ETV Bharat / state

বাড়িতে আগুন, আহত কলকাতা পুলিশের ASI ও তাঁর স্ত্রী - আগুন

মধ্যমগ্রাম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে দেশবন্ধু রোডে ASI মধুসূদন দত্তের বাড়ি ৷ মুচিপাড়া থানায় তাঁর পোস্টিং ৷ গতরাতে স্ত্রী শান্তি দত্তের সঙ্গে বাড়িতেই ছিলেন ৷ ছেলে কাজের সূত্রে বাইরে ছিল ৷ সন্ধ্যা সাতটা নাগাদ বাড়িতে আগুন লাগে বলে জানান স্থানীয়রা ৷

বাড়িতে আগুন
বাড়িতে আগুন
author img

By

Published : Dec 10, 2019, 8:51 AM IST

Updated : Dec 10, 2019, 11:02 AM IST

মধ্যমগ্রাম, 10 ডিসেম্বর : বাড়িতে আগুন লেগে গুরুতর আহত হলেন কলকাতা পুলিশের এক ASI ও তাঁর স্ত্রী ৷ দু'জনকেই আর জি কর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ আগুন লাগার কারণ জানা যায়নি ৷ তদন্ত শুরু করেছে দমকল ও মধ্যমগ্রাম থানার পুলিশ ৷

মধ্যমগ্রাম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে দেশবন্ধু রোডে ASI মধুসূদন দত্তের বাড়ি ৷ মুচিপাড়া থানায় তাঁর পোস্টিং ৷ গতরাতে স্ত্রী শান্তি দত্তের সঙ্গে বাড়িতেই ছিলেন ৷ ছেলে কাজের সূত্রে বাইরে ছিল ৷ সন্ধ্যা সাতটা নাগাদ বাড়িতে আগুন লাগে বলে জানান স্থানীয়রা ৷ বাড়ির প্রধান দরজায় তালা থাকায় বাইরে বের হতে পারেননি মধুসূদন ও তাঁর স্ত্রী ৷ ঘরের মধ্যেই ছোটাছুটি করতে থাকেন দু'জনে ৷ ঘটনায় গুরুতর আহত হন তাঁরা ৷

ঘরের মধ্যে কেরোসিন লাগায় আগুন দ্রুত ছড়িয়ে যায় ৷ ঘটনাস্থানে উপস্থিত স্থানীয় কাউন্সিলর ৷

খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায় ৷ ঘটনাস্থানে যায় মধ্যমগ্রাম ও বারাসত থেকে দমকলের দু'টি ইঞ্জিন ৷ তালা ভেঙে উদ্ধার করা হয় মধুসূদন ও তাঁর স্ত্রীকে ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ স্থানীয় কাউন্সিলর আত্রেয়ী গুহ বলেন, "শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে ৷ গুরুতর জখম হয়েছেন শান্তি দত্ত ৷ তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন তাঁর স্বামীও ৷"

মধ্যমগ্রাম, 10 ডিসেম্বর : বাড়িতে আগুন লেগে গুরুতর আহত হলেন কলকাতা পুলিশের এক ASI ও তাঁর স্ত্রী ৷ দু'জনকেই আর জি কর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ আগুন লাগার কারণ জানা যায়নি ৷ তদন্ত শুরু করেছে দমকল ও মধ্যমগ্রাম থানার পুলিশ ৷

মধ্যমগ্রাম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে দেশবন্ধু রোডে ASI মধুসূদন দত্তের বাড়ি ৷ মুচিপাড়া থানায় তাঁর পোস্টিং ৷ গতরাতে স্ত্রী শান্তি দত্তের সঙ্গে বাড়িতেই ছিলেন ৷ ছেলে কাজের সূত্রে বাইরে ছিল ৷ সন্ধ্যা সাতটা নাগাদ বাড়িতে আগুন লাগে বলে জানান স্থানীয়রা ৷ বাড়ির প্রধান দরজায় তালা থাকায় বাইরে বের হতে পারেননি মধুসূদন ও তাঁর স্ত্রী ৷ ঘরের মধ্যেই ছোটাছুটি করতে থাকেন দু'জনে ৷ ঘটনায় গুরুতর আহত হন তাঁরা ৷

ঘরের মধ্যে কেরোসিন লাগায় আগুন দ্রুত ছড়িয়ে যায় ৷ ঘটনাস্থানে উপস্থিত স্থানীয় কাউন্সিলর ৷

খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায় ৷ ঘটনাস্থানে যায় মধ্যমগ্রাম ও বারাসত থেকে দমকলের দু'টি ইঞ্জিন ৷ তালা ভেঙে উদ্ধার করা হয় মধুসূদন ও তাঁর স্ত্রীকে ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ স্থানীয় কাউন্সিলর আত্রেয়ী গুহ বলেন, "শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে ৷ গুরুতর জখম হয়েছেন শান্তি দত্ত ৷ তাঁকে বাঁচাতে গিয়ে জখম হন তাঁর স্বামীও ৷"

