ETV Bharat / state

Naushad Siddiqui: 'পাপ বাপকেও ছাড়ে না', ফিরহাদকে নিশানা নওশাদের

Naushad Siddiqui Slams Firhad Hakim on Municipality Recruitment Scam: তাঁর গ্রেফতারির সময় ফিরহাদ হাকিম নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে হাওয়ালায় যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন ৷ পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশিতে, এবার সেই অভিযোগের জবাব দিলেন ভাঙড়ের বিধায়ক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 8:27 PM IST

ETV BHARAT
ETV BHARAT
সিবিআই অভিযান নিয়ে ফিরহাদ হাকিমকে নিশানা নওশাদ সিদ্দিকীর

বারাসত, 8 অক্টোবর: পাপের ফল পাচ্ছেন করছেন ফিরহাদ হাকিম ! অন্তত তেমনটাই মত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ৷ ফিরহাদের চেতলার বাড়িতে প্রায় সাড়ে 9 ঘণ্টার সিবিআই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব নিয়ে এমনটাই বললেন তিনি ৷ নওশাদের কথায়, ‘‘পাপ কখনও বাপকেও ছাড়ে না ৷ ফিরহাদ হাকিমের সেটা বোঝা উচিত ছিল ৷’’

উল্লেখ্য, ধর্মতলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিক্ষোভ থেকে তাঁদের একমাত্র বিধায়ক নওশাদকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ ৷ দীর্ঘদিন জেলে ছিলেন তিনি ৷ সেই সময় ফিরহাদ ভাঙড়ের বিধায়ককে নিশানা করে একাধিক অভিযোগ তুলেছিলেন ৷ রাজ্যে পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় রবিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মেয়রের বাড়িতে সিবিআই হানা দিতেই পালটা নিশানা করলেন নওশাদ ৷ ফিরহাদ হাকিমকে তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগের কথা মনে করিয়ে দিলেন তিনি ৷

ফুরফুরা শরিফ থেকে এ নিয়ে একটি ভিডিয়ো বার্তায় নওশাদ সিদ্দিকী বলেন, "আমি যখন জেলে ছিলাম ৷ আমাকে যখন অনৈতিকভাবে আটকে রাখা হয়েছিল ৷ তখন ফিরহাদ হাকিম পেপারের কাটিং দেখিয়ে সংবাদমাধ্যমে অভিযোগ করেন, আমি নাকি হাওয়ালা-সহ বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত ৷ তাঁর তোলা এই অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা, তা আমি জেল থেকে মুক্তি পাওয়ার পর বুঝে গিয়েছিল বাংলার মানুষ ৷ তাই আমি আজকের দিনে পুরমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই, কারও বিরুদ্ধে কিছু না-জেনে কোনও অভিযোগ করা ঠিক নয় ৷ তাতে সেই ব্যক্তি কতটা অসম্মানিত হয়, তা এ দিন সিবিআই তল্লাশির পর নিশ্চই ফিরহাদ হাকিম বুঝতে পারবেন ৷"

আরও পড়ুন: 'দুর্নীতি প্রমাণ হলে গঙ্গায় ঝাঁপ দেব', সিবিআই যেতেই চ্যালেঞ্জ ছুঁড়লেন মদন

তবে, পৌরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি-র তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন ভাঙড়ের বিধায়ক ৷ তাঁর অভিযোগ, "হাইকোর্টের নির্দেশের পরেও এই মামলার তদন্ত ধীরগতিতে চলছে ৷ আমরা চাই, তদন্তে আরও গতি আনুক সিবিআই ও ইডি ৷ প্রকৃত মাথাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হোক ৷ বেআইনিভাবে পাওয়া চাকরি বাতিল করে যোগ্য প্রার্থীদের তা ফিরিয়ে দেওয়া হোক ৷ সেই দাবিও করছি আমরা ৷"

