ETV Bharat / state

আগুনে ভস্মীভূত বাড়ি, পুড়েছে ডিগ্রির শংসাপত্র; অনিশ্চয়তায় দুই যুবকের ভবিষ্যৎ - Fire broke out in Bagda

গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে । ভস্মীভূত হয়ে যায় বাড়ি । সেই বাড়িতেই ছিল তাঁদের স্কুল ও কলেজের ডিগ্রির শংসাপত্র । পুড়ে ছাই হয়ে যায় সেগুলিও । ফলে এখন অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ভুগছেন বাগদার দুই যুবক ।

Fire broke out in Bagda
বাগদার গ্রামের একটি বাড়িতে আগুন
author img

By

Published : May 13, 2020, 9:09 AM IST

বাগদা, 13 মে : তাঁদের বাড়িতে রান্না করছিলেন স্থানীয় এক বাসিন্দা । তখনই গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে । ভস্মীভূত হয়ে যায় বাড়ি । সেই বাড়িতেই ছিল তাঁদের স্কুল ও কলেজের ডিগ্রির শংসাপত্র । পুড়ে ছাই হয়ে যায় সেগুলিও । ফলে এখন অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ভুগছেন তাঁরা । বাগদা থানার ঝিকরা গ্রামের ঘটনা ।

ঝিকরা গ্রামের বাসিন্দা সুভাষ সরকার ও বিকাশ সরকার । তাঁদের দুই ছেলে অভিষেক ও শুভাশিস । সম্পর্কে দুই ভাই । গতকাল তাঁদের বাড়িতে রান্না করছিলেন স্থানীয় বাসিন্দা রতন সরকার । তখনই গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে যায় । নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে । খবর দেওয়া হয় দমকলে । পাশাপাশি দমকল না আসা পর্যন্ত স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু আগুন এতটাই ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে যে দমকল পৌঁছানোর আগেই ভস্মীভূত হয়ে যায় তাঁদের বাড়ি । ওই বাড়িতেই অভিষেক ও শুভাশিসের স্কুল ও কলেজের ডিগ্রির শংসাপত্রও ছিল । পুড়ে ছাই হয়ে যায় সেগুলিও । শুধু তাই নয়, নগদ 70-80 হাজার টাকাও পুড়ে গেছে । সোনার গয়নাগুলিও মেলেনি । ফলে, এখন অনিশ্চয়তায় ভুগছেন অভিষেক ও শুভাশিস-সহ গোটা পরিবার ।

অভিষেক বলেন, "আমরা দুই ভাই B.A পাশ করেছি । চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম । আগুনে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে । স্কুল-কলেজের সমস্ত শংসাপত্রও পুড়ে গেছে । আমাদের সব স্বপ্ন শেষ ।"

বনগাঁ দমকল কেন্দ্রের টিম লিডার আনন্দ মণ্ডল বলেন, "সম্ভবত সিলিন্ডার থেকে আগুন ছড়িয়েছে । তিনটি ঘর নিয়ে তৈরি গোটা বাড়িটাই পুড়ে গেছে ।"

বাগদা, 13 মে : তাঁদের বাড়িতে রান্না করছিলেন স্থানীয় এক বাসিন্দা । তখনই গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে । ভস্মীভূত হয়ে যায় বাড়ি । সেই বাড়িতেই ছিল তাঁদের স্কুল ও কলেজের ডিগ্রির শংসাপত্র । পুড়ে ছাই হয়ে যায় সেগুলিও । ফলে এখন অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ভুগছেন তাঁরা । বাগদা থানার ঝিকরা গ্রামের ঘটনা ।

ঝিকরা গ্রামের বাসিন্দা সুভাষ সরকার ও বিকাশ সরকার । তাঁদের দুই ছেলে অভিষেক ও শুভাশিস । সম্পর্কে দুই ভাই । গতকাল তাঁদের বাড়িতে রান্না করছিলেন স্থানীয় বাসিন্দা রতন সরকার । তখনই গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে যায় । নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে । খবর দেওয়া হয় দমকলে । পাশাপাশি দমকল না আসা পর্যন্ত স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু আগুন এতটাই ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে যে দমকল পৌঁছানোর আগেই ভস্মীভূত হয়ে যায় তাঁদের বাড়ি । ওই বাড়িতেই অভিষেক ও শুভাশিসের স্কুল ও কলেজের ডিগ্রির শংসাপত্রও ছিল । পুড়ে ছাই হয়ে যায় সেগুলিও । শুধু তাই নয়, নগদ 70-80 হাজার টাকাও পুড়ে গেছে । সোনার গয়নাগুলিও মেলেনি । ফলে, এখন অনিশ্চয়তায় ভুগছেন অভিষেক ও শুভাশিস-সহ গোটা পরিবার ।

অভিষেক বলেন, "আমরা দুই ভাই B.A পাশ করেছি । চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম । আগুনে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে । স্কুল-কলেজের সমস্ত শংসাপত্রও পুড়ে গেছে । আমাদের সব স্বপ্ন শেষ ।"

বনগাঁ দমকল কেন্দ্রের টিম লিডার আনন্দ মণ্ডল বলেন, "সম্ভবত সিলিন্ডার থেকে আগুন ছড়িয়েছে । তিনটি ঘর নিয়ে তৈরি গোটা বাড়িটাই পুড়ে গেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.