ETV Bharat / state

Down Dattapukur Local Halts : দোমোহনীর আতঙ্ক ফিরল বামনগাছিতে, ভাঙা ফিশপ্লেট দেখে থামল দত্তপুকুর লোকাল

বিকট শব্দে ভাঙল ফিশপ্লেট ৷ মাঝপথেই থামতে হল ডাউন দত্তপুকুর লোকালকে (Down Dattapukur Local) ৷ অল্পের জন্য এড়াল দুর্ঘটনা ৷ উত্তর 24 পরগনার বামনগাছিতে ফিরল দোমোহনীর আতঙ্ক ৷

author img

By

Published : Jan 16, 2022, 2:39 PM IST

down dattapukur local halts as fishplate broken on the track near bamangachi
Down Dattapukur Local Halts : দোমোহনীর আতঙ্ক ফিরল বামনগাছিতে, ভাঙা ফিশপ্লেট দেখে থামল দত্তপুকুর লোকাল

দত্তপুকুর, 16 জানুয়ারি : বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার (Bikaner Guwahati Express Accident) রেশ কাটতে না কাটতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ডাউন দত্তপুকুর লোকাল (Down Dattapukur Local) ৷ রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে শিয়ালদা-বনগাঁ শাখার বামনগাছি স্টেশনের কাছে ৷ রেল সূত্রে জানা গিয়েছে, যে লাইন ধরে ট্রেনটি এগোচ্ছিল, তারই একটি অংশে ফিশপ্লেট ভাঙা ছিল ৷ আগেভাগে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসাতেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : Bikaner Guwahati Express Accident : বিকানের গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কারণ খুঁজতে খতিয়ে দেখা হচ্ছে নাশকতার তত্ত্বও

ডাউন দত্তপুকুর লোকালের এক যাত্রী জানিয়েছেন, বামনগাছি স্টেশনের কাছে হঠাৎই বিকট একটা শব্দ শুনতে পান তাঁরা ৷ সেই শব্দ রেললাইন লাগোয়া বস্তিবাসীর কানেও যায় ৷ ওই আওয়াজে তাঁদের ঘুম ভেঙে যায় ৷ দৌড়ে রেললাইনের কাছে পৌঁছন তাঁরা ৷ দেখেন, লাইনের বেশ খানিকটা অংশ ভেঙে গিয়েছে ৷ সঙ্গে সঙ্গে রেলকর্মীদের খবর দেন বাসিন্দারা ৷ ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতির কাজ শুরু করেন তাঁরা ৷

যে লাইন ধরে ট্রেনটি এগোচ্ছিল, তারই একটি অংশে ফিশপ্লেট ভাঙা ছিল ৷

এর ফলে বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে ৷ ভাঙা ফিশপ্লেটের জায়গায় অন্য ফিশপ্লেট বসানো হয় ৷ সরিয়ে ফেলা হয় অকেজো অংশ ৷ কর্মীরা লাইন সারাইয়ের কাজ শেষ করার পর ফের স্বাভাবিক হয় পরিষেবা ৷ গোটা ঘটনায় আতঙ্কিত নিত্যযাত্রীরা ৷ তাঁদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবেই এমন ঘটনা বারবার ঘটছে ৷ তবে রবিবার ছুটির দিন হওয়ায় বড় কোনও সমস্যা হয়নি ৷ কিন্তু, এই ঘটনাই যদি সপ্তাহের অন্য কোনও কাজের দিনে হত, তাহলে সমস্যায় পড়তে হত অফিসযাত্রীদের ৷ তাছাড়া, বাসিন্দাদের চোখে সমস্যা নজরে না এলে ঘটে যেতে পারত আরও একটা ভয়াবহ দুর্ঘটনা ৷

আরও পড়ুন : Bikaner Guwahati Express Accident : ইঞ্জিনের ত্রুটিতেই বেলাইন বিকানের গুয়াহাটি এক্সপ্রেস ? জানালেন রেলমন্ত্রী

