ETV Bharat / state

বনগাঁর আস্থাভোটে অংশ নিতে না পারা দু'ই BJP কাউন্সিলর ক্রিমিনাল : ফিরহাদ - TMc

বিধায়কের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিম । তৃণমূল ত্যাগ করে সদ্য় BJP-তে যোগ দিয়েছেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস । আজ তিনি বনগাঁ পৌরসভার সামনে উপস্থিত থেকে বিক্ষোভে সামিল হন । এই প্রসঙ্গে তিনি বলেন, "একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে বিশ্বজিৎ দাস BJP-র বিধায়ক । উনি সত্য়ি করে কোন দলের বিধায়ক ? নৈতিক অধিকার কী করে হল BJP-র বিধায়ক বলা ? তিনি কি বিধানসভায় পদত্যাগ দিয়েছেন ?"

ফিরহাদ
author img

By

Published : Jul 16, 2019, 11:02 PM IST

Updated : Jul 17, 2019, 12:01 AM IST

বনগাঁ, 16 জুলাই : বনগাঁর আস্থাভোটে অংশ নিতে না পারা দুই BJP কাউন্সিলরকে ক্রিমিনাল বলে আক্রমণ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের । তিনি বলেন, "ক্রিমিনালগুলো ঠিক সময় সেখানে ঢোকেনি । আবার বলছে পুলিশ ঢুকতে দেয়নি । পুলিশ যদি না ঢুকতে দেয় তাহলে তো ওঁদের গ্রেপ্তার করবে । পুলিশতো তাঁদের গ্রেপ্তার করেনি । হাইকোর্ট রক্ষাকবচ দিয়েছে । আর তাঁরা বলছে ঢুকতেই দেয়নি । সবকিছুর একটা নিয়ম আছে ।"

অন্যদিকে, বিধায়কের ভূমিকা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিম । তৃণমূল ত্যাগ করে সদ্য BJP-তে যোগ দিয়েছেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস । আজ তিনি বনগাঁ পৌরসভার সামনে উপস্থিত থেকে বিক্ষোভে সামিল হন । এই প্রসঙ্গে তিনি বলেন, "একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে বিশ্বজিৎ দাস BJP-র বিধায়ক । উনি সত্য়ি করে কোন দলের বিধায়ক ? নৈতিক অধিকার কী করে হল BJP-র বিধায়ক বলা ? তিনি কি বিধানসভায় পদত্যাগ দিয়েছেন ?"

ফিরহাদ হাকিমের বক্তব্য

আজ বনগাঁ পৌরসভার আস্থাভোটকে ঘিরে ধুন্ধুমার বাধে । পৌরসভা চত্বরে বোমাবাজি শুরু হয় । ঘটনায় জখম হয় দুই জন । বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে । কাঁদানে গ্যাসের শেল ফাটায় । ঘটনায় জখম হয় বনগাঁর SDPO অশেষ ঘোষ দস্তিদার । বেলা 3টে 15 নাগাদ বনগাঁ পৌরসভার পৌরপ্রধান শংকর আঢ্য 9 জন তৃণমূল কাউন্সিলরসহ বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, তাঁরা জিতে গেছেন । আস্থাভোটে BJP-র কোনও কাউন্সিলর উপস্থিত ছিলেন না । অন্য কাউন্সিলররা জানান, তাঁরা শংকর আঢ্যকে চেয়ারম্যান হিসেবে সমর্থন করছেন । এর ঠিক কিছুক্ষণ পর BJP-র পক্ষ থেকে পালটা দাবি করা হয় তৃণমূলের কোনও কাউন্সিলর উপস্থিত ছিলেন না । তাঁদের 11 জন কাউন্সিলরই আস্থা ভোটে অংশগ্রহণ করেন । তাঁরা জিতে গেছেন । পাশাপাশি BJP-র তরফ থেকে অভিযোগ করা হয়, তাঁদের দুই কাউন্সিলরকে আস্থা ভোটে অংশ নিতে বাঁধা দিয়েছে পুলিশ । এরপরই BJP-র করা অভিযোগ উড়িয়ে দেন ফিরহাদ হাকিম ।

বনগাঁ, 16 জুলাই : বনগাঁর আস্থাভোটে অংশ নিতে না পারা দুই BJP কাউন্সিলরকে ক্রিমিনাল বলে আক্রমণ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের । তিনি বলেন, "ক্রিমিনালগুলো ঠিক সময় সেখানে ঢোকেনি । আবার বলছে পুলিশ ঢুকতে দেয়নি । পুলিশ যদি না ঢুকতে দেয় তাহলে তো ওঁদের গ্রেপ্তার করবে । পুলিশতো তাঁদের গ্রেপ্তার করেনি । হাইকোর্ট রক্ষাকবচ দিয়েছে । আর তাঁরা বলছে ঢুকতেই দেয়নি । সবকিছুর একটা নিয়ম আছে ।"