Intro:আগুন লেগে ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হলেন কলকাতা পুলিশের এএসআই মধুসূদন দত্ত(৪৮) ও তার স্তী শান্তি দত্ত(৪২)। তাদের দু'জনকেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে কলকাতার আরজিকর হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু রোডে। আগুন লাগার সঠিক কারণ জানা গেলেও তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও মধ্যমগ্রাম থানার পুলিশ।Body:রাজু বিশ্বাস,বারাসতঃ- আগুন লেগে ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হলেন কলকাতা পুলিশের এএসআই মধুসূদন দত্ত(৫৮) ও তার স্ত্রী শান্তি দত্ত(৪২)। গুরুতর আহত অবস্থায় দু'জনকেই ভর্তি করা হয়েছে কলকাতার আরজিকর হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু রোডে। দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও আগুনের লেলিহান শিখার হাত থেকে রক্ষা পায়নি ঘরের বেশিরভাগ জিনিসপত্রই।ঠিক কিভাবে ওই পুলিশ কর্তার বাড়িতে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল ও মধ্যমগ্রাম থানার পুলিশ।

দেশবন্ধু রোডের ফ্রেন্ডস এসোসিয়েশন সংলগ্ন এলাকায় বাড়ি কলকাতা পুলিশের এএসআই মধুসূদন দত্তের।মুচিপাড়া থানায় কর্মরত তিনি। এদিন রাতে ওই দম্পতি ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না।দম্পতির ছেলে কৃষ্ণ প্রসাদ দত্ত কাজের সুত্রে এদিন বিকেলে বাইরে বেরিয়েছিলেন।সন্ধ্যার কিছু পরে অফিস থেকে বাড়িতে ফিরেছেন মধুসূদন দত্ত।ঐ সময় তার স্ত্রী শান্তি দত্ত রান্নাঘরে ছিলেন।স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন রাত সাতটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় পুলিশ কর্মীর বাড়িতে।কিভাবে আগুন লাগল তার সঠিক কারন জানা না গেলেও দত্ত দম্পতির ঘরে কেরোসিনের জার মজুত থাকায় আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে।আগুনের হাত থেকে রক্ষা পাননি দত্ত দম্পতি।তাদের সারা শরীরে আগুন ধরে যায়।বাড়ির মুল গেটে তালা লাগানো থাকায় অগ্নিদগ্ধ দত্ত দম্পতি ঘরের মধ্যেই ছোটাছুটি করতে থাকেন।ঘরের ভিতর থেকেই তারা চিৎকার করতে থাকেন বাঁচাও বাঁচাও বলে।কিন্তু, গ্রিলে তালা থাকার ফলে অগ্নিদগ্ধ দুজনের কেউই তালা খুলতে পারেননি।তার ফলে বিধ্বংসী আগুনে শরীরের বেশির ভাগ অংশই ঝলসে যায় দম্পতির।এদিকে,দম্পতির চিতকারে প্রতিবেশীরা ছুটে আসেন।খবর পেয়ে চলে আসেন পুলিশ কর্মীর প্রতিবেশী ভাইও।তারাই খবর দেন মধ্যগ্রাম থানার পুলিশের কাছে।পুলিশের কাছ থেকে খবর পেয়ে মধ্যমগ্রাম এবং বারাসত থেকে দুটি ইঞ্জিন চলে আসে।দমকল কর্মীরাই তালা ভেঙে অগ্নিদগ্ধ ওই দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেই সঙ্গে তাদের ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে,আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে ঘরের বেশিরভাগ জিনিসপত্রই।

অন্যদিকে,ঘটনার কথা জানতে পেরে কিছুক্ষণের মধ্যেই বাড়ির দিকে ছুটে আসেন দম্পতির ছেলে কৃষ্ণ প্রসাদ দত্ত।তিনি বলেন," আমি ঘরের সামনে আসতেই শুনতে পাই বাবা আমায় বলছেন তালা খুলতে।কিন্তু চাবি ঘরের ভেতরে থাকায় তালা খোলা সম্ভব হয়নি। আগুনে বাবা,মা দুজনেই গুরুতর জখম হয়েছেন"।স্থানীয় কাউন্সিলার আত্রেয়ী গুহ বলেন,"শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।আগুনে গুরুতর জখম হয়েছেন শান্তি দত্ত।তাকে বাঁচাতে গিয়েই অগ্নিদগ্ধ হন মধুসূদন বাবু"।

এটি নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা তার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।Conclusion:এটি নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা খতিয়ে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
Last Updated : Dec 10, 2019, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.