ETV Bharat / state

হাবড়ায় বাড়ছে সংক্রমণ , সেফ হোমে বাড়ানো হল শয্যা - হাবড়ার বানিপুরে সেফহোম

গতবছর হাবড়ার বানিপুরে 30 শয্যার সেফহোম ছিল ৷ এবছর তা 50 শয্যার হবে বলে জানালেন উত্তর 24 পরগনার জেলাশাসক ৷ আজ করোনা মোকাবিলা বিষয়ে জরুরি বৈঠক হয় জেলাশাসক ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের মধ্যে ৷

হাবড়ায় ৫০ শস্যার সেফহোম চালু করার সিদ্ধান্ত জেলা প্রশাসনের
হাবড়ায় ৫০ শস্যার সেফহোম চালু করার সিদ্ধান্ত জেলা প্রশাসনের
author img

By

Published : May 5, 2021, 9:45 PM IST

হাবড়া, 5 মে : রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রম । উত্তর 24 পরগনার পরিস্থিতিও বেশ উদ্বেগজনক । এর মধ্যে হাবড়ায় রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে । মঙ্গলবার পর্যন্ত হাবরায় করোনায় মৃত্যু হয়েছে 10 জনের । এই পরিস্থিতিতে আজ জরুরি বৈঠক করলেন জেলাশাসক সুমিত গুপ্তা । বৈঠকে উপস্থিত ছিল জেলার স্বাস্থ্য বিভাগের কর্তারা । জেলা প্রশাসনের সিদ্ধান্ত, বানিপুরের সেফহোমে আরও 20টি শয্যা বাড়ানো হবে ৷

আরও পড়ুন : আগামী কাল থেকে বন্ধ লোকাল ট্রেন, কী বলছেন যাত্রীরা ?

হাবড়া পৌরসভার সূত্রে জানা গিয়েছে, হাবড়ায় সেফহোম তৈরির পাশাপাশি করোনা পরীক্ষা করার বিষয়গুলি নিয়ে আজ আলোচনা হয়েছে । ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে করোনা আক্রান্তদের সাহায্যের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে । যেকোনো প্রয়োজনে মানুষ সেখানে ফোন করতে পারবেন ।

বৈঠক শেষে জেলাশাসক বলেন, "গতবছর হাবড়া বানিপুরে 30 শয্যার একটি সেফহোম তৈরি করা হয়েছিল । এবার আমরা সেটা বাড়িয়ে 50 শয্যার তৈরি করতে চলেছি । চলতি সপ্তাহে তা চালু করা হবে ৷ ডাক্তার এবং নার্সদের সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের কাজে লাগানোর চিন্তাভাবনা চলছে ।"

পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নিলিমেশ দাস এবিষয়ে বলেন, "হাবড়ায় এই মুহূর্তে দুশোর বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছে । যার মধ্যে 17 জন হাসপাতালে ভর্তি । বাকিরা রয়েছেন সেফহোমে । এখানে অক্সিজেনের কিছুটা অভাবও রয়েছে । যা হাবড়া পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে যোগান দেওয়ার চেষ্টা চলছে । অক্সিজেনের ঘাটতি মেটাতে একটি অক্সিজেন পার্লার তৈরির কথা চলছে ৷

হাবড়া, 5 মে : রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রম । উত্তর 24 পরগনার পরিস্থিতিও বেশ উদ্বেগজনক । এর মধ্যে হাবড়ায় রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে । মঙ্গলবার পর্যন্ত হাবরায় করোনায় মৃত্যু হয়েছে 10 জনের । এই পরিস্থিতিতে আজ জরুরি বৈঠক করলেন জেলাশাসক সুমিত গুপ্তা । বৈঠকে উপস্থিত ছিল জেলার স্বাস্থ্য বিভাগের কর্তারা । জেলা প্রশাসনের সিদ্ধান্ত, বানিপুরের সেফহোমে আরও 20টি শয্যা বাড়ানো হবে ৷

আরও পড়ুন : আগামী কাল থেকে বন্ধ লোকাল ট্রেন, কী বলছেন যাত্রীরা ?

হাবড়া পৌরসভার সূত্রে জানা গিয়েছে, হাবড়ায় সেফহোম তৈরির পাশাপাশি করোনা পরীক্ষা করার বিষয়গুলি নিয়ে আজ আলোচনা হয়েছে । ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে করোনা আক্রান্তদের সাহায্যের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে । যেকোনো প্রয়োজনে মানুষ সেখানে ফোন করতে পারবেন ।

বৈঠক শেষে জেলাশাসক বলেন, "গতবছর হাবড়া বানিপুরে 30 শয্যার একটি সেফহোম তৈরি করা হয়েছিল । এবার আমরা সেটা বাড়িয়ে 50 শয্যার তৈরি করতে চলেছি । চলতি সপ্তাহে তা চালু করা হবে ৷ ডাক্তার এবং নার্সদের সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের কাজে লাগানোর চিন্তাভাবনা চলছে ।"

পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নিলিমেশ দাস এবিষয়ে বলেন, "হাবড়ায় এই মুহূর্তে দুশোর বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছে । যার মধ্যে 17 জন হাসপাতালে ভর্তি । বাকিরা রয়েছেন সেফহোমে । এখানে অক্সিজেনের কিছুটা অভাবও রয়েছে । যা হাবড়া পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে যোগান দেওয়ার চেষ্টা চলছে । অক্সিজেনের ঘাটতি মেটাতে একটি অক্সিজেন পার্লার তৈরির কথা চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.