কলকাতা, 11 জুন: পঞ্চায়েত ভোটকে সামনে রেখে চার নেতাকে বড় দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনায় পঞ্চায়েতের বৈতরণী পার করতে মমতা-অভিষেকের ভরসা এই চারজনই। মূলত প্রবীণ এবং নবীনের সংমিশ্রণে এই চার নেতাকে বেছে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। প্রার্থী মনোনয়ন থেকে ভোট প্রচার এই জেলার দায়িত্বে থাকবেন এই নেতারাই।
প্রসঙ্গত, নবজোয়ার কর্মসূচি নিয়ে এই মুহূর্তে উত্তর 24 পরগনাতেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ কর্মসূচির আগে এদিন তিনি দলের জেলা নেতৃত্ব সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার তিন সাংগঠনিক জেলার দায়িত্বে থাকা নেতারা। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাপস রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ এবং পার্থ ভৌমিককে যৌথভাবে এই জেলার পঞ্চায়েত নির্বাচন সম্পাদনের জন্য দায়িত্ব দিয়েছেন। এখনও পর্যন্ত যা খবর, আগামী 12 জুন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি নিয়ে জেলাতেই থাকবেন। সেই কারণে আপাতত জেলার ছোট বড় সমস্ত নেতারাই এই কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। আর তাই এই সময় পঞ্চায়েতের মনোনয়ন দেওয়া হচ্ছে না উত্তর 24 পরগনার ক্ষেত্রে। বরং এই মনোনয়ন দেওয়া হবে 13 তারিখ থেকে।
আরও পড়ুন: তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র 'হোম ডেলিভারি' হচ্ছে ! টুইটারে দাবি শুভেন্দুর
তবে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা কোনওভাবেই পঞ্চায়েত নির্বাচনে বলপ্রয়োগ করা চলবে না। দলীয় নেতৃত্বকে জিততে হবে সাংগঠনিক ক্ষমতার জোরে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময় বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথা বলতে শোনা গিয়েছে যে, বলপ্রয়োগ নয়, পঞ্চায়েতে জিততে হবে সাংগঠনিক ক্ষমতার জোরে। বিগত পাঁচ বছর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা যে কাজ করেছেন তার উপর ভিত্তি করে। উল্লেখ্য, এদিন দলের এক শীর্ষ নেতা জানান, জেলায় এসে পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেকের মূল বার্তা ছিল এটাই যে, উন্নয়নের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে ভোট চাইবে। বিগত 10 বছর ত্রিস্তর পঞ্চায়েত এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের ঘরে পৌঁছে গিয়েছে তার উপর ভিত্তি করেই ভোটে যাবে দল।