ETV Bharat / state

মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ 5 - তৃণমূল কার্যালয়

মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ 5 ৷ এর ফলে, এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 10 ৷

অভিযুক্ত
author img

By

Published : Sep 29, 2019, 7:05 AM IST

মধ্যমগ্রাম, 29 সেপ্টেম্বর : মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে বোমা ও গুলি চালানোর মূল অভিযুক্ত সহ পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ মূল অভিযুক্তকে গতকাল বারাসত আদালতে তোলা হলে বিচারক দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷ বাকিদের চারদিনের পুলিশি হেপাজতে পাঠানো হয়েছে ৷

9 সেপ্টেম্বর দলীয় কর্মীদের সঙ্গে তৃণমূল কার্যালয়ে বসেছিলেন স্থানীয় নেতা বিনোদ সিং । অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী সেখানে বোমা ও বন্দুক নিয়ে তাদের উপর হামলা চালায় ৷ তারা বিনোদকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলি বিনোদের মাথা ছুঁয়ে বেরিয়ে যায় ৷ বোমার আঘাতে জখম হন দীপক ৷ এরপরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ পরে রক্তাক্ত অবস্থায় বিনোদ ও দীপককে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ এই ঘটনায় নাম জড়ায় রাখাল নন্দীর নাম ৷

ঘটনার তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই সোমনাথ দত্ত (বাচ্চু), গণেশ ওঁরাও, প্রাণ সিং, অমিত হালদার ও বিশ্বজিৎ ভুঁইয়া নামে এক নাবালককে গ্রেপ্তার করে পুলিশ ৷ পরে জেরায় সোমনাথ জানায়, একটি খুনের মামলায় আগে থেকেই জেলে ছিল রাখাল ৷ বিনোদকে হত্যা করতে সেখানে বসেই ছক কষে সে ৷ মাসখানেক আগে জামিনে মুক্তি পায় রাখাল ৷ এরপর বাচ্চুর ডেরায় বসে তৈরি হয়েছিল হামলার ব্লুপ্রিন্ট ৷ সেইমতো হামলা চালানো হয়েছিল ৷

TMC
মূল অভিযুক্ত রাখাল নন্দী

এরপর গতকাল সকালে দেগঙ্গার টাকি রোড থেকে রাখালকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তার গাড়ি থেকে পাঁচ লিটার কোডেন মিক্সচার উদ্ধার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি ৷ পরে কুনাল সরকার, সানি সিংহ ও রাখালের ছেলে বিশালকে মধ্যমগ্রাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ ৷ গণেশ হেলা নামে আরও একজনকে কলকাতার ফুলবাগান থেকে গ্রেপ্তার করা হয় ৷ এবিষয়ে উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে, একটি গাড়িতে করে তরল মাদক নিয়ে টাকি রোড ধরে যাচ্ছে রাখাল ৷ সেইমতো দেগঙ্গা থানা আগে থেকেই প্রস্তুত ছিল ৷ গাড়িটি টাকি রোডের কাছে আসতেই আটক করা হয় ৷ গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় পাঁচ লিটার কোডেন মিক্সচার ৷ গ্রেপ্তার করা হয় রাখালকে ৷ বাকি চারজনকে মধ্যমগ্রামের গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার করা হলেও রাখালকে আপাতত মাদক দ্রব্যে গ্রেপ্তার দেখানো হয়েছে ৷ পরবর্তীকালে ওই ঘটনাতে তারও নাম যোগ করা হবে ৷ সোমবার ফের রাখালকে আদালতে তুলে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাব ৷" এর ফলে, এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 10 ৷

মধ্যমগ্রাম, 29 সেপ্টেম্বর : মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে বোমা ও গুলি চালানোর মূল অভিযুক্ত সহ পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ মূল অভিযুক্তকে গতকাল বারাসত আদালতে তোলা হলে বিচারক দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷ বাকিদের চারদিনের পুলিশি হেপাজতে পাঠানো হয়েছে ৷

