ETV Bharat / state

ডায়মন্ড হারবারের স্কুলে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা - Fire breaks out at a school

সপ্তগ্রাম কিশলয় মিশন হাইস্কুলে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ৷ তবে কোনও হতাহতের খবর নেই ৷

আগুনে পুড়ে ছাই স্কুলের একাংশ
আগুনে পুড়ে ছাই স্কুলের একাংশ
author img

By

Published : Mar 18, 2021, 8:21 AM IST

Updated : Mar 18, 2021, 8:35 AM IST

ডায়মন্ড হারবার, 18 মার্চ : দক্ষিণ 24 পরগনার সংগ্রামপুর স্টেশন লাগোয়া একটি স্কুলে আগুন ৷ গতকাল রাত 10টা নাগাদ সপ্তগ্রাম কিশলয় মিশন হাইস্কুলের চতুর্থ তলার শ্রেণিকক্ষে আগুন লাগে ৷ আগুন দেখতে পেয়ে গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেয় ৷ ঘটনাস্থানে আসে দমকলের দু'টি ইঞ্জিন ৷ প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

সংগ্রামপুর স্টেশন সংলগ্ন সপ্তগ্রাম কিশলয় মিশন হাইস্কুল ৷ স্থানীয় সূত্রের খবর, গতকাল রাত দশটা নাগাদ স্কুলের চতুর্থ তলাতে শ্রেণিকক্ষে হঠাৎ করে আগুন লাগে ৷ এই আগুন চোখে পড়ে স্থানীয়দের । এরপরেই পুলিশ ও দমকলে খবর দেওয়া হয় ৷ দমকল আসার আগে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে ৷ পরে ঘটনাস্থানে আসে দমকলের 2টি ইঞ্জিন ৷ প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷ পুড়ে ছাই হয়ে যায় স্কুলের একাংশ ৷

আরও পড়ুন : 3 সন্তান সহ এক মহিলার রহস্য়মৃত্যু পাথর প্রতিমায়

পুলিশের প্রাথমিক অনুমান , শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে ৷ ঘটনার তদন্তে নেমেছে উস্থি থানার পুলিশ ৷

ডায়মন্ড হারবার, 18 মার্চ : দক্ষিণ 24 পরগনার সংগ্রামপুর স্টেশন লাগোয়া একটি স্কুলে আগুন ৷ গতকাল রাত 10টা নাগাদ সপ্তগ্রাম কিশলয় মিশন হাইস্কুলের চতুর্থ তলার শ্রেণিকক্ষে আগুন লাগে ৷ আগুন দেখতে পেয়ে গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেয় ৷ ঘটনাস্থানে আসে দমকলের দু'টি ইঞ্জিন ৷ প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

সংগ্রামপুর স্টেশন সংলগ্ন সপ্তগ্রাম কিশলয় মিশন হাইস্কুল ৷ স্থানীয় সূত্রের খবর, গতকাল রাত দশটা নাগাদ স্কুলের চতুর্থ তলাতে শ্রেণিকক্ষে হঠাৎ করে আগুন লাগে ৷ এই আগুন চোখে পড়ে স্থানীয়দের । এরপরেই পুলিশ ও দমকলে খবর দেওয়া হয় ৷ দমকল আসার আগে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে ৷ পরে ঘটনাস্থানে আসে দমকলের 2টি ইঞ্জিন ৷ প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷ পুড়ে ছাই হয়ে যায় স্কুলের একাংশ ৷

আরও পড়ুন : 3 সন্তান সহ এক মহিলার রহস্য়মৃত্যু পাথর প্রতিমায়

পুলিশের প্রাথমিক অনুমান , শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে ৷ ঘটনার তদন্তে নেমেছে উস্থি থানার পুলিশ ৷

Last Updated : Mar 18, 2021, 8:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.