ভাটপাড়া, 19 মে : ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সকাল সকাল ভোট দিলেন BJP প্রার্থী পবন সিং । সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ের 144 নম্বর বুথে বাবা অর্জুন সিংয়ের সঙ্গে একসাথে লাইনে দাঁড়ালেন । বুথের প্রথম ভোটটি দিলেন ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক অর্জুন সিং । তারপর ভোট দেন পবন । সকাল থেকে এই বুথে সাধারণ মানুষের লাইন চোখে পড়ার মতো ।
ভোট দেওয়ার পর অর্জুন সিং বলেন, "এই প্রথম এক সঙ্গে দু'জন ভোট দিতে এলাম । নতুন অভিজ্ঞতা । ওর কাজ আছে । আমাকেও বের হতে হবে । নজরদারি চালাতে হবে। ভোট অবাধ করানো নির্বাচন কমিশনের কাজ । এবার দেখেছি অবাধে বহিরাগতরা ঢুকেছে । আগেও ভোটে লড়েছি কিন্তু কখনও এত বহিরগত আসেনি। এই কেন্দ্র থেকে চার বার বিধায়ক হয়েছি, আমি চাই পবন আমার রেকর্ড ভাঙুক।"