ETV Bharat / state

Heavy Storm in Duttapukur : হাওয়ার দাপটে চলন্ত অটো-টোটোর ওপর ভেঙে পড়ল গাছ, আহত চালক - Driver injured as tree fell down on an auto and toto due to heavy storm in Duttapukur

বজ্রপাত-সহ বৃষ্টি ও দমকা হাওয়ায় গাছ উপড়ে পড়ে চলন্ত অটো এবং টোটোর ওপর। গুরুতর আহত হন অটোচালক (Tree fell down due to heavy storm in Duttapukur) । অল্পের জন্য প্রাণরক্ষা পেয়েছেন টোটোচালক ৷ ঘটনায় দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে দত্তপুকুরের যশোর রোড।

Duttapukur Storm News
অটো-টোটোর ওপর ভেঙে পড়ল গাছ
author img

By

Published : May 26, 2022, 7:51 AM IST

দত্তপুকুর, 26 মে : বুধবার সন্ধ্যা থেকে রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলছিল ৷ সেই দমকা হাওয়ায় আচমকাই একটি প্রকাণ্ড গাছ উপড়ে পড়ে চলন্ত অটো এবং টোটোর ওপর । সে সময় ওই অটোতে ছিলেন চালক ৷ উত্তর 24 পরগনার দত্তপুকুরের যশোর রোডের চালতাবেড়িয়ার এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই অটো চালক (Tree fell down due to heavy storm in Duttapukur) ।

Duttapukur Storm News
গাছের ডাল এবং গুড়ি কেটে পরিষ্কার করার পরই যানচলাচলের উপযোগী করে তোলা হয় যশোর রোড

তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বারাসত জেলা হাসপাতালে । সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি । তবে, বরাত জোরে বেঁচে গিয়েছেন টোটোচালক । গাছটি উপড়ে অটো এবং টোটোর ওপর সজোরে পড়ায় কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে দু'টি যানবাহনই । ঘটনার জেরে সন্ধ্যার পর থেকে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড । বিঘ্ন ঘটে যানচলাচলও ।

ঘটনার জেরে সন্ধ্যার পর থেকে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড

আরও পড়ুন : দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় মেঘলা আকাশ

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দত্তপুকুর থানার পুলিশ । এরপরই শুরু হয় গাছ কাটার কাজ । রাস্তার ওপর উপড়ে পড়া গাছের ডাল ও গুড়ি কাটা হয় করাত মেশিন দিয়ে । পরে, সেগুলো বুলডোজার দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় যশোর রোডের ওপর থেকে । গাছের ডাল এবং গুড়ি কেটে পরিষ্কার করার পরই যানচলাচলের উপযোগী করে তোলা হয় যশোর রোড । দীর্ঘক্ষণ পর গুরুত্বপূর্ণ ওই রোডে যানচলাচল স্বাভাবিক হয় ধীরে ধীরে । এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় । যদিও সঠিক সময়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতির সামাল দিয়েছে ।

দত্তপুকুর, 26 মে : বুধবার সন্ধ্যা থেকে রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলছিল ৷ সেই দমকা হাওয়ায় আচমকাই একটি প্রকাণ্ড গাছ উপড়ে পড়ে চলন্ত অটো এবং টোটোর ওপর । সে সময় ওই অটোতে ছিলেন চালক ৷ উত্তর 24 পরগনার দত্তপুকুরের যশোর রোডের চালতাবেড়িয়ার এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই অটো চালক (Tree fell down due to heavy storm in Duttapukur) ।

Duttapukur Storm News
গাছের ডাল এবং গুড়ি কেটে পরিষ্কার করার পরই যানচলাচলের উপযোগী করে তোলা হয় যশোর রোড

তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বারাসত জেলা হাসপাতালে । সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি । তবে, বরাত জোরে বেঁচে গিয়েছেন টোটোচালক । গাছটি উপড়ে অটো এবং টোটোর ওপর সজোরে পড়ায় কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে দু'টি যানবাহনই । ঘটনার জেরে সন্ধ্যার পর থেকে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড । বিঘ্ন ঘটে যানচলাচলও ।

ঘটনার জেরে সন্ধ্যার পর থেকে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড

আরও পড়ুন : দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় মেঘলা আকাশ

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দত্তপুকুর থানার পুলিশ । এরপরই শুরু হয় গাছ কাটার কাজ । রাস্তার ওপর উপড়ে পড়া গাছের ডাল ও গুড়ি কাটা হয় করাত মেশিন দিয়ে । পরে, সেগুলো বুলডোজার দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় যশোর রোডের ওপর থেকে । গাছের ডাল এবং গুড়ি কেটে পরিষ্কার করার পরই যানচলাচলের উপযোগী করে তোলা হয় যশোর রোড । দীর্ঘক্ষণ পর গুরুত্বপূর্ণ ওই রোডে যানচলাচল স্বাভাবিক হয় ধীরে ধীরে । এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় । যদিও সঠিক সময়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতির সামাল দিয়েছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.