দেগঙ্গা, 28 জানুয়ারি : "দুয়ারে সরকার"-এরর আদলে অন্তঃসত্ত্বাদের জন্য দুয়ারে খাবার বিলি । ভোটের মুখে এই কর্মসূচি ঘিরেই রাজনৈতিক তরজা তুঙ্গে উত্তর 24 পরগনার দেগঙ্গায় ।
দেগঙ্গা ব্লক যুব তৃণমূলের উদ্যোগে মঙ্গলবার থেকে 9টি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে অন্তঃসত্ত্বাদের মধ্যে স্বাস্থ্যসম্মত খাবারের প্যাকেট বিলি । এমনকী অন্তঃসত্ত্বাদের পাশে দাঁড়াতে চালু হয়েছে হেল্পলাইন নম্বরও । স্থানীয় তৃনমূল বিধায়ক রহিমা মণ্ডলের হাত ধরে সূচনা হয় এই কর্মসূচির । তৃণমূলের এই কর্মসূচিকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির ।
"দুয়ারে সরকার" কর্মসূচির মাধ্যমে দেগঙ্গার ব্লকের সাধারণ মানুষের মধ্যে আগেই বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়েছিল প্রশাসনের তরফে । তবে অন্তঃসত্ত্বাদের মধ্যে খাবারের প্যাকেট বিলি নিঃসন্দেহে অভিনব উদ্যোগ । সেই উদ্যোগই গ্রহণ করা হয়েছে দেগঙ্গা ব্লক যুব তৃণমূলের তরফে । গর্ভবতী মায়েদের সুস্থ রাখতে একদিকে স্বাস্থ্যসম্মত খাবার যেমন বিলি করা হচ্ছে অন্যদিকে বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করতে একটি ফোন নম্বরও চালু করা হয়েছে । বুধবার দেগঙ্গার চৌরাশী গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্যাম্প করে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় অন্তঃসত্ত্বাদের হাতে । এদিন সেই প্যাকেট বিলি করেছেন দেগঙ্গা ব্লক যুব তৃণমূলের সভাপতি আনিসুর রহমান ।
আরও পড়ুন : শনিবার ঠাকুরনগরে শাহের সভা, 2 লাখ জমায়েতের টার্গেট বিজেপির
এদিকে, ভোটের মুখে এই প্যাকেট বিলি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । বিজেপি নেতা তরুণকান্তি ঘোষের অভিযোগ,"ভোটের রাজনীতি করতেই এই ধরনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে । তোলাবাজির টাকায় এখন অন্তঃসত্ত্বাদের মধ্যে খাবার বিলির উদ্যোগ নিয়েছে শাসকদল । এসব করে কোনও লাভ হবে না । দেগঙ্গার মানুষ এবার পরিবর্তন আনতে মুখিয়ে রয়েছে ৷" যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল । এই বিষয়ে দেগঙ্গা ব্লক যুব তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বলেন,"কোরোনা আবহে দেগঙ্গা ব্লকে সবথেকে বেশি বিপদে পড়েছেন অন্তঃসত্ত্বাদের পরিবার । অনেকের আর্থিক সামর্থ্য না থাকায় অন্তঃসত্ত্বার মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে পারছে না । তাঁদের অসুবিধার কথা মাথায় রেখেই পুষ্টিকর খাদ্য বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে । বিজেপি সবকিছুতেই রাজনীতি খুঁজে পায় । এছাড়া ওঁদের আর কোনও কাজ নেই ৷"