তিনি বেশ কিছু প্রশ্নও এ দিন তুলেছেন ৷ পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত প্রক্রিয়া কবে শেষ হবে ? তদন্তের নামে আইওয়াশ হচ্ছে না তো ? এমনই সব প্রশ্ন তুলে সিবিআই এবং ইডির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন নওশাদ সিদ্দিকী ৷

সিবিআই অভিযান নিয়ে ফিরহাদ হাকিমকে নিশানা নওশাদ সিদ্দিকীর

বারাসত, 8 অক্টোবর: পাপের ফল পাচ্ছেন করছেন ফিরহাদ হাকিম ! অন্তত তেমনটাই মত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ৷ ফিরহাদের চেতলার বাড়িতে প্রায় সাড়ে 9 ঘণ্টার সিবিআই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব নিয়ে এমনটাই বললেন তিনি ৷ নওশাদের কথায়, ‘‘পাপ কখনও বাপকেও ছাড়ে না ৷ ফিরহাদ হাকিমের সেটা বোঝা উচিত ছিল ৷’’

উল্লেখ্য, ধর্মতলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিক্ষোভ থেকে তাঁদের একমাত্র বিধায়ক নওশাদকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ ৷ দীর্ঘদিন জেলে ছিলেন তিনি ৷ সেই সময় ফিরহাদ ভাঙড়ের বিধায়ককে নিশানা করে একাধিক অভিযোগ তুলেছিলেন ৷ রাজ্যে পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় রবিবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মেয়রের বাড়িতে সিবিআই হানা দিতেই পালটা নিশানা করলেন নওশাদ ৷ ফিরহাদ হাকিমকে তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগের কথা মনে করিয়ে দিলেন তিনি ৷

ফুরফুরা শরিফ থেকে এ নিয়ে একটি ভিডিয়ো বার্তায় নওশাদ সিদ্দিকী বলেন, "আমি যখন জেলে ছিলাম ৷ আমাকে যখন অনৈতিকভাবে আটকে রাখা হয়েছিল ৷ তখন ফিরহাদ হাকিম পেপারের কাটিং দেখিয়ে সংবাদমাধ্যমে অভিযোগ করেন, আমি নাকি হাওয়ালা-সহ বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যুক্ত ৷ তাঁর তোলা এই অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা, তা আমি জেল থেকে মুক্তি পাওয়ার পর বুঝে গিয়েছিল বাংলার মানুষ ৷ তাই আমি আজকের দিনে পুরমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই, কারও বিরুদ্ধে কিছু না-জেনে কোনও অভিযোগ করা ঠিক নয় ৷ তাতে সেই ব্যক্তি কতটা অসম্মানিত হয়, তা এ দিন সিবিআই তল্লাশির পর নিশ্চই ফিরহাদ হাকিম বুঝতে পারবেন ৷"

আরও পড়ুন: 'দুর্নীতি প্রমাণ হলে গঙ্গায় ঝাঁপ দেব', সিবিআই যেতেই চ্যালেঞ্জ ছুঁড়লেন মদন

তবে, পৌরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি-র তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন ভাঙড়ের বিধায়ক ৷ তাঁর অভিযোগ, "হাইকোর্টের নির্দেশের পরেও এই মামলার তদন্ত ধীরগতিতে চলছে ৷ আমরা চাই, তদন্তে আরও গতি আনুক সিবিআই ও ইডি ৷ প্রকৃত মাথাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হোক ৷ বেআইনিভাবে পাওয়া চাকরি বাতিল করে যোগ্য প্রার্থীদের তা ফিরিয়ে দেওয়া হোক ৷ সেই দাবিও করছি আমরা ৷"

তিনি বেশ কিছু প্রশ্নও এ দিন তুলেছেন ৷ পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত প্রক্রিয়া কবে শেষ হবে ? তদন্তের নামে আইওয়াশ হচ্ছে না তো ? এমনই সব প্রশ্ন তুলে সিবিআই এবং ইডির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন নওশাদ সিদ্দিকী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.