অন্যদিকে, বিধায়কের ভূমিকা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিম । তৃণমূল ত্যাগ করে সদ্য BJP-তে যোগ দিয়েছেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস । আজ তিনি বনগাঁ পৌরসভার সামনে উপস্থিত থেকে বিক্ষোভে সামিল হন । এই প্রসঙ্গে তিনি বলেন, "একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে বিশ্বজিৎ দাস BJP-র বিধায়ক । উনি সত্য়ি করে কোন দলের বিধায়ক ? নৈতিক অধিকার কী করে হল BJP-র বিধায়ক বলা ? তিনি কি বিধানসভায় পদত্যাগ দিয়েছেন ?"

ফিরহাদ হাকিমের বক্তব্য

আজ বনগাঁ পৌরসভার আস্থাভোটকে ঘিরে ধুন্ধুমার বাধে । পৌরসভা চত্বরে বোমাবাজি শুরু হয় । ঘটনায় জখম হয় দুই জন । বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে । কাঁদানে গ্যাসের শেল ফাটায় । ঘটনায় জখম হয় বনগাঁর SDPO অশেষ ঘোষ দস্তিদার । বেলা 3টে 15 নাগাদ বনগাঁ পৌরসভার পৌরপ্রধান শংকর আঢ্য 9 জন তৃণমূল কাউন্সিলরসহ বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, তাঁরা জিতে গেছেন । আস্থাভোটে BJP-র কোনও কাউন্সিলর উপস্থিত ছিলেন না । অন্য কাউন্সিলররা জানান, তাঁরা শংকর আঢ্যকে চেয়ারম্যান হিসেবে সমর্থন করছেন । এর ঠিক কিছুক্ষণ পর BJP-র পক্ষ থেকে পালটা দাবি করা হয় তৃণমূলের কোনও কাউন্সিলর উপস্থিত ছিলেন না । তাঁদের 11 জন কাউন্সিলরই আস্থা ভোটে অংশগ্রহণ করেন । তাঁরা জিতে গেছেন । পাশাপাশি BJP-র তরফ থেকে অভিযোগ করা হয়, তাঁদের দুই কাউন্সিলরকে আস্থা ভোটে অংশ নিতে বাঁধা দিয়েছে পুলিশ । এরপরই BJP-র করা অভিযোগ উড়িয়ে দেন ফিরহাদ হাকিম ।

Intro:

বনগাঁর আস্থা ভোটে অংশ নিতে না পারা দুই বিজেপি কাউন্সিলরকে ক্রিমিনাল আখ‍্যা ফিরহাদের

কলকাতা, ১৬ জুলাই: বনগাঁ পৌরসভার আস্থা ভোটে অংশ নিতে না পারা দুই বিজেপি কাউন্সিলরকে ক্রিমিনাল বলে আখ্যা দিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে তিনি বলেন, 'ক্রিমিনাল গুলো ঠিক সময়ে সেখানে ঢোকেনি । এবার বলছে পুলিশ ঢুকতে দেয়নি। পুলিশ যদি না ঢুকতে দেয় তাহলে তো ক্রিমিনাল গুলোকে অ্যারেস্ট করবে। পুলিশ তো অ্যারেস্ট করেনি তাঁদের। হাইকোর্ট রক্ষাকবচ দিয়েছে। তাঁরা বলছে ঢুকাতেই দেয়নি। সব কিছুর একটা নিয়ম রয়েছে।'


Body:


বনগাঁ পুরসভার আস্থা ভোটকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধুন্ধুমার বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় লাঠিচার্জ করে পুলিশ। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, তাঁদের দুই কাউন্সিলরকে আস্থা ভোটে অংশ নিতে বাঁধা দিয়েছে পুলিশ । ফিরহাদ হাকিম এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, 'পুলিশের বাধা দেওয়ার কারণ নেই। বাধা দেবে কেনও, পুলিশ তো ক্রিমিনাল গুলোকে গ্রেপ্তার করবে।' প্রসঙ্গত, তৃণমূল ত‍্যাগী, সদ‍্য বিজেপিতে যাওয়া বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস আজ বনগাঁ পুরসভার সামনে উপস্থিত থেকে বিক্ষোভে সামিল হয়েছিলেন। সদ‍্য দল ত‍্যাগি বিধায়কের ভূমিকা নিয়েও
ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিম। তিনি প্রশ্ন তোলেন, বিশ্বজিৎ দাস কোন দলের বিধায়ক ? একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে বিজেপির বিধায়ক । নৈতিক অধিকার কি করে হল বিজেপির বিধায়ক বলা ? তিনি কি রেজিগনেশন দিয়েছেন বিধানসভায় ? Conclusion:
Last Updated : Jul 17, 2019, 12:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.