ETV Bharat / state

রাজ্যের অনগ্রসরশ্রেণি কল্যাণ মন্ত্রী ব্রাহ্মণ কেন? কটাক্ষ দুলাল বরের

অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী একজন ব্রাহ্মণ সন্তান কেন ? এই প্রশ্ন তুললেন অনগ্রসর শ্রেণির বিধায়ক দুলাল বর ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 1, 2019, 3:30 PM IST

Updated : Jul 1, 2019, 8:52 PM IST

কলকাতা, 1 জুলাই : অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী একজন ব্রাহ্মণ সন্তান কেন ? এই প্রশ্ন তুললেন বিধায়ক দুলাল বর । উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার বিধায়ক তিনি । তিনি বলেন, "পশ্চিমবঙ্গ বিচিত্র জায়গা । যেখানে আদিবাসী দপ্তরের মন্ত্রী একজন ব্রাহ্মণ সন্তান । চলতি বিধানসভা অধিবেশন এই কথা বলার সঙ্গে সঙ্গে শাসকদলের বিধায়করা রে রে করে উঠল । আমার বক্তব্য যাতে ভেস্তে দেওয়া যায় সেইজন্য শাসকদলের বেঞ্চ থেকে তুমুল চিৎকার এবং বাধা দেওয়া হল ।"

চলতি মাসেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী অধ্যাপিকা সরস্বতী কেরকেট্টাকে যেভাবে জাত তুলে অপমান করা হয়েছে সেই প্রসঙ্গও উল্লেখ করেন দুলাল বাবু। বলেন, অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলেন সরস্বতীকে কটূক্তি করেছিলেন যিনি, তাঁর বিরুদ্ধে কীরকম ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ? সেই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে বলেন এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না । অন্যদিকে, শাসকদলের দিক থেকে আসা প্রতিবাদ এবং হট্টগোল থামাতে পারেননি অধ্যক্ষ, এমনটাও অভিযোগ করেন দুলাল বাবু । বাগদার বিধায়ক বলেন, "আমি একজন তপশিলি শ্রেণিভুক্ত বিধায়ক । আমি আমার সম্প্রদায়ের মানুষের কথা আবার বলব । চলতি অধিবেশনে আবারও বিষয়টি উত্থাপন করব ।"

শাসকদলের এই আচরণের প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে দুলাল বর বলেন, "আমার প্রিয় মা মারা গিয়েছে । এখন কী করব , তাকে কবর দেব বা দাহ করব । 1998 সালে জন্ম হয়েছিল যে দলের, মা-মাটি-মানুষের, তার আজ মৃত্যু হয়েছে । এখন তাকে দাহ করতে হবে বা কবর দিতে হবে। মা মারা গেলে তো যন্ত্রণা হয় ।"

উত্তর 24 পরগনা জেলার বিধায়ক তিনি । তিনিও তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করেছিলেন। তাঁর কথায়, ''দলবদলের মূল কারণ এই জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক অপদার্থ।"

দুলাল বাবু বলেন, "জ্যোতিপ্রিয়র জন্য উত্তর 24 পরগনার তৃণমূল কংগ্রেসটা শেষ হয়ে গেছে । হলফ করে বলছি একজনও বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে পছন্দ করে না । যার ফলে একে একে বিধায়করা BJP-র দিকে পা বাড়াচ্ছে । কয়েকদিন আগে বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ এসেছেন । সুনীল সিং যোগদান করেছেন BJP-তে। আমার সঙ্গে অনেক বিধায়কই কথা বলে রেখেছেন । যে কোনও দিন তাঁরা BJP-তে যোগদান করবেন । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমার সাব ডিভিশন বনগাঁর তৃণমূল কংগ্রেস বিধায়কদের জানিয়ে দেওয়া হবে কবে তাঁরা BJP-তে যোগদান করবেন।'' গাঁইঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পুলিনবিহারী রায় BJP-তে যোগদান করবে বলেও উল্লেখ করেন তিনি।

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দুলাল বরকে ডেকে নাকি সতর্ক করেছেন, এই প্রসঙ্গে দুলাল বর বলেন, ''2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমি বিধায়ক ছিলাম। ততদিন পার্থ চট্টোপাধ্যায়ের মতামত শুনেছি । এখন BJP-তে যোগদান করেছি।'' পার্থ চট্টোপাধ্যায়ের মতামতের কোনও গুরুত্ব তাঁর কাছে নেই বলে জানিয়েছেন তিনি ।

