কলকাতা, 1 জুলাই : অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী একজন ব্রাহ্মণ সন্তান কেন ? এই প্রশ্ন তুললেন বিধায়ক দুলাল বর । উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার বিধায়ক তিনি । তিনি বলেন, "পশ্চিমবঙ্গ বিচিত্র জায়গা । যেখানে আদিবাসী দপ্তরের মন্ত্রী একজন ব্রাহ্মণ সন্তান । চলতি বিধানসভা অধিবেশন এই কথা বলার সঙ্গে সঙ্গে শাসকদলের বিধায়করা রে রে করে উঠল । আমার বক্তব্য যাতে ভেস্তে দেওয়া যায় সেইজন্য শাসকদলের বেঞ্চ থেকে তুমুল চিৎকার এবং বাধা দেওয়া হল ।"
চলতি মাসেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী অধ্যাপিকা সরস্বতী কেরকেট্টাকে যেভাবে জাত তুলে অপমান করা হয়েছে সেই প্রসঙ্গও উল্লেখ করেন দুলাল বাবু। বলেন, অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলেন সরস্বতীকে কটূক্তি করেছিলেন যিনি, তাঁর বিরুদ্ধে কীরকম ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ? সেই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে বলেন এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না । অন্যদিকে, শাসকদলের দিক থেকে আসা প্রতিবাদ এবং হট্টগোল থামাতে পারেননি অধ্যক্ষ, এমনটাও অভিযোগ করেন দুলাল বাবু । বাগদার বিধায়ক বলেন, "আমি একজন তপশিলি শ্রেণিভুক্ত বিধায়ক । আমি আমার সম্প্রদায়ের মানুষের কথা আবার বলব । চলতি অধিবেশনে আবারও বিষয়টি উত্থাপন করব ।"
শাসকদলের এই আচরণের প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে দুলাল বর বলেন, "আমার প্রিয় মা মারা গিয়েছে । এখন কী করব , তাকে কবর দেব বা দাহ করব । 1998 সালে জন্ম হয়েছিল যে দলের, মা-মাটি-মানুষের, তার আজ মৃত্যু হয়েছে । এখন তাকে দাহ করতে হবে বা কবর দিতে হবে। মা মারা গেলে তো যন্ত্রণা হয় ।"
উত্তর 24 পরগনা জেলার বিধায়ক তিনি । তিনিও তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করেছিলেন। তাঁর কথায়, ''দলবদলের মূল কারণ এই জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক অপদার্থ।"
দুলাল বাবু বলেন, "জ্যোতিপ্রিয়র জন্য উত্তর 24 পরগনার তৃণমূল কংগ্রেসটা শেষ হয়ে গেছে । হলফ করে বলছি একজনও বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে পছন্দ করে না । যার ফলে একে একে বিধায়করা BJP-র দিকে পা বাড়াচ্ছে । কয়েকদিন আগে বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ এসেছেন । সুনীল সিং যোগদান করেছেন BJP-তে। আমার সঙ্গে অনেক বিধায়কই কথা বলে রেখেছেন । যে কোনও দিন তাঁরা BJP-তে যোগদান করবেন । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমার সাব ডিভিশন বনগাঁর তৃণমূল কংগ্রেস বিধায়কদের জানিয়ে দেওয়া হবে কবে তাঁরা BJP-তে যোগদান করবেন।'' গাঁইঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পুলিনবিহারী রায় BJP-তে যোগদান করবে বলেও উল্লেখ করেন তিনি।
তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দুলাল বরকে ডেকে নাকি সতর্ক করেছেন, এই প্রসঙ্গে দুলাল বর বলেন, ''2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমি বিধায়ক ছিলাম। ততদিন পার্থ চট্টোপাধ্যায়ের মতামত শুনেছি । এখন BJP-তে যোগদান করেছি।'' পার্থ চট্টোপাধ্যায়ের মতামতের কোনও গুরুত্ব তাঁর কাছে নেই বলে জানিয়েছেন তিনি ।