ETV Bharat / state

জমির ন্যায্যমূল্য-চাকরির দাবিতে ONGC-র প্রকল্পের সামনে চাষিদের বিক্ষোভ - জমির ন্যায্যমূল্য ও চাকরির দাবি

ONGC-র নতুন খনিজ তেল উৎপাদন কেন্দ্র তৈরি হচ্ছে অশোকনগরে ৷ এই প্রকল্পে জমিদাতারা জমির ন্যায্যমূল্য় পায়নি বলে অভিযোগ ৷ জমির ন্যায্য দাম ও চাকরির দাবিতে আজ বিক্ষোভ দেখায় কয়েকশো মানুষ ৷

Movement in front of ONGC project
ONGC-র প্রকল্পের সামনে চাষিদের বিক্ষোভ
author img

By

Published : Nov 23, 2020, 11:05 PM IST

অশোকনগর, 23নভেম্বর : উত্তর 24 পরগনার অশোকনগরে ONGC-র নতুন খনিজ তেল উৎপাদন কেন্দ্র তৈরি হচ্ছে। ওই প্রকল্পে জমিদাতাদের ন্যায্যমূল্য দেওয়া হয়নি। দেওয়া হয়নি কোনও স্থায়ী চাকরিও। তারই প্রতিবাদে ONGC-র নির্মীয়মাণ প্রকল্পের সামনে হাবড়া-নৈহাটি রোডে সোমবার বিক্ষোভ দেখালেন জমি মালিক কৃষকরা। তাঁদের দাবি, অশোকনগর বাইগাছি মৌজার শ্রমলক্ষ্মী গ্রামের যে সব কৃষকরা ONGC কর্তৃপক্ষকে জমি দিয়েছিলেন, সেই জমিতে এখন খনিজ তেল ও গ্যাসের সন্ধান চলছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তিনি অশোকনগরে পরিদর্শনে আসবেন।

আর তারপর থেকেই জমির মালিকরা জমির ন্যায্য দাম ও চাকরির দাবিতে বিভিন্ন দপ্তরে হাজির হচ্ছেন। কোথাও কোনও সদুত্তর না পেয়ে এদিন তাঁরা বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভ কর্মসূচিতে দেখা যায় অশোকনগর পৌরপ্রশাসক বোর্ডের সদস্য সমীর দত্তকে। সঙ্গে কৃষক ও কৃষকের পরিবারের কয়েকশো মানুষ বিক্ষোভে সামিল হন। হাবড়া-নৈহাটি রোডে বিক্ষোভ অবরোধের জেরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

জমির ন্যায্যমূল্য ও চাকরির দাবিতে বিক্ষোভ


গ্রামবাসীরা এদিন দাবি তোলেন, খনিজ তেল ও গ্যাস উৎপাদন হওয়ার খবরে তাঁরা খুশি। কিন্তু তাঁদের জমির ন্যায্য মূল্য দিতে হবে। সঙ্গে জমিদাতাদের পরিবার পিছু ন্যূনতম একজনকে স্থায়ী চাকরি দিতে হবে। এদিন আন্দোলনকারীরা প্রথমে ONGC প্রকল্পের গেটের সামনে বিক্ষোভ দেখান। পরে হাবড়া-নৈহাটি রোডে ওপর অবরোধে বসে পড়েন। পৌর প্রশাসক বোর্ডের সদস্য সমীরবাবু বলেন, "অশোকনগরে খনিজ তেল উৎপাদন কেন্দ্র হোক আমরাও চাই। আমরা শুরু থেকেONGC কে বলে আসছি, কৃষকদের সঙ্গে কথা বলে আপনারা জমি নিন। কিন্তু ONGC কৃষকদের সঙ্গে কথা না বলেই জমি নিয়েছে। জমির দাম দেয়নি। তাই আমরা আন্দোলনে বসেসি।"


অশোকনগর, 23নভেম্বর : উত্তর 24 পরগনার অশোকনগরে ONGC-র নতুন খনিজ তেল উৎপাদন কেন্দ্র তৈরি হচ্ছে। ওই প্রকল্পে জমিদাতাদের ন্যায্যমূল্য দেওয়া হয়নি। দেওয়া হয়নি কোনও স্থায়ী চাকরিও। তারই প্রতিবাদে ONGC-র নির্মীয়মাণ প্রকল্পের সামনে হাবড়া-নৈহাটি রোডে সোমবার বিক্ষোভ দেখালেন জমি মালিক কৃষকরা। তাঁদের দাবি, অশোকনগর বাইগাছি মৌজার শ্রমলক্ষ্মী গ্রামের যে সব কৃষকরা ONGC কর্তৃপক্ষকে জমি দিয়েছিলেন, সেই জমিতে এখন খনিজ তেল ও গ্যাসের সন্ধান চলছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তিনি অশোকনগরে পরিদর্শনে আসবেন।

আর তারপর থেকেই জমির মালিকরা জমির ন্যায্য দাম ও চাকরির দাবিতে বিভিন্ন দপ্তরে হাজির হচ্ছেন। কোথাও কোনও সদুত্তর না পেয়ে এদিন তাঁরা বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভ কর্মসূচিতে দেখা যায় অশোকনগর পৌরপ্রশাসক বোর্ডের সদস্য সমীর দত্তকে। সঙ্গে কৃষক ও কৃষকের পরিবারের কয়েকশো মানুষ বিক্ষোভে সামিল হন। হাবড়া-নৈহাটি রোডে বিক্ষোভ অবরোধের জেরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

জমির ন্যায্যমূল্য ও চাকরির দাবিতে বিক্ষোভ


গ্রামবাসীরা এদিন দাবি তোলেন, খনিজ তেল ও গ্যাস উৎপাদন হওয়ার খবরে তাঁরা খুশি। কিন্তু তাঁদের জমির ন্যায্য মূল্য দিতে হবে। সঙ্গে জমিদাতাদের পরিবার পিছু ন্যূনতম একজনকে স্থায়ী চাকরি দিতে হবে। এদিন আন্দোলনকারীরা প্রথমে ONGC প্রকল্পের গেটের সামনে বিক্ষোভ দেখান। পরে হাবড়া-নৈহাটি রোডে ওপর অবরোধে বসে পড়েন। পৌর প্রশাসক বোর্ডের সদস্য সমীরবাবু বলেন, "অশোকনগরে খনিজ তেল উৎপাদন কেন্দ্র হোক আমরাও চাই। আমরা শুরু থেকেONGC কে বলে আসছি, কৃষকদের সঙ্গে কথা বলে আপনারা জমি নিন। কিন্তু ONGC কৃষকদের সঙ্গে কথা না বলেই জমি নিয়েছে। জমির দাম দেয়নি। তাই আমরা আন্দোলনে বসেসি।"


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.