9 সেপ্টেম্বর দলীয় কর্মীদের সঙ্গে তৃণমূল কার্যালয়ে বসেছিলেন স্থানীয় নেতা বিনোদ সিং । অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী সেখানে বোমা ও বন্দুক নিয়ে তাদের উপর হামলা চালায় ৷ তারা বিনোদকে লক্ষ্য করে গুলি চালায় ৷ গুলি বিনোদের মাথা ছুঁয়ে বেরিয়ে যায় ৷ বোমার আঘাতে জখম হন দীপক ৷ এরপরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ পরে রক্তাক্ত অবস্থায় বিনোদ ও দীপককে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ এই ঘটনায় নাম জড়ায় রাখাল নন্দীর নাম ৷

ঘটনার তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই সোমনাথ দত্ত (বাচ্চু), গণেশ ওঁরাও, প্রাণ সিং, অমিত হালদার ও বিশ্বজিৎ ভুঁইয়া নামে এক নাবালককে গ্রেপ্তার করে পুলিশ ৷ পরে জেরায় সোমনাথ জানায়, একটি খুনের মামলায় আগে থেকেই জেলে ছিল রাখাল ৷ বিনোদকে হত্যা করতে সেখানে বসেই ছক কষে সে ৷ মাসখানেক আগে জামিনে মুক্তি পায় রাখাল ৷ এরপর বাচ্চুর ডেরায় বসে তৈরি হয়েছিল হামলার ব্লুপ্রিন্ট ৷ সেইমতো হামলা চালানো হয়েছিল ৷

TMC
মূল অভিযুক্ত রাখাল নন্দী

এরপর গতকাল সকালে দেগঙ্গার টাকি রোড থেকে রাখালকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তার গাড়ি থেকে পাঁচ লিটার কোডেন মিক্সচার উদ্ধার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি ৷ পরে কুনাল সরকার, সানি সিংহ ও রাখালের ছেলে বিশালকে মধ্যমগ্রাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ ৷ গণেশ হেলা নামে আরও একজনকে কলকাতার ফুলবাগান থেকে গ্রেপ্তার করা হয় ৷ এবিষয়ে উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে, একটি গাড়িতে করে তরল মাদক নিয়ে টাকি রোড ধরে যাচ্ছে রাখাল ৷ সেইমতো দেগঙ্গা থানা আগে থেকেই প্রস্তুত ছিল ৷ গাড়িটি টাকি রোডের কাছে আসতেই আটক করা হয় ৷ গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় পাঁচ লিটার কোডেন মিক্সচার ৷ গ্রেপ্তার করা হয় রাখালকে ৷ বাকি চারজনকে মধ্যমগ্রামের গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার করা হলেও রাখালকে আপাতত মাদক দ্রব্যে গ্রেপ্তার দেখানো হয়েছে ৷ পরবর্তীকালে ওই ঘটনাতে তারও নাম যোগ করা হবে ৷ সোমবার ফের রাখালকে আদালতে তুলে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাব ৷" এর ফলে, এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 10 ৷

