ETV Bharat / state

মণীশ খুনের তদন্তে ঘটনাস্থানে ফরেনসিক দল, ফের আক্রমণ অর্জুনের - মণীশ শুক্লা খুন

মণীশ শুক্লা খুনের ঘটনার তদন্তে আজ টিটাগড়ে যায় ফরেনসিক দল ৷ ফরেনসিক বিশেষজ্ঞদের তিন সদস্যের এক দল ঘটনাস্থান পরিদর্শন করে।

manish shukla murder
মণীশ খুনের তদন্তে ফরেনসিক দল
author img

By

Published : Oct 7, 2020, 11:05 PM IST

টিটাগড়, 7 অক্টোবর : টিটাগড়ে BJP নেতা মণীশ শুক্লা খুনের ঘটনার তদন্তে আজ ঘটনাস্থানে যায় ফরেনসিক দল ৷ বুধবার বিকেলে ফরেনসিক বিশেষজ্ঞদের তিন সদস্যের এক দল ঘটনাস্থান পরিদর্শন করে । মণীশ শুক্লাকে যেখানে দুষ্কৃতীরা গুলি করে খুন করেছিল, সেই জায়গাটি তারা পরীক্ষা করে দেখে। পরে ফরেনসিক বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা জানান, নিয়ম অনুযায়ী রক্তের নমুনা ও মাটি সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষা করা হবে। রিপোর্ট পাওয়ার পর সব কিছু বলা যাবে।

বুধবার সকালে ব্যারাকপুর সদর বাজারের CI দপ্তর থেকে ধৃত মহম্মদ খুররমকে নিয়ে বের হন তদন্তকারীরা । বাকি দুষ্কৃতীদের খোঁজে ধৃতকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে CID ৷ যদিও মণীশ শুক্লার ঘনিষ্ঠ ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং আজও পুলিশ ও CID-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "রাঘববোয়ালদের বাদ দিয়ে CID চুনোপুঁটিদের ধরছে। এখনও পর্যন্ত খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করতে পারেনি। যে বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল পুলিশ সেটাও উদ্ধার করতে পারেনি। আসলে এই খুনের সঙ্গে পুলিশের যোগ রয়েছে।"

মণীশ খুনের তদন্তে ফরেনসিক দল

তিনি আরও বলেন, "মণীশ খুনের সঙ্গে তৃণমূলের অনেকের যোগ রয়েছে। আমরাও খোঁজ রাখি।" তারপরই অর্জুন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের মোবাইলের টাওয়ার লোকেশন দেখার কথা বলেন। মণীশ খুনে ধৃত খুররমের সঙ্গে তৃণমূলের কয়েকজন প্রভাবশালী নেতার ছবি রয়েছে বলে দাবি করেন তিনি।

মণীশ শুক্লা খুনে সোমবার CID তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন । তৈরি করা হয়েছে বিশেষ তদন্তকারী দল । এই দলে CID আধিকারিকদের পাশাপাশি রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসাররাও । CCTV ফুটেজ খতিয়ে দেখে প্রথমে দুটি বাইক সনাক্ত করা হয় । এই বাইকে করেই দুষ্কৃতীরা ঘটনাস্থানে এসেছিল । সেই বাইকের সূত্র ধরে এক আততায়ীকে চিহ্নিত করা হয় । তার নাম গুলাব শেখ । ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে CID ৷গুলাব শেখ, মহম্মদ খুররামের পর CID গ্রেপ্তার করে টিটাগড়ের দাপুটে তৃণমূল নেতা নাসির খানকে ৷

ব্য়ক্তিগত আক্রোশের জেরেই মণীশকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ কয়েক বছর আগে খুররামের বাবার হত্যার পিছনে মণীশ শুক্লার নাম জড়িয়ে যায় ৷ পিতৃহত্যার প্রতিশোধ তুলতেই কী এই খুন ? বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছে তদন্তকারী দল ৷

টিটাগড়, 7 অক্টোবর : টিটাগড়ে BJP নেতা মণীশ শুক্লা খুনের ঘটনার তদন্তে আজ ঘটনাস্থানে যায় ফরেনসিক দল ৷ বুধবার বিকেলে ফরেনসিক বিশেষজ্ঞদের তিন সদস্যের এক দল ঘটনাস্থান পরিদর্শন করে । মণীশ শুক্লাকে যেখানে দুষ্কৃতীরা গুলি করে খুন করেছিল, সেই জায়গাটি তারা পরীক্ষা করে দেখে। পরে ফরেনসিক বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা জানান, নিয়ম অনুযায়ী রক্তের নমুনা ও মাটি সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষা করা হবে। রিপোর্ট পাওয়ার পর সব কিছু বলা যাবে।

বুধবার সকালে ব্যারাকপুর সদর বাজারের CI দপ্তর থেকে ধৃত মহম্মদ খুররমকে নিয়ে বের হন তদন্তকারীরা । বাকি দুষ্কৃতীদের খোঁজে ধৃতকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে CID ৷ যদিও মণীশ শুক্লার ঘনিষ্ঠ ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং আজও পুলিশ ও CID-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "রাঘববোয়ালদের বাদ দিয়ে CID চুনোপুঁটিদের ধরছে। এখনও পর্যন্ত খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করতে পারেনি। যে বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল পুলিশ সেটাও উদ্ধার করতে পারেনি। আসলে এই খুনের সঙ্গে পুলিশের যোগ রয়েছে।"

মণীশ খুনের তদন্তে ফরেনসিক দল

তিনি আরও বলেন, "মণীশ খুনের সঙ্গে তৃণমূলের অনেকের যোগ রয়েছে। আমরাও খোঁজ রাখি।" তারপরই অর্জুন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের মোবাইলের টাওয়ার লোকেশন দেখার কথা বলেন। মণীশ খুনে ধৃত খুররমের সঙ্গে তৃণমূলের কয়েকজন প্রভাবশালী নেতার ছবি রয়েছে বলে দাবি করেন তিনি।

মণীশ শুক্লা খুনে সোমবার CID তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন । তৈরি করা হয়েছে বিশেষ তদন্তকারী দল । এই দলে CID আধিকারিকদের পাশাপাশি রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসাররাও । CCTV ফুটেজ খতিয়ে দেখে প্রথমে দুটি বাইক সনাক্ত করা হয় । এই বাইকে করেই দুষ্কৃতীরা ঘটনাস্থানে এসেছিল । সেই বাইকের সূত্র ধরে এক আততায়ীকে চিহ্নিত করা হয় । তার নাম গুলাব শেখ । ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে CID ৷গুলাব শেখ, মহম্মদ খুররামের পর CID গ্রেপ্তার করে টিটাগড়ের দাপুটে তৃণমূল নেতা নাসির খানকে ৷

ব্য়ক্তিগত আক্রোশের জেরেই মণীশকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ কয়েক বছর আগে খুররামের বাবার হত্যার পিছনে মণীশ শুক্লার নাম জড়িয়ে যায় ৷ পিতৃহত্যার প্রতিশোধ তুলতেই কী এই খুন ? বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছে তদন্তকারী দল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.