ETV Bharat / state

Dilip Ghosh : চাপে পড়ে হয়তো তৃণমূলে গিয়েছেন, ভুল বুঝতে পেরেছেন; মুকুল প্রসঙ্গে মন্তব্য দিলীপের

author img

By

Published : Aug 18, 2021, 10:44 AM IST

Updated : Aug 18, 2021, 1:09 PM IST

বিধানসভায় মুকুলের হাজিরা না দেওয়া, কয়েকদিন ধরে তাঁর অসংলগ্ন কথাবার্তা থেকে শুরু করে বিজেপির শহিদ সম্মান যাত্রায় বিশৃঙ্খলা-সহ আরও নানা ইস্যুতে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

কলকাতা, 18 অগস্ট : কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে মুকুল রায় অসংলগ্ন কথা বলছেন । তৃণমূলে থেকেও তাঁকে বলতে শোনা গিয়েছে "ভারতীয় জনতা পার্টির হয়ে বলছি"...যা শাসকদলের অস্বস্তি বাড়িয়েছে । এই নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল । এবার এই বিষয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । আজ নিউটাউনে প্রাতঃভ্রমণ করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুকুল রায় হয়ত এতদিনে তাঁর ভুল বুঝতে পেরেছেন । চাপে পড়ে তৃণমূলে গিয়েছেন । তাই এখন এইধরনের কথা বলছেন । অন্যদিকে, বিধানসভায় মুকুলের হাজিরা না দেওয়ার বিষয়েও সরব হয়েছেন দিলীপ ঘোষ ।

মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই নিয়ে তিনি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগও করেন । অভিযোগের ভিত্তিতে গতকাল শুনানি ছিল । শুনানিতে দুই পক্ষকেই হাজির থাকার নির্দেষ দিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় । সেখানে শুভেন্দু উপস্থিত থাকলেও শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দেন মুকুল রায় । একমাস সময় চেয়ে নেন তিনি । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "বিধানসভায় যাওয়ার মুখ নেই । যারা পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করেছেন, গণতন্ত্রকে ক্ষত বিক্ষত করেছেন, নির্বাচন পদ্ধতিকেও কলুষিত করেছেন । তারা জানেন যে, এটা অন্যায় । বেশিদিন টিকবে না । আমরাও আইনি পথে গিয়েছি । মামলা করেছি । আইনি পথে যতটা যেতে হয়, আমরা যাব ।" উল্লেখ্য, গতকাল মুকুল না আসায় ও শুনানি স্থগিত হয়ে যাওয়ায় মকুলের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলে জানিয়ে দেন শুভেন্দু ।

গত কয়েকদিন ধরেই মুকুল রায় অসংলগ্ন কথা বলছিলেন । কখনও বিজেপি, কখনও তৃণমূলে আছেন বলে শাসকদলের অস্বস্তি বাড়াচ্ছিলেন ৷ কিন্তু, তখন থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, মুকুল রায়ের মতো একজন দুঁদে রাজনীতিক কীভাবে এমন ভুল করবেন ? নাকি সবটাই তাঁর রাজনৈতিক কৌশল। এই বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সেটা কী, শারীরিক অসুস্থতা না কি তা উনি জানেন । তিনি হয়ত বুঝতে পরেছেন, কাজটা ঠিক হয়নি । কারও চাপে পড়ে তৃণমূলে গিয়েছেন । তবে মানুষ এটা স্বাভাবিকভাবে নিচ্ছে না ।

মুকুল প্রসঙ্গে কী মন্তব্য করলেন দিলীপ ঘোষ ? শুনে নিন...

আরও পড়ুন, Mukul Roy : এবার বিধানসভা চত্বরে বেফাঁস মুকুল, কৃষ্ণনগরে বিজেপির হয়ে দাঁড়ালেই জিতবেন

গতকাল থেকে শুরু হয়েছে বিজেপির নতুন কর্মসূচি "শহিদ সম্মান যাত্রা" । চার কেন্দ্রীয় মন্ত্রী এর নেতৃত্ব দিচ্ছেন । তবে এই কর্মসূচি নিয়ে গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়েছে । পুলিশ তাদের পথ আটকেছে বলে অভিযোগ তাদের । অন্যদিকে, পুলিশের দাবি, এই কর্মসূচি পালনে বিজেপিকে কোনও অনুমতি দেওয়া হয়নি । এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "শহিদ সম্মান যাত্রা"-র মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন মন্ত্রীরা । সেখানেও মন্ত্রী, বিরোধী দলনেতাকে গ্রেফতার করা হচ্ছে । কারওর কোনও ব্যাক্তি স্বাধীনতা নেই ।

