ETV Bharat / state

কীভাবে মিলবে দুয়ারে রেশন ? যা বললেন নয়া খাদ্যমন্ত্রী - খাদ্যমন্ত্রী

দুয়ারে রেশন বাস্তবায়িত করতে তত্পর নয়া খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন ৷ ইটিভি ভারতকে একান্ত সাক্ষাত্কারে নিজের নানা পরিকল্পনার কথা জানালেন মধ্যমগ্রামের বিধায়ক ৷

exclusive interview of Food and Food Processing Minister rathin ghosh
কীভাবে মিলবে দুয়ারে রেশন ? যা বললেন নয়া খাদ্যমন্ত্রী
author img

By

Published : May 12, 2021, 4:46 PM IST

Updated : May 12, 2021, 5:52 PM IST

মধ্যমগ্রাম, 12 মে: মন্ত্রিসভায় নতুন মুখ মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তৃতীয় সরকারে রথীন ঘোষকে শুধু মন্ত্রীই করেননি, দিয়েছেন খাদ্য মন্ত্রকের মতো অতি গুরুত্বপূর্ণ একটি দফতর ৷ দায়িত্ব হাতে নিয়ে কীভাবে কাজ শুরু করবেন, ভবিষ্যত্ পরিকল্পনাই বা কী, খোলা মনে ইটিভি ভারতকে সব প্রশ্নের উত্তর দিলেন খাদ্যমন্ত্রী ৷

একান্ত সাক্ষাত্কারে শুরুতেই নতুন দায়িত্ব দেওয়ার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন রথীন ঘোষ ৷ ডিজিটাল রেশন কার্ড নিয়ে মানুষের হয়রানি দূর করতে তিনি সচেষ্ট হবেন বলে জানিয়েছেন ৷ তাঁর কথায়, "গ্রাহকরা বারবার আবেদন করলেও অনেকেই সঠিক সময়ে ডিজিটাল রেশন কার্ড হাতে পাননি । প্রক্রিয়ার সরলীকরণ করে যাতে আগামীদিনে খাদ্য দফতরের বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সে দিকে জোর দেওয়া হবে । মুখ্যমন্ত্রী এই দফতরের যাবতীয় পরিষেবা পৌঁছে দেওয়ার কথায় বারবার বলছেন । সেই মতোই খাদ্য দফতরের কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়া হবে ৷"

মুখ্যমন্ত্রীর এ বারের ভোটের প্রচারে অন্যতম হাতিয়ার ছিল দুয়ারে রেশন ৷ নেত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রেশন নিতে আর কষ্ট করে রেশন দোকানে ছুটতে হবে না ৷ লোকের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে ৷ ভোট শেষ ৷ ফল সবার চোখের সামনে ৷ এ বার প্রতিশ্রুতি পালনের পালা ৷ দুয়ারে রেশন কর্মসূচির রূপরেখা তৈরি করতে শিগগিরই এ বিষয়ে আলাপ আলোচনা করা হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত খাদ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: কোভিড নিয়ে ইতিবাচক নীতিও কেন্দ্রের প্রচার, সরব রাহুল-প্রশান্ত

এ বারের ভোটে রেশনের দুর্নীতির কথা তুলে ধরে শাসক দলকে চেপে ধরার চেষ্টা করেছিল বিজেপি ৷ বিভিন্ন সভায় আমফানের ত্রাণ চুরির অভিযোগ আনা হয় ৷ এই দফতরের বিদায়ী মন্ত্রী অর্থাত্ তাঁরই সহকর্মী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে এ ব্যাপারে সরাসরি অভিযোগের আঙুল তোলেননি রথীন ঘোষ ৷ তবে তিনি অভিযোগের তদন্ত করার ইঙ্গিত দিয়েছেন ৷

মুখোমুখি খাদ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী পরামর্শ মেনে ও জ্য়োতিপ্রিয়র সাহচর্যে তিনি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার যাবতীয় চেষ্টা করবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷

মধ্যমগ্রাম, 12 মে: মন্ত্রিসভায় নতুন মুখ মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তৃতীয় সরকারে রথীন ঘোষকে শুধু মন্ত্রীই করেননি, দিয়েছেন খাদ্য মন্ত্রকের মতো অতি গুরুত্বপূর্ণ একটি দফতর ৷ দায়িত্ব হাতে নিয়ে কীভাবে কাজ শুরু করবেন, ভবিষ্যত্ পরিকল্পনাই বা কী, খোলা মনে ইটিভি ভারতকে সব প্রশ্নের উত্তর দিলেন খাদ্যমন্ত্রী ৷

একান্ত সাক্ষাত্কারে শুরুতেই নতুন দায়িত্ব দেওয়ার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন রথীন ঘোষ ৷ ডিজিটাল রেশন কার্ড নিয়ে মানুষের হয়রানি দূর করতে তিনি সচেষ্ট হবেন বলে জানিয়েছেন ৷ তাঁর কথায়, "গ্রাহকরা বারবার আবেদন করলেও অনেকেই সঠিক সময়ে ডিজিটাল রেশন কার্ড হাতে পাননি । প্রক্রিয়ার সরলীকরণ করে যাতে আগামীদিনে খাদ্য দফতরের বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সে দিকে জোর দেওয়া হবে । মুখ্যমন্ত্রী এই দফতরের যাবতীয় পরিষেবা পৌঁছে দেওয়ার কথায় বারবার বলছেন । সেই মতোই খাদ্য দফতরের কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়া হবে ৷"

মুখ্যমন্ত্রীর এ বারের ভোটের প্রচারে অন্যতম হাতিয়ার ছিল দুয়ারে রেশন ৷ নেত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রেশন নিতে আর কষ্ট করে রেশন দোকানে ছুটতে হবে না ৷ লোকের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে ৷ ভোট শেষ ৷ ফল সবার চোখের সামনে ৷ এ বার প্রতিশ্রুতি পালনের পালা ৷ দুয়ারে রেশন কর্মসূচির রূপরেখা তৈরি করতে শিগগিরই এ বিষয়ে আলাপ আলোচনা করা হবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত খাদ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: কোভিড নিয়ে ইতিবাচক নীতিও কেন্দ্রের প্রচার, সরব রাহুল-প্রশান্ত

এ বারের ভোটে রেশনের দুর্নীতির কথা তুলে ধরে শাসক দলকে চেপে ধরার চেষ্টা করেছিল বিজেপি ৷ বিভিন্ন সভায় আমফানের ত্রাণ চুরির অভিযোগ আনা হয় ৷ এই দফতরের বিদায়ী মন্ত্রী অর্থাত্ তাঁরই সহকর্মী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে এ ব্যাপারে সরাসরি অভিযোগের আঙুল তোলেননি রথীন ঘোষ ৷ তবে তিনি অভিযোগের তদন্ত করার ইঙ্গিত দিয়েছেন ৷

মুখোমুখি খাদ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী পরামর্শ মেনে ও জ্য়োতিপ্রিয়র সাহচর্যে তিনি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার যাবতীয় চেষ্টা করবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ৷

Last Updated : May 12, 2021, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.