ETV Bharat / state

পবন রেকর্ড ভাঙুক, "নজরদারি" চালাতে যাওয়ার আগে বললেন অর্জুন - bjp

ভাটপাড়া উপনির্বাচন, সকাল সকাল ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অর্জুন সিং, অভিযোগ করলেন প্রচুর বহিরাগতের আগমন হয়েছে ভাটপাড়ায়

অর্জুন সিং
author img

By

Published : May 19, 2019, 8:17 AM IST

Updated : May 19, 2019, 9:06 AM IST

ভাটপাড়া, 19 মে : ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সকাল সকাল ভোট দিলেন BJP প্রার্থী পবন সিং । সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ের 144 নম্বর বুথে বাবা অর্জুন সিংয়ের সঙ্গে একসাথে লাইনে দাঁড়ালেন । বুথের প্রথম ভোটটি দিলেন ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক অর্জুন সিং । তারপর ভোট দেন পবন । সকাল থেকে এই বুথে সাধারণ মানুষের লাইন চোখে পড়ার মতো ।

ভোট দিলেন অর্জুন সিং ও পবন সিং

ভোট দেওয়ার পর অর্জুন সিং বলেন, "এই প্রথম এক সঙ্গে দু'জন ভোট দিতে এলাম । নতুন অভিজ্ঞতা । ওর কাজ আছে । আমাকেও বের হতে হবে । নজরদারি চালাতে হবে। ভোট অবাধ করানো নির্বাচন কমিশনের কাজ । এবার দেখেছি অবাধে বহিরাগতরা ঢুকেছে । আগেও ভোটে লড়েছি কিন্তু কখনও এত বহিরগত আসেনি। এই কেন্দ্র থেকে চার বার বিধায়ক হয়েছি, আমি চাই পবন আমার রেকর্ড ভাঙুক।"

ভাটপাড়া, 19 মে : ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সকাল সকাল ভোট দিলেন BJP প্রার্থী পবন সিং । সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ের 144 নম্বর বুথে বাবা অর্জুন সিংয়ের সঙ্গে একসাথে লাইনে দাঁড়ালেন । বুথের প্রথম ভোটটি দিলেন ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক অর্জুন সিং । তারপর ভোট দেন পবন । সকাল থেকে এই বুথে সাধারণ মানুষের লাইন চোখে পড়ার মতো ।

ভোট দিলেন অর্জুন সিং ও পবন সিং

ভোট দেওয়ার পর অর্জুন সিং বলেন, "এই প্রথম এক সঙ্গে দু'জন ভোট দিতে এলাম । নতুন অভিজ্ঞতা । ওর কাজ আছে । আমাকেও বের হতে হবে । নজরদারি চালাতে হবে। ভোট অবাধ করানো নির্বাচন কমিশনের কাজ । এবার দেখেছি অবাধে বহিরাগতরা ঢুকেছে । আগেও ভোটে লড়েছি কিন্তু কখনও এত বহিরগত আসেনি। এই কেন্দ্র থেকে চার বার বিধায়ক হয়েছি, আমি চাই পবন আমার রেকর্ড ভাঙুক।"

দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_18/05/2019 আর মাত্র কয়েক ঘণ্টা বাদে সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফার নির্বাচন। এই শেষ দফার নির্বাচনে উত্তর 24 পরগনা দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে চলেছে। এই দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচনের ঠিক কয়েক ঘণ্টা আগে খড়দহ দোপেড়ে এলাকায় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি মদের দোকানের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।ঐ মদের দোকানের পাশে একটি ঝোপের মধ্যে পড়েছিল মৃতদেহটি। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ পড়ে থাকতে দেখে খড়দহ থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক 40 এর কাছাকাছি। তার শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে গিয়েছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে নির্বাচনের আগে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Last Updated : May 19, 2019, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.