ETV Bharat / state

Gaighata Minor Gang Rape : গাইঘাটার নির্যাতিতার পক্ষে সওয়াল চল্লিশ জনের বেশি সরকারি আইনজীবীর

গাইঘাটায় ধর্ষণের ঘটনায় নির্যাতিতার হয়ে সওয়াল করলেন বনগাঁ আদালতে প্রায় 40 জন সরকারি আইনজীবী (Gaighata Gang Rape)। আইনজীবীদের আবেদনে মূল অভিযুক্তকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের । বাকিদের জেল হেফাজত হয়েছে ।

Gaighata Minor Gang Rape
গাইঘাটার নির্যাতিতার পক্ষে সাওয়াল 40 জন সরকারি আইনজীবীর
author img

By

Published : Apr 22, 2022, 9:23 PM IST

বনগাঁ, 22 এপ্রিল : তৃণমূল কংগ্রেসের আবেদনে গাইঘাটার নির্যাতিতার হয়ে সওয়াল করলেন বনগাঁ আদালতে 40 জনের বেশি সরকারি আইনজীবী (Gaighata Gang Rape)। তাঁদের পক্ষে দাঁড়িয়েছিলেন আরও কয়েকজন আইনজীবী । যদিও অভিযুক্তদের পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছিলেন । নির্যাতিতার পক্ষের আইনজীবীদের আবেদনে ঘটনার মূল অভিযুক্তকে দশ দিনের পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক । বাকিদের জেল হেফাজত হয়েছে ।

শুক্রবার সকালে গাইঘাটার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এদিন নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন গোপালবাবু । সব রকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি । পাশাপাশি দলের পক্ষ থেকে এদিন নির্যাতার বাবার হাতে কিছু অর্থ তুলে দেন তিনি । পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল শেঠ বলেন, "বিজেপি পরিকল্পিত ভাবে বাইরের থেকে লোক এনে এই সব করাচ্ছে ৷ নির্যাতিতার হয়ে দাঁড়ানোর জন্য সরকারি আইনজীবীদের সঙ্গে কথা বলা হয়েছে ৷ দোষীদের উপযুক্ত শাস্তির জন্য প্রয়োজনে ভিক্ষা করে হাইকোর্ট পর্যন্ত যাওয়া হবে ৷"

এদিন দুপুরে হঠাৎ বনগাঁ আদালতে সরকারি আইনজীবীদের ঘরে আসেন গোপাল শেঠ ও বনগাঁ পৌরসভার কাউন্সিলররা । তারা সরকারি আইনজীবীদের কাছে আবেদন জানান নির্যাতিতার হয়ে সাওয়াল করতে এবং অভিযুক্তরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যবস্থা করতে । বনগাঁ মহকুমা আদালতের সরকারি মুখ্য আইনজীবী-সহ সমস্ত সরকারি আইনজীবীরা তৃণমূল নেতৃত্বের আবেদনে সাড়া দিয়ে জানিয়েছেন, সব সরকারি আইনজীবী ওই নির্যাতিতার পক্ষে সওয়াল করবে ৷

গাইঘাটার নির্যাতিতার পক্ষে সাওয়াল 40 জন সরকারি আইনজীবীর

আরও পড়ুন : Allegation of Gang Rape in Hooghly : কোন্নগরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 4

এবিষয়ে বনগাঁ আদালতের মুখ্য আইনজীবী অসীম দে বলেন, "তৃণমূল জেলা সভাপতি ও বনগাঁ পৌরসভার কাউন্সিলরদের আবেদনে আমরা কথা দিয়েছি নির্যাতিতার হয়ে সওয়াল করব ।" নির্যাতিতার হয়ে এদিন চল্লিশ জনের বেশি সরকারি আইনজীবী সওয়াল করেছেন বলে জানান তিনি । আজ অভিযুক্তদের মধ্যে নাবালক অভিযুক্তকে জুভেনাইল কোর্টে পাঠানো হয় ও বিজেপি নেত্রী-সহ তিন অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছিল । বিচারক বিজেপি নেত্রী ও তার ছেলেকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং মূল অভিযুক্তকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে । গাইঘাটায় নাবালিকা নির্যাতনের ঘটনা বিজেপি নেত্রীর নাম জড়িত থাকায় ইতিমধ্যেই বনগাঁ জুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ।

