মধ্যমগ্রাম, 29 সেপ্টেম্বর : মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে বোমা ও গুলি চালানোর মূল অভিযুক্ত সহ পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ মূল অভিযুক্তকে গতকাল বারাসত আদালতে তোলা হলে বিচারক দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷ বাকিদের চারদিনের পুলিশি হেপাজতে পাঠানো হয়েছে ৷
9 সেপ্টেম্বর দলীয় কর্মীদের সঙ্গে তৃণমূল কার্যালয়ে বসেছিলেন স্থানীয় নেতা বিনোদ সিং । অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী সেখানে বোমা ও বন্দুক নিয়ে তাদের উপর হামলা চালায় ৷ তারা বিনোদকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলি বিনোদের মাথা ছুঁয়ে বেরিয়ে যায় ৷ বোমার আঘাতে জখম হন দীপক ৷ এরপরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ পরে রক্তাক্ত অবস্থায় বিনোদ ও দীপককে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ এই ঘটনায় নাম জড়ায় রাখাল নন্দীর নাম ৷
ঘটনার তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই সোমনাথ দত্ত (বাচ্চু), গণেশ ওঁরাও, প্রাণ সিং, অমিত হালদার ও বিশ্বজিৎ ভুঁইয়া নামে এক নাবালককে গ্রেপ্তার করে পুলিশ ৷ পরে জেরায় সোমনাথ জানায়, একটি খুনের মামলায় আগে থেকেই জেলে ছিল রাখাল ৷ বিনোদকে হত্যা করতে সেখানে বসেই ছক কষে সে ৷ মাসখানেক আগে জামিনে মুক্তি পায় রাখাল ৷ এরপর বাচ্চুর ডেরায় বসে তৈরি হয়েছিল হামলার ব্লুপ্রিন্ট ৷ সেইমতো হামলা চালানো হয়েছিল ৷
![TMC](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-n24-03-madhyamgram-shoot-out-arrast-mainvictim-photo-raju-10009_28092019182952_2809f_1569675592_561.jpg)
এরপর গতকাল সকালে দেগঙ্গার টাকি রোড থেকে রাখালকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তার গাড়ি থেকে পাঁচ লিটার কোডেন মিক্সচার উদ্ধার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি ৷ পরে কুনাল সরকার, সানি সিংহ ও রাখালের ছেলে বিশালকে মধ্যমগ্রাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ ৷ গণেশ হেলা নামে আরও একজনকে কলকাতার ফুলবাগান থেকে গ্রেপ্তার করা হয় ৷ এবিষয়ে উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে, একটি গাড়িতে করে তরল মাদক নিয়ে টাকি রোড ধরে যাচ্ছে রাখাল ৷ সেইমতো দেগঙ্গা থানা আগে থেকেই প্রস্তুত ছিল ৷ গাড়িটি টাকি রোডের কাছে আসতেই আটক করা হয় ৷ গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় পাঁচ লিটার কোডেন মিক্সচার ৷ গ্রেপ্তার করা হয় রাখালকে ৷ বাকি চারজনকে মধ্যমগ্রামের গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার করা হলেও রাখালকে আপাতত মাদক দ্রব্যে গ্রেপ্তার দেখানো হয়েছে ৷ পরবর্তীকালে ওই ঘটনাতে তারও নাম যোগ করা হবে ৷ সোমবার ফের রাখালকে আদালতে তুলে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাব ৷" এর ফলে, এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 10 ৷