কলকাতা, 1 জুলাই : অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী একজন ব্রাহ্মণ সন্তান কেন ? এই প্রশ্ন তুললেন বিধায়ক দুলাল বর । উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার বিধায়ক তিনি । তিনি বলেন, "পশ্চিমবঙ্গ বিচিত্র জায়গা । যেখানে আদিবাসী দপ্তরের মন্ত্রী একজন ব্রাহ্মণ সন্তান । চলতি বিধানসভা অধিবেশন এই কথা বলার সঙ্গে সঙ্গে শাসকদলের বিধায়করা রে রে করে উঠল । আমার বক্তব্য যাতে ভেস্তে দেওয়া যায় সেইজন্য শাসকদলের বেঞ্চ থেকে তুমুল চিৎকার এবং বাধা দেওয়া হল ।"

চলতি মাসেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী অধ্যাপিকা সরস্বতী কেরকেট্টাকে যেভাবে জাত তুলে অপমান করা হয়েছে সেই প্রসঙ্গও উল্লেখ করেন দুলাল বাবু। বলেন, অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চেয়েছিলেন সরস্বতীকে কটূক্তি করেছিলেন যিনি, তাঁর বিরুদ্ধে কীরকম ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ? সেই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে বলেন এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না । অন্যদিকে, শাসকদলের দিক থেকে আসা প্রতিবাদ এবং হট্টগোল থামাতে পারেননি অধ্যক্ষ, এমনটাও অভিযোগ করেন দুলাল বাবু । বাগদার বিধায়ক বলেন, "আমি একজন তপশিলি শ্রেণিভুক্ত বিধায়ক । আমি আমার সম্প্রদায়ের মানুষের কথা আবার বলব । চলতি অধিবেশনে আবারও বিষয়টি উত্থাপন করব ।"

শাসকদলের এই আচরণের প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে দুলাল বর বলেন, "আমার প্রিয় মা মারা গিয়েছে । এখন কী করব , তাকে কবর দেব বা দাহ করব । 1998 সালে জন্ম হয়েছিল যে দলের, মা-মাটি-মানুষের, তার আজ মৃত্যু হয়েছে । এখন তাকে দাহ করতে হবে বা কবর দিতে হবে। মা মারা গেলে তো যন্ত্রণা হয় ।"

উত্তর 24 পরগনা জেলার বিধায়ক তিনি । তিনিও তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করেছিলেন। তাঁর কথায়, ''দলবদলের মূল কারণ এই জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক অপদার্থ।"

দুলাল বাবু বলেন, "জ্যোতিপ্রিয়র জন্য উত্তর 24 পরগনার তৃণমূল কংগ্রেসটা শেষ হয়ে গেছে । হলফ করে বলছি একজনও বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে পছন্দ করে না । যার ফলে একে একে বিধায়করা BJP-র দিকে পা বাড়াচ্ছে । কয়েকদিন আগে বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ এসেছেন । সুনীল সিং যোগদান করেছেন BJP-তে। আমার সঙ্গে অনেক বিধায়কই কথা বলে রেখেছেন । যে কোনও দিন তাঁরা BJP-তে যোগদান করবেন । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমার সাব ডিভিশন বনগাঁর তৃণমূল কংগ্রেস বিধায়কদের জানিয়ে দেওয়া হবে কবে তাঁরা BJP-তে যোগদান করবেন।'' গাঁইঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পুলিনবিহারী রায় BJP-তে যোগদান করবে বলেও উল্লেখ করেন তিনি।

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দুলাল বরকে ডেকে নাকি সতর্ক করেছেন, এই প্রসঙ্গে দুলাল বর বলেন, ''2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমি বিধায়ক ছিলাম। ততদিন পার্থ চট্টোপাধ্যায়ের মতামত শুনেছি । এখন BJP-তে যোগদান করেছি।'' পার্থ চট্টোপাধ্যায়ের মতামতের কোনও গুরুত্ব তাঁর কাছে নেই বলে জানিয়েছেন তিনি ।

Intro:বামফ্রন্ট কর্মীর জমি দখল করে তৃনমূল নির্মাণ করে পার্টি অফিস ,এবার দখলমূক্ত করে ফিরিয়ে দিলো বিজেপি৷


