ETV Bharat / state

Sourav Ganguly: সৌরভের জমি দখলের চেষ্টা, নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগে আটক যুবক

মহেশতলার বাটানগরে 27 নম্বর ওয়ার্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামাঙ্কিত একটি অ্যাকাডেমি রয়েছে ৷ সেখানকার নিরাপত্তারক্ষীকে মারধর করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবকে ফোনে গালাগালি করায় আটক এক যুবক ৷

Etv Bharat
সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Jun 20, 2023, 8:38 AM IST

Updated : Jun 20, 2023, 9:53 AM IST

নিরাপত্তারক্ষীর বক্তব্য

বাটানগর, 20 জুন: সৌরভ গঙ্গোপাধ্যায়য়ের ব্যক্তিগত সচিবকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । সোমবার ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের হয় । তারপরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে । ঘটনাটি ঘটেছে মহেশতলা থানার অন্তর্গত বাটানগর এলাকায় ।

মহেশতলা থানা সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামাঙ্কিত মহেশতলার বাটানগরে একটি ফাঁকা জমি রয়েছে । সেখানে নিরাপত্তারক্ষীরা মোতায়েন থাকেন । তবে অভিযোগ সন্ধ্যে হলেই সেখানে মদ্যপানের আসর বসানো হয় । গত রবিবার প্লটের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী ঘুমিয়ে পড়লে কিছু যুবক আচমকায় সেখানে চড়াও হয় । দীর্ঘক্ষণ ডাকাডাকি করা সত্ত্বেও সেই নিরাপত্তারক্ষী তাদের দরজা খোলেনি ৷ এই রাগে তারা দরজা এবং গ্রিল কেটে ভিতরে ঢোকে । এরপরেই নিরাপত্তারক্ষীকে মারধর করতে শুরু করে । ঘটনাটি নিরাপত্তারক্ষীর তরফ থেকে অভিযোগ আকারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবকে জানানো হলে অভিযুক্তরা সেই সচিবকে ফোন করেই অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ ।

এরপরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রথমে থানায় যোগাযোগ করা হয় । এরপরেই লিখিত আকারে সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয় । ঘটনার তদন্ত নেমে সুপ্রিয় গোস্বামী নামে এক যুবককে আটক করে মহেশতলা থানা ৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, মহেশতলার বাটানগরে 27 নম্বর ওয়ার্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামাঙ্কিত একটি অ্যাকাডেমি রয়েছে । সেখানে নিরাপত্তার দায়িত্বে বেশ কয়েকজন ব্যক্তি থাকেন ৷ কিন্তু সন্ধ্যে হলেই সেখানে মদ্যপানের আসর বসায় বেশ কিছু যুবক । এলাকার বাসিন্দারা ঘটনার প্রতিবাদ করলে উলটে তাদের দিকে বেশ কয়েকবার তেড়ে এসেছিল এই মদ্যপ যুবকরা । যেহেতু এলাকাটি খানিকটা নির্জন তাই সেখানে মদ্যপানের বিষয়ে পুলিশও প্রথম দিকে আগ্রহ দেখায়নি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশতলা পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বাটানগরের শান্তিপল্লী এলাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য প্রস্তাবিত একটি ক্রিকেট অ্যাকাডেমির জায়গা চিহ্নিত করা হয়েছে । কারণ ওই আবাসন প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায় । তাই কর্তৃপক্ষ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্রিকেট অ্যাকাডেমি করার জন্য ওই জায়গাটি দিয়েছিল । পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটিতে এখনও পর্যন্ত কোনও কিছুই তৈরি না হলেও নিরাপত্তার কারণে 24 ঘণ্টাই নিরাপত্তারক্ষী থাকত ।

আরও পড়ুন : টপ-অর্ডার ব্যাটাররা যোগ্যতা অনুযায়ী পারফর্ম করেনি, সৌরভের কাছে স্বীকারক্তি রাহুলের

কিন্তু তা সত্ত্বেও স্থানীয় বেশ কিছু যুবক ওই প্রকল্পের গেটের তলা দিয়ে প্রায় প্রতিদিনই ভিতরে প্রবেশ করে ৷ সেখানে থাকা ঝিলে স্নান করা ও মাছ ধরার পাশাপাশি নেশাভানও করত । 18 জুন রবিবারও তার অন্যথা হয়নি । অভিযোগ, রবিবার সকাল আটটা নাগাদ স্থানীয় বেশ কিছু যুবক ওই প্রস্তাবিত অ্যাকাডেমির দরজার তলা দিয়ে ভিতরে প্রবেশ করতে গিয়ে সুপ্রিয় গোস্বামী নামে এক যুবক পিঠে আঘাত পায় ৷ তাতেই সে বেজায় চটে যায় এবং নিরাপত্তারক্ষীকে দরজা খোলার জন্য বলে ৷ কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও প্রকার অনুমতি না থাকায় ওই মুহূর্তে নিরাপত্তারক্ষী, ওই প্রস্তাবিত অ্যাকাডেমির দরজা খোলেনি ৷ তার জেরেই বচসা বাঁধে ।

অভিযোগ, এরপরেই সুপ্রিয় গোস্বামী নামে ওই যুবক ইট দিয়ে দরজার তালাটি ভাঙার চেষ্টা করে । নিরাপত্তার স্বার্থে ওই নিরাপত্তাকর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো মহেশতলা থানায় একটি লিখিত অভিযোগ করে, যার ভিত্তিতে সুপ্রিয় গোস্বামীকে আটক করেছে পুলিশ । তবে রাত এগারোটা পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোন ধারায় মামলা রুজু হয়েছে তা জানা যায়নি । তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডায়মন্ডহারবার জেলা পুলিশের এক আধিকারিক জানান, সমস্ত ঘটনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জড়ানোয় তাঁরা অস্বস্তিতে ৷ কারণ তিনি এই বিষয়ে বিন্দু-বিসর্গ কিছুই জানেন না ।

