনে থাকা 57 কিলোমিটার জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের দায়িত্ব দেয় । কিন্তু সিকিম অংশে দেখভালের দায়িত্ব নিজেদের হাতেই রাখে বিআরও । এবার থেকে বাংলার অংশে থাকা 10 নম্বর জাতীয় সড়কের দায়িত্বও নিজের হাতে নিল কেন্দ্রীয় সরকার ।

দার্জিলিং, 5 নভেম্বর: 10 নম্বর জাতীয় সড়কের দেখাশোনা, মেরামত ও সংস্কারের দায়িত্বে এবার রাজ্যের পরিবর্তে কেন্দ্রীয় সংস্থা । কেন্দ্রীয় সরকারের তরফে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের তরফে একটি গেজেট নোটিফিকেশন করে সেকথা জানানো হয়েছে ।

আর এই পদক্ষেপের পর কেন্দ্রকে ধন্যবাদ জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ও দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা । পাশাপাশি কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ করায় খুশি পর্যটন সংস্থাগুলিও ।

এখন থেকে সেভক থেকে রংপো পর্যন্ত প্রায় 53 কিলোমিটার 10 নম্বর জাতীয় সড়কের মেরামত ও সংস্কার করবে জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ । এতদিন ওই সড়ক মেরামত ও সংস্কারের কাজ কর‍ত রাজ্যের পূর্ত দফতর । যদিও ফুলবাড়ি সীমান্ত থেকে শিবমন্দির, মেডিক্যাল মোড়, হাসিমারা ও নেপালের মেচি পর্যন্ত জাতীয় সড়কের দেখাশোনা, মেরামত ও সংস্কারের কাজ রাজ্য সরকারই করবে বলে জানানো হয়েছে ।

সম্প্রতি সিকিমের হড়পা বান ও তারপরে টানা বৃষ্টিতে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয় 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা । তিস্তার নদীর প্রবল স্রোতে কোথাও কোথাও জাতীয় সড়ক নদীর গ্রাসে চলে যায় ৷ যে কারণে পাহাড় কেটে নতুন করে জাতীয় সড়ক নির্মাণের কাজ করতে হয় । কিন্তু রাজ্যের পরিকাঠামো কম থাকায় সেই কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছিল বলে অভিযোগ উঠতে শুরু করে ।

কাজ দেরিতে শেষ হওয়ার পাশাপাশি পরিকাঠামো কম থাকায় ঠিকমতো কাজ হচ্ছিল না এবং বারবার একই জায়গায় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল । এতে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে । সড়কটি বাংলা ও সিকিমের লাইফ লাইন হওয়ার কারণে আর্থিক, পর্যটন ও বাণিজ্যের দিক দিয়ে ক্ষতির মুখে পড়তে হচ্ছিল দুই রাজ্যকে ।

এই জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের কাজ যাতে কেন্দ্রীয় সরকার নিজের হাতে নেয়, সেই দাবি জানাতে গত 25 জুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন প্রেম সিং তামাং । একই দাবি তোলেন রাজু বিস্তা-সহ পর্যটন সংস্থাগুলিও। এরপরই ওই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ।

রাজু বিস্তা বলেন, "আমি আগে থেকেই বলে এসেছিলাম যে রাজ্য সরকার 10 নম্বর জাতীয় সড়কের মেরামত এবং সংস্কারের কাজ ঠিকমতো করতে পারছে না । এতে দু’রাজ্যের মানুষ এবং পর্যটকরা ব্যাপক সমস্যায় পড়ছিলেন । কেন্দ্রীয় সরকার ওই সড়ক মেরামত এবং সংস্কারের কাজ নিজের হাতে নেওয়ায় এখন থেকে দ্রুত ওই সড়ক মেরামত ও সংস্কার হবে ।"

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "কেন্দ্রীয় সরকার নিজের হাতে 10 নম্বর জাতীয় সড়ক মেরামত এবং সংস্কারের কাজ নেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই । কারণ, আমরা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম যেভাবে জাতীয় সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তাতে আগামীতে ওই সড়কটি থাকবে কি না, তার সংশয় ছিল । রাজ্যের পক্ষে ওই সড়কটি মেরামত এবং সংস্কারের কাজ করাটা বেশ পরিকাঠামোগতভাবে সমস্যার ছিল । এখন কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব নেয় অনায়াসে সেই কাজ করা যাবে ।"

উল্লেখ্য, বাংলার দার্জিলিং জেলার সেভকের করোনেশন সেতু বা বাঘপুল থেকে সিকিমের গ্যাংটক পর্যন্ত মূল 10 নম্বর জাতীয় সড়ক । মোট প্রায় 104 কিলোমিটার ওই জাতীয় সড়কের মধ্যে 47 কিলোমিটার রয়েছে সিকিমের অধীনে । বাকি 57 কিলোমিটার রংপো পর্যন্ত বাংলার অধীনে ।

1968 সাল থেকে ওই জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের কাজ করত সিপিডাব্লুডি । 1980 সালে তা দেখাশোনা শুরু করে বর্ডার রোড অর্গানাইজেশন । কিন্তু প্রায় দশ বছর দেখাশোনার পর তা রাজ্যের পূর্ত দফতরের কাছে দেখভালের জন্য হস্তান্তর করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ।

মেরামত ও সংস্কারের টাকা কেন্দ্রীয় সরকার দিলেও প্রকল্পর কাজ কর‍ত বাংলার পূর্ত দফতর । 2016 সাল থেকে পূর্ত দফতরকে বিআরও বাংলার অধীনে থাকা 57 কিলোমিটার জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের দায়িত্ব দেয় । কিন্তু সিকিম অংশে দেখভালের দায়িত্ব নিজেদের হাতেই রাখে বিআরও । এবার থেকে বাংলার অংশে থাকা 10 নম্বর জাতীয় সড়কের দায়িত্বও নিজের হাতে নিল কেন্দ্রীয় সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.