কোচবিহার :৩০ জুন :

অভিযোগ বামফ্রন্টের এক কর্মীর জমি ও ঘর বলপূর্বক দখল করে নিজেদের পার্টি অফিস বানিয়েছে তৃনমূল ৷ সেই পার্টি অফিস দখল মূক্ত করে বামফ্রন্ট সমর্থিত ব্যক্তিকে ফিরিয়ে দিলো বি জেপি ৷ তৃনমূলের দখল করা পার্টি অফিস ফিরিয়ে দিলেন বিজেপি এমন দাবি বিজেপির পক্ষ থেকে৷ ৷কোচবিহারের মেখলিগঞ্জের রানীরহাট গ্রাম পঞ্চায়েতের ঘটনা ৷ অভিযোগ তৃনমূল ক্ষমতায় আসার পর এক বাম সমর্থক রবি রায় এর জমি এবং ঘর দখল করে তৃনমূল কংগ্রেস ৷ রবিবার সন্ধায় সেই পার্টি অফিস বিজেপি দখল করে ওই ব্যক্তিকে ফিরিয়ে দেয় ৷সূত্রে খবর ঐ তৃনমূল কংগ্রেসের দখল করা কার্যালয়টিই রানীরহাট এলাকার মুখ্য কার্যালয় করা হচ্ছে ৷ নিজের জমি ও ঘর তৃনমূল কেন দখল করবে ? আইনের দারস্থ হন রবি রায় নামে ওই ব্যক্তি ৷এরপর ,বিজেপি নেতৃত্বের কাছে আবেদন জানান ৷ গত ২৮ তারিখ শুক্রবার রানীরহাট গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিজেপি বিক্ষোভ দেখায় ,সেখানে বিজেপি কর্মীদের আন্যান্য দাবির সঙ্গে তৃনমূলের দখল করা পার্টি অফিস ফিরে দেবার হুঁশিয়ারি দেয় বিজেপি ৷সেই সূত্রেই গতকাল রাতে ওই তৃনমূল কার্যালয় দখল নিতে আসে বিজেপি কর্মীরা ৷দখল করে ওই ব্যক্তির কে ফিরিয়ে দেন বলে বি জেপি দাবি করেন ৷

মেখলিগঞ্জ উত্তর মন্ডল কমিটির সহ সভাপতি চন্দ্র শেখর রায় এবং উত্তর মন্ডল সম্পাদক রাজা দত্তরা জানান "জোর করে রানীরহাটে রবি রায় নামে এক বামফ্রন্ট সমর্থকের জমি ও ঘর তৃনমূল দখল করে পার্টি অফিস বানিয়েছে ,আমরা সেটা উদ্দার করে তার হাতে তুলে দিলাম "৷

দখলের বিষয়ে পাল্টা দাবি তৃনমূলের ৷মেখলিগঞ্জ ব্লক তৃনমূল ব্লক আহবায়ক উদয় রায় জানান "জমিটি রবি রায় নামে ব্যক্তির নয় ,সাজানো ঘটনা বিজেপির,তারা জোর করে দখল করে সেই পার্টি অফিস ,আমরা অভিযোগ দায়ের করি থানায় ,পুলিশ এসে আপাতত দলীয় পতাকা নামিয়ে রাখে,বিজেপির সব জায়গায় সন্ত্রাস চালিয়ে আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে ,পার্টি অফিস দখল,ভাংচুর করছে ৷ ঐ বিষয়ে স্থানীয় তৃনমূল নেতা বাপ্পা মন্ডল জানান "গত শুক্রবার হঠাত রানীরহাট গ্রাম পঞ্চায়েত অফিসে বিজেপি হামলা চালায় ,সেদিনই তিন চারশো লোক আমাদের পার্টি অফিস দখল করে নেয় ,আমরা থানায় অভিযোগ দায়ের করি ,গত কাল পুলিশ এসে সেখানে দলীয় পতাকা নামিয়ে দেয় ৷সেই সময় পরিকল্পনা করে একজনকে জমির মালিক বানিয়ে দিলো বিজেপি ৷ জমির মালিক রবি রায় নন ,আমরা আইন সংগতভাবে সেখানে পার্টি অফিস এর পাকা ঘর নির্মাণ করি৷"Body:COB Conclusion:
Last Updated : Jul 1, 2019, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.