নিরাপত্তারক্ষীর বক্তব্য

বাটানগর, 20 জুন: সৌরভ গঙ্গোপাধ্যায়য়ের ব্যক্তিগত সচিবকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । সোমবার ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের হয় । তারপরেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে । ঘটনাটি ঘটেছে মহেশতলা থানার অন্তর্গত বাটানগর এলাকায় ।

মহেশতলা থানা সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামাঙ্কিত মহেশতলার বাটানগরে একটি ফাঁকা জমি রয়েছে । সেখানে নিরাপত্তারক্ষীরা মোতায়েন থাকেন । তবে অভিযোগ সন্ধ্যে হলেই সেখানে মদ্যপানের আসর বসানো হয় । গত রবিবার প্লটের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী ঘুমিয়ে পড়লে কিছু যুবক আচমকায় সেখানে চড়াও হয় । দীর্ঘক্ষণ ডাকাডাকি করা সত্ত্বেও সেই নিরাপত্তারক্ষী তাদের দরজা খোলেনি ৷ এই রাগে তারা দরজা এবং গ্রিল কেটে ভিতরে ঢোকে । এরপরেই নিরাপত্তারক্ষীকে মারধর করতে শুরু করে । ঘটনাটি নিরাপত্তারক্ষীর তরফ থেকে অভিযোগ আকারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবকে জানানো হলে অভিযুক্তরা সেই সচিবকে ফোন করেই অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ ।

এরপরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রথমে থানায় যোগাযোগ করা হয় । এরপরেই লিখিত আকারে সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয় । ঘটনার তদন্ত নেমে সুপ্রিয় গোস্বামী নামে এক যুবককে আটক করে মহেশতলা থানা ৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, মহেশতলার বাটানগরে 27 নম্বর ওয়ার্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামাঙ্কিত একটি অ্যাকাডেমি রয়েছে । সেখানে নিরাপত্তার দায়িত্বে বেশ কয়েকজন ব্যক্তি থাকেন ৷ কিন্তু সন্ধ্যে হলেই সেখানে মদ্যপানের আসর বসায় বেশ কিছু যুবক । এলাকার বাসিন্দারা ঘটনার প্রতিবাদ করলে উলটে তাদের দিকে বেশ কয়েকবার তেড়ে এসেছিল এই মদ্যপ যুবকরা । যেহেতু এলাকাটি খানিকটা নির্জন তাই সেখানে মদ্যপানের বিষয়ে পুলিশও প্রথম দিকে আগ্রহ দেখায়নি ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশতলা পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বাটানগরের শান্তিপল্লী এলাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য প্রস্তাবিত একটি ক্রিকেট অ্যাকাডেমির জায়গা চিহ্নিত করা হয়েছে । কারণ ওই আবাসন প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায় । তাই কর্তৃপক্ষ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্রিকেট অ্যাকাডেমি করার জন্য ওই জায়গাটি দিয়েছিল । পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটিতে এখনও পর্যন্ত কোনও কিছুই তৈরি না হলেও নিরাপত্তার কারণে 24 ঘণ্টাই নিরাপত্তারক্ষী থাকত ।

আরও পড়ুন : টপ-অর্ডার ব্যাটাররা যোগ্যতা অনুযায়ী পারফর্ম করেনি, সৌরভের কাছে স্বীকারক্তি রাহুলের

কিন্তু তা সত্ত্বেও স্থানীয় বেশ কিছু যুবক ওই প্রকল্পের গেটের তলা দিয়ে প্রায় প্রতিদিনই ভিতরে প্রবেশ করে ৷ সেখানে থাকা ঝিলে স্নান করা ও মাছ ধরার পাশাপাশি নেশাভানও করত । 18 জুন রবিবারও তার অন্যথা হয়নি । অভিযোগ, রবিবার সকাল আটটা নাগাদ স্থানীয় বেশ কিছু যুবক ওই প্রস্তাবিত অ্যাকাডেমির দরজার তলা দিয়ে ভিতরে প্রবেশ করতে গিয়ে সুপ্রিয় গোস্বামী নামে এক যুবক পিঠে আঘাত পায় ৷ তাতেই সে বেজায় চটে যায় এবং নিরাপত্তারক্ষীকে দরজা খোলার জন্য বলে ৷ কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও প্রকার অনুমতি না থাকায় ওই মুহূর্তে নিরাপত্তারক্ষী, ওই প্রস্তাবিত অ্যাকাডেমির দরজা খোলেনি ৷ তার জেরেই বচসা বাঁধে ।

অভিযোগ, এরপরেই সুপ্রিয় গোস্বামী নামে ওই যুবক ইট দিয়ে দরজার তালাটি ভাঙার চেষ্টা করে । নিরাপত্তার স্বার্থে ওই নিরাপত্তাকর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো মহেশতলা থানায় একটি লিখিত অভিযোগ করে, যার ভিত্তিতে সুপ্রিয় গোস্বামীকে আটক করেছে পুলিশ । তবে রাত এগারোটা পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোন ধারায় মামলা রুজু হয়েছে তা জানা যায়নি । তবে নাম প্রকাশে অনিচ্ছুক ডায়মন্ডহারবার জেলা পুলিশের এক আধিকারিক জানান, সমস্ত ঘটনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জড়ানোয় তাঁরা অস্বস্তিতে ৷ কারণ তিনি এই বিষয়ে বিন্দু-বিসর্গ কিছুই জানেন না ।

Last Updated : Jun 20, 2023, 9:53 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.