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধেবেলা ময়নাগুড়ির দোমোহনীতে বেলাইন হয়ে যায় বিকানের গুয়াহাটি এক্সপ্রেস ৷ সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ন’জনের মৃত্যু হয়েছে ৷ বামনগাছির ঘটনায় আবারও ফিরল সেই আতঙ্ক ৷ কী কারণে এদিন হঠাৎ বিকট শব্দে ফিশপ্লেট ভাঙল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ ৷

দত্তপুকুর, 16 জানুয়ারি : বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার (Bikaner Guwahati Express Accident) রেশ কাটতে না কাটতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ডাউন দত্তপুকুর লোকাল (Down Dattapukur Local) ৷ রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে শিয়ালদা-বনগাঁ শাখার বামনগাছি স্টেশনের কাছে ৷ রেল সূত্রে জানা গিয়েছে, যে লাইন ধরে ট্রেনটি এগোচ্ছিল, তারই একটি অংশে ফিশপ্লেট ভাঙা ছিল ৷ আগেভাগে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসাতেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : Bikaner Guwahati Express Accident : বিকানের গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কারণ খুঁজতে খতিয়ে দেখা হচ্ছে নাশকতার তত্ত্বও

ডাউন দত্তপুকুর লোকালের এক যাত্রী জানিয়েছেন, বামনগাছি স্টেশনের কাছে হঠাৎই বিকট একটা শব্দ শুনতে পান তাঁরা ৷ সেই শব্দ রেললাইন লাগোয়া বস্তিবাসীর কানেও যায় ৷ ওই আওয়াজে তাঁদের ঘুম ভেঙে যায় ৷ দৌড়ে রেললাইনের কাছে পৌঁছন তাঁরা ৷ দেখেন, লাইনের বেশ খানিকটা অংশ ভেঙে গিয়েছে ৷ সঙ্গে সঙ্গে রেলকর্মীদের খবর দেন বাসিন্দারা ৷ ঘটনাস্থলে পৌঁছে লাইন মেরামতির কাজ শুরু করেন তাঁরা ৷

যে লাইন ধরে ট্রেনটি এগোচ্ছিল, তারই একটি অংশে ফিশপ্লেট ভাঙা ছিল ৷

এর ফলে বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে ৷ ভাঙা ফিশপ্লেটের জায়গায় অন্য ফিশপ্লেট বসানো হয় ৷ সরিয়ে ফেলা হয় অকেজো অংশ ৷ কর্মীরা লাইন সারাইয়ের কাজ শেষ করার পর ফের স্বাভাবিক হয় পরিষেবা ৷ গোটা ঘটনায় আতঙ্কিত নিত্যযাত্রীরা ৷ তাঁদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবেই এমন ঘটনা বারবার ঘটছে ৷ তবে রবিবার ছুটির দিন হওয়ায় বড় কোনও সমস্যা হয়নি ৷ কিন্তু, এই ঘটনাই যদি সপ্তাহের অন্য কোনও কাজের দিনে হত, তাহলে সমস্যায় পড়তে হত অফিসযাত্রীদের ৷ তাছাড়া, বাসিন্দাদের চোখে সমস্যা নজরে না এলে ঘটে যেতে পারত আরও একটা ভয়াবহ দুর্ঘটনা ৷

আরও পড়ুন : Bikaner Guwahati Express Accident : ইঞ্জিনের ত্রুটিতেই বেলাইন বিকানের গুয়াহাটি এক্সপ্রেস ? জানালেন রেলমন্ত্রী

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধেবেলা ময়নাগুড়ির দোমোহনীতে বেলাইন হয়ে যায় বিকানের গুয়াহাটি এক্সপ্রেস ৷ সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ন’জনের মৃত্যু হয়েছে ৷ বামনগাছির ঘটনায় আবারও ফিরল সেই আতঙ্ক ৷ কী কারণে এদিন হঠাৎ বিকট শব্দে ফিশপ্লেট ভাঙল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.