কলকাতা, 18 অগস্ট : কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে মুকুল রায় অসংলগ্ন কথা বলছেন । তৃণমূলে থেকেও তাঁকে বলতে শোনা গিয়েছে "ভারতীয় জনতা পার্টির হয়ে বলছি"...যা শাসকদলের অস্বস্তি বাড়িয়েছে । এই নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল । এবার এই বিষয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । আজ নিউটাউনে প্রাতঃভ্রমণ করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুকুল রায় হয়ত এতদিনে তাঁর ভুল বুঝতে পেরেছেন । চাপে পড়ে তৃণমূলে গিয়েছেন । তাই এখন এইধরনের কথা বলছেন । অন্যদিকে, বিধানসভায় মুকুলের হাজিরা না দেওয়ার বিষয়েও সরব হয়েছেন দিলীপ ঘোষ ।

মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই নিয়ে তিনি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগও করেন । অভিযোগের ভিত্তিতে গতকাল শুনানি ছিল । শুনানিতে দুই পক্ষকেই হাজির থাকার নির্দেষ দিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় । সেখানে শুভেন্দু উপস্থিত থাকলেও শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দেন মুকুল রায় । একমাস সময় চেয়ে নেন তিনি । এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "বিধানসভায় যাওয়ার মুখ নেই । যারা পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করেছেন, গণতন্ত্রকে ক্ষত বিক্ষত করেছেন, নির্বাচন পদ্ধতিকেও কলুষিত করেছেন । তারা জানেন যে, এটা অন্যায় । বেশিদিন টিকবে না । আমরাও আইনি পথে গিয়েছি । মামলা করেছি । আইনি পথে যতটা যেতে হয়, আমরা যাব ।" উল্লেখ্য, গতকাল মুকুল না আসায় ও শুনানি স্থগিত হয়ে যাওয়ায় মকুলের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলে জানিয়ে দেন শুভেন্দু ।

গত কয়েকদিন ধরেই মুকুল রায় অসংলগ্ন কথা বলছিলেন । কখনও বিজেপি, কখনও তৃণমূলে আছেন বলে শাসকদলের অস্বস্তি বাড়াচ্ছিলেন ৷ কিন্তু, তখন থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, মুকুল রায়ের মতো একজন দুঁদে রাজনীতিক কীভাবে এমন ভুল করবেন ? নাকি সবটাই তাঁর রাজনৈতিক কৌশল। এই বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সেটা কী, শারীরিক অসুস্থতা না কি তা উনি জানেন । তিনি হয়ত বুঝতে পরেছেন, কাজটা ঠিক হয়নি । কারও চাপে পড়ে তৃণমূলে গিয়েছেন । তবে মানুষ এটা স্বাভাবিকভাবে নিচ্ছে না ।

মুকুল প্রসঙ্গে কী মন্তব্য করলেন দিলীপ ঘোষ ? শুনে নিন...

আরও পড়ুন, Mukul Roy : এবার বিধানসভা চত্বরে বেফাঁস মুকুল, কৃষ্ণনগরে বিজেপির হয়ে দাঁড়ালেই জিতবেন

গতকাল থেকে শুরু হয়েছে বিজেপির নতুন কর্মসূচি "শহিদ সম্মান যাত্রা" । চার কেন্দ্রীয় মন্ত্রী এর নেতৃত্ব দিচ্ছেন । তবে এই কর্মসূচি নিয়ে গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়েছে । পুলিশ তাদের পথ আটকেছে বলে অভিযোগ তাদের । অন্যদিকে, পুলিশের দাবি, এই কর্মসূচি পালনে বিজেপিকে কোনও অনুমতি দেওয়া হয়নি । এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "শহিদ সম্মান যাত্রা"-র মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন মন্ত্রীরা । সেখানেও মন্ত্রী, বিরোধী দলনেতাকে গ্রেফতার করা হচ্ছে । কারওর কোনও ব্যাক্তি স্বাধীনতা নেই ।

Last Updated : Aug 18, 2021, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.