আরও পড়ুন : Gaighata Minor Gang Rape : গাইঘাটায় নাবালিকা গণধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী-সহ চার

বনগাঁ, 22 এপ্রিল : তৃণমূল কংগ্রেসের আবেদনে গাইঘাটার নির্যাতিতার হয়ে সওয়াল করলেন বনগাঁ আদালতে 40 জনের বেশি সরকারি আইনজীবী (Gaighata Gang Rape)। তাঁদের পক্ষে দাঁড়িয়েছিলেন আরও কয়েকজন আইনজীবী । যদিও অভিযুক্তদের পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছিলেন । নির্যাতিতার পক্ষের আইনজীবীদের আবেদনে ঘটনার মূল অভিযুক্তকে দশ দিনের পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক । বাকিদের জেল হেফাজত হয়েছে ।

শুক্রবার সকালে গাইঘাটার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এদিন নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন গোপালবাবু । সব রকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি । পাশাপাশি দলের পক্ষ থেকে এদিন নির্যাতার বাবার হাতে কিছু অর্থ তুলে দেন তিনি । পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল শেঠ বলেন, "বিজেপি পরিকল্পিত ভাবে বাইরের থেকে লোক এনে এই সব করাচ্ছে ৷ নির্যাতিতার হয়ে দাঁড়ানোর জন্য সরকারি আইনজীবীদের সঙ্গে কথা বলা হয়েছে ৷ দোষীদের উপযুক্ত শাস্তির জন্য প্রয়োজনে ভিক্ষা করে হাইকোর্ট পর্যন্ত যাওয়া হবে ৷"

এদিন দুপুরে হঠাৎ বনগাঁ আদালতে সরকারি আইনজীবীদের ঘরে আসেন গোপাল শেঠ ও বনগাঁ পৌরসভার কাউন্সিলররা । তারা সরকারি আইনজীবীদের কাছে আবেদন জানান নির্যাতিতার হয়ে সাওয়াল করতে এবং অভিযুক্তরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যবস্থা করতে । বনগাঁ মহকুমা আদালতের সরকারি মুখ্য আইনজীবী-সহ সমস্ত সরকারি আইনজীবীরা তৃণমূল নেতৃত্বের আবেদনে সাড়া দিয়ে জানিয়েছেন, সব সরকারি আইনজীবী ওই নির্যাতিতার পক্ষে সওয়াল করবে ৷

গাইঘাটার নির্যাতিতার পক্ষে সাওয়াল 40 জন সরকারি আইনজীবীর

আরও পড়ুন : Allegation of Gang Rape in Hooghly : কোন্নগরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 4

এবিষয়ে বনগাঁ আদালতের মুখ্য আইনজীবী অসীম দে বলেন, "তৃণমূল জেলা সভাপতি ও বনগাঁ পৌরসভার কাউন্সিলরদের আবেদনে আমরা কথা দিয়েছি নির্যাতিতার হয়ে সওয়াল করব ।" নির্যাতিতার হয়ে এদিন চল্লিশ জনের বেশি সরকারি আইনজীবী সওয়াল করেছেন বলে জানান তিনি । আজ অভিযুক্তদের মধ্যে নাবালক অভিযুক্তকে জুভেনাইল কোর্টে পাঠানো হয় ও বিজেপি নেত্রী-সহ তিন অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছিল । বিচারক বিজেপি নেত্রী ও তার ছেলেকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং মূল অভিযুক্তকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে । গাইঘাটায় নাবালিকা নির্যাতনের ঘটনা বিজেপি নেত্রীর নাম জড়িত থাকায় ইতিমধ্যেই বনগাঁ জুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ।

আরও পড়ুন : Gaighata Minor Gang Rape : গাইঘাটায় নাবালিকা গণধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী-সহ চার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.