ETV Bharat / state

Firearms Recovered from College: কলেজে হিসাবরক্ষকের আলমারি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

author img

By

Published : Jul 10, 2022, 3:07 PM IST

নথি খুঁজতে গিয়ে কলেজের আলমারি থেকে বেরোলো আগ্নেয়াস্ত্র ও কার্তুজ(Firearms Recovered from College)৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে ৷

Nahata Jogendra Nath Mondal Smriti Mahavidyalaya
কলেজে হিসাবরক্ষকের আলমারি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

গোপালনগর, 10 জুলাই: বিভিন্ন নথি খুঁজতে গিয়ে কলেজের হিসাবরক্ষকের আলমারি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ(Firearms recovered from an almirah of accountant in college)৷ উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

পুলিশ জানিয়েছে, ওই আলমারি থেকে একটি দেশীয় মডেলের পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে । কলেজ কর্তৃপক্ষের তরফে অধ্যক্ষ ডঃ অর্ণব ঘোষ বলেন, "ওই আলমারিটি কলেজের হিসাবরক্ষক রণপতি রায়ের ৷ উনি এর আগে আমাকে ধারালো অস্ত্র নিয়ে কোপাতে গিয়ে গ্রেফতার হন । তখন তাকে বহিষ্কার করা হয়েছিল । তারপর থেকে প্রায় তিন মাস হয়ে গেল কলেজে আসেন না তিনি ।"

আরও পড়ুন : জামুড়িয়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাইবার ক্যাফেতে লুঠ দুষ্কৃতীদের
কলেজ সূত্রে জানা গিয়েছে, ইউজিসির বরাদ্দ টাকার হিসাব নিতে কলেজে বিভিন্ন জায়গার নথি খতিয়ে দেখা হচ্ছে । সেই মত শনিবার অধ্যক্ষের অনুমতিতে হিসাবরক্ষকের অধীনে থাকা আলমারিটি খুলে নথি খোঁজার কাজ করছিলেন কলেজের অন্যান্য কর্মীরা ৷ সেই সময় আলমারির নিচের তাকে আগ্নেয়াস্ত্র দেখতে পান তাঁরা । খবর দেওয়া হয় গোপালনগর থানায় । এরপর পুলিশ এসে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে ।

কলেজে হিসাবরক্ষকের আলমারি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় কলেজ অধ্যক্ষের বক্তব্য

পরবর্তীতে রণপতি বায়ের নামে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করার পর অধ্যক্ষ বলেন, "আমার উপর আক্রমণের পর আর রণপতি কলেজে আসেননি । এতদিন ওই আলমারিও কেউ খোলেনি । অতএব এটা যে ওনারই কাজ সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷"

তবে কলেজের মধ্যে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এল । কে, কী উদ্দেশ্যে তা রেখেছিল সবদিক খতিয়ে দেখছে পুলিশ । যদিও ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ অভিযুক্তের খোঁজ চলছে ৷

আরও পড়ুন : অনুপ্রবেশের অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 12

গোপালনগর, 10 জুলাই: বিভিন্ন নথি খুঁজতে গিয়ে কলেজের হিসাবরক্ষকের আলমারি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ(Firearms recovered from an almirah of accountant in college)৷ উত্তর 24 পরগনার গোপালনগর থানা এলাকার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

পুলিশ জানিয়েছে, ওই আলমারি থেকে একটি দেশীয় মডেলের পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে । কলেজ কর্তৃপক্ষের তরফে অধ্যক্ষ ডঃ অর্ণব ঘোষ বলেন, "ওই আলমারিটি কলেজের হিসাবরক্ষক রণপতি রায়ের ৷ উনি এর আগে আমাকে ধারালো অস্ত্র নিয়ে কোপাতে গিয়ে গ্রেফতার হন । তখন তাকে বহিষ্কার করা হয়েছিল । তারপর থেকে প্রায় তিন মাস হয়ে গেল কলেজে আসেন না তিনি ।"

আরও পড়ুন : জামুড়িয়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাইবার ক্যাফেতে লুঠ দুষ্কৃতীদের
কলেজ সূত্রে জানা গিয়েছে, ইউজিসির বরাদ্দ টাকার হিসাব নিতে কলেজে বিভিন্ন জায়গার নথি খতিয়ে দেখা হচ্ছে । সেই মত শনিবার অধ্যক্ষের অনুমতিতে হিসাবরক্ষকের অধীনে থাকা আলমারিটি খুলে নথি খোঁজার কাজ করছিলেন কলেজের অন্যান্য কর্মীরা ৷ সেই সময় আলমারির নিচের তাকে আগ্নেয়াস্ত্র দেখতে পান তাঁরা । খবর দেওয়া হয় গোপালনগর থানায় । এরপর পুলিশ এসে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে ।

কলেজে হিসাবরক্ষকের আলমারি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় কলেজ অধ্যক্ষের বক্তব্য

পরবর্তীতে রণপতি বায়ের নামে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করার পর অধ্যক্ষ বলেন, "আমার উপর আক্রমণের পর আর রণপতি কলেজে আসেননি । এতদিন ওই আলমারিও কেউ খোলেনি । অতএব এটা যে ওনারই কাজ সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷"

তবে কলেজের মধ্যে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এল । কে, কী উদ্দেশ্যে তা রেখেছিল সবদিক খতিয়ে দেখছে পুলিশ । যদিও ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ অভিযুক্তের খোঁজ চলছে ৷

আরও পড়ুন : অনুপ্রবেশের অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 12

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.