নৈহাটি, 16 জানুয়ারি: দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্কুলশিক্ষক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার নৈহাটিতে । বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা বলে অভিযোগ ৷ পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নিজেদের জমিতেই শ্যালো পাম্পের ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় শিক্ষকের নিথর দেহ। দুই সন্তানের দেহ ভাসছিল তার পাশের একটি ডোবায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ।
জানা গিয়েছে, বাবা-মা, স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে ছিল শিক্ষকের সংসার । নদিয়ার একটি হাইস্কুলের শিক্ষক ছিলেন তিনি । কিন্তু পাড়ার এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় দাম্পত্য কলহ চরমে উঠেছিল বলে অভিযোগ । এর প্রতিবাদ করায় স্ত্রী'কে মারধরও করতেন শিক্ষক ৷ যার জন্য বেশ কিছুদিন হাসপাতালে ভরতিও ছিলেন শিক্ষকের স্ত্রী। এরপরই স্বামীর ঘর ছেড়ে আলাদা থাকতে শুরু করেছিলেন স্ত্রী । তারই মধ্যেই এই ঘটনা শুনে হতবাক হয়ে গিয়েছেন তিনি ।
স্থানীয় সূত্রে খবর, স্ত্রী ছেড়ে যাওয়ার পর থেকেই মনমরা হয়ে থাকতেন ওই শিক্ষক । মানসিক অবসাদ কাটাতে প্রায় প্রতিদিনই দুই সন্তানকে সঙ্গে নিয়ে পাশের একটি খেলার মাঠে যেতেন । সময় পেলে মাঝেমধ্যে ঘুরেও আসতেন নিজের জমিতে । সোমবারও তাঁকে দেখা গিয়েছিল সেখানে ৷
এদিকে, মঙ্গলবার সকাল থেকেই কোনও সাড়া শব্দ ছিল না ওই পরিবারের। বাইরে কাউকে বেরোতে না-দেখে সন্দেহ হয় পাড়া প্রতিবেশীদের । হাঁকডাক শুরু করেন তাঁরা । কিন্তু ভিতর থেকে কারোরই কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না ৷ এরই মধ্যে প্রতিবেশীদের কানে আসে, কিছুটা দূরে একটি জমিতে কোনও ব্যক্তির দেহ ঝুলছে । পাশেই আবার ডোবাতে ভাসছে দুই শিশুর দেহ । এই খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করে সেখানে । খবর পেয়ে ছুটে আসেন এই স্কুলশিক্ষকের স্ত্রী-ও । এরপর ওই জমি এবং লাগোয়া ডোবায় থেকে মেলে তাঁর স্বামী, দুই সন্তানের নিথর দেহ । ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায় ।
এই বিষয়ে মৃতের স্ত্রীর বক্তব্য, তাঁদের বাড়ি লাগোয়া বাগানে পাড়ারই এক মহিলা কাজ করতেন । তাঁকে ছেড়ে অন্য কোনও ছেলেকে কাজে রাখার কথা বলেছিলেন স্বামীকে । একথা বলতেই তাঁকে একবার প্রাণে মারার চেষ্টা করেন । কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি ৷ এই নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল । এরপর কান্নায় ভেঙে পড়েন তিনি ৷
যদিও কী নিয়ে অশান্তি সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি মৃত শিক্ষকের বাবা । শুধু তিনি বলেন,"কী কারণে এমন ঘটনা ঘটল তা বুঝেই উঠতে পারছি না ।"
আরও পড়ুন :