Intro:মধ্যমগ্রামে তৃনমূল পার্টি অফিসে শ‍্যুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত রাখাল নন্দী ওরফে বিজন সহ পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ!আজ সকালে দেগঙ্গার টাকি রোড থেকে রাখালকে তরল মাদক সহ হাতেনাতে ধরা হয়!বাকি চারজনের মধ্যে রাখালের ছেলে বিশাল নন্দী, কুনাল সরকার,সানি সিংহকে মধ্যমগ্রাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়!গনেশ হেলা নামে অপর এক অভিযুক্তকে কলকাতার ফুলবাগান থেকে ধরে পুলিশ!Body:রাজু বিশ্বাস,বারাসত:-মধ্যমগ্রামে তৃনমূল পার্টি অফিসে শ‍্যুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত রাখাল নন্দী সহ পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ!পুলিশ সূত্রে জানা গেছে,আজ সকালে দেগঙ্গার টাকি রোড থেকে রাখালকে তরল মাদক সহ হাতেনাতে ধরা হয়!বাকি চারজনের মধ্যে রাখালের ছেলে বিশাল নন্দী,কুনাল সরকার ও সানি সিংহকে মধ্যমগ্রাম থানার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে!গনেশ হেলা নামে বাকি একজনকে কলকাতার ফুলবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ! এবিষয়ে উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্ব চাঁদ ঠাকুর বলেন,"গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে,একটি গাড়িতে করে তরল মাদক নিয়ে টাকি রোড ধরে যাচ্ছে রাখাল! সেইমতো দেগঙ্গা থানা আগে থেকেই প্রস্তুত ছিল!গাড়িটি দেগঙ্গা থানার টাকি রোডের কাছে আসতেই আটক করা হয়!গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় প্রায় ৫ লিটার কোডেন মিক্সচার!গাড়িটি আটক করার পাশাপাশি রাখাল নন্দীকেও গ্রেপ্তার করা হয়েছে! তিনি আরও বলেন,"বাকি চারজনকে মধ্যমগ্রামের শ‍্যুট আউটের ঘটনায় গ্রেপ্তার করা হলেও রাখালকে আপাতত মাদক দ্রব্যে গ্রেপ্তার দেখানো হয়েছে! পরবর্তীকালে ওই ঘটনাতেও তাঁর নাম যুক্ত করা হবে!সোমবার ফের ধৃত রাখালকে আদালতে তুলে আমরা নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাব"! এদিকে,আজ দুপুরে ধৃত রাখালকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তার ২দিনের জেল হেফাজতের নির্দেশ দেন! অপরদিকে,বাকি ধৃত চারজনকে ৪ দিনের পুলিশি হেফাজতের আদেশ দেয় আদালত! প্রসঙ্গত,৯ সেপ্টেম্বর মধ্যমগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কদমতলা বাজারে তৃনমূল পার্টি অফিসে বোমা ও গুলি নিয়ে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী!সে সময় পার্টি অফিসে কয়েকজন কর্মীর সাথে বসেছিলেন তৃনমূলের যুব নেতা বিনোদ সিং! তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ!বোমাও ছোঁড়া হয় কয়েকটি!গুলি বিনোদের মাথা ছুঁয়ে বেরিয়ে যায়!বোমার স্প্রিন্টার লেগে আহত হন দীপক বসু নামে আরও এক তৃনমূল কর্মী!দু-জনকেই গুরুতর আহত অবস্থায় বারাসত যশোর রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়!ঘটনার পিছনে রাখাল ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে! পুলিশ তদন্তে নেমে জানতে পারে হামলার পিছনে সিন্ডিকেটের দৌরাত্ম্য ও এলাকার দখলদারি রয়েছে! পুরনো সাম্রাজ্য ফিরে পেতেই রাখালের নিদের্শে দুষ্কৃতীরা এই হামলা চালায়!ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সোমনাথ দত্ত,গনেশ ওঁরাও, প্রান সিং,অমিত হালদার, ও বিশ্বজিৎ ভুঁইয়া নামে এক নাবালককে গ্রেপ্তার করে পুলিশ!তবে, মূল অভিযুক্ত রাখাল নন্দী ওরফে বিজন এতদিন অধরাই ছিল পুলিশের থেকে!ঘটনার প্রায় ১৯ দিনের মাথায় শেষে রাখালকে গ্রেপ্তার করতে সমর্থ হল পুলিশের তদন্তকারী দল!এই নিয়ে মধ্যমগ্রামে শ‍্যুট আউটের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১০!Conclusion:হামলার ঘটনায় এর আগে সোমনাথ দত্ত, গনেশ ওঁরাও,অমিত হালদার, প্রান সিং ও বিশ্বজিৎ ভুঁইয়া নামে এক নাবালক গ্রেপ্তার করা হয়েছিল!তবে, মূল অভিযুক্ত রাখাল নন্দী ওরফে বিজন অধরাই ছিল পুলিশের থেকে! ঘটনার ১৯ দিনের মাথায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সমর্থ হল পুলিশের তদন্তকারী দল!ঘটনায় গ্রেপ্তার বেড়ে দাঁড়াল ১০!
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.