ETV Bharat / state

Dilip Ghosh: দুর্গাপুজো থেকে ভ্যাকসিন বণ্টন সবকিছুতেই রাজনীতি হচ্ছে, তৃণমূল কংগ্রসকে আক্রমণ দিলীপের - Durgapuja

বিধানসভার ঘরে সব্যসাচী দত্তের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার ঘটনার সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ বাদ গেল না মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো উদ্বোধন, ভ্যাকসিন বণ্টন ৷

দলীয় অনুষ্ঠানে দিলীপ ঘোষ
দলীয় অনুষ্ঠানে দিলীপ ঘোষ
author img

By

Published : Oct 10, 2021, 11:25 AM IST

বসিরহাট, 10 অক্টোবর : বিধানসভা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে । দুর্গাপুজো থেকে ভ্যাকসিন, সবকিছুতে রাজ্যে তৃণমূলের রাজনীতি চলছে । শনিবার বসিরহাটের টাকিতে দলীয় একটি কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ । বিজেপির টাকি পৌর মণ্ডলের উদ্যোগে এদিন রক্তদান, স্বাস্থ্য শিবির এবং বস্ত্রদান কর্মসূচি আয়োজিত হয় । এই কর্মসূচিতে যোগ দিতে আসেন দিলীপ ঘোষ, ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ, দলের যুব মোর্চার জেলা সভাপতি পলাশ সরকার-সহ অন্যরা ।

সম্প্রতি বিজেপি ছেড়ে পুরনো দল তৃণমূলে ফের নাম লেখান সব্যসাচী দত্ত । বিধানসভায় গিয়ে তিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তৃণমূলের ঝান্ডা তুলে নেন হাতে। বিধানসভায় এমন ঘটনায় গণতন্ত্র, সংবিধান লঙ্ঘন নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বাম নেতা সুজন চক্রবর্তী ৷ সেই প্রসঙ্গে এদিন দিলীয় ঘোষও শাসকদলকে খোঁচা দিয়ে বলেন, "এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিধানসভায় তৃণমূলের যোগদান কর্মসূচি হয়েছে । বিধানসভা, নবান্ন কোনও কিছুই বাদ নেই । সব জায়গাকেই শাসকদল ব্যবহার করছে রাজনীতি হিসেবে । দুর্গাপুজো থেকে শুরু করে ভ্যাকসিন বণ্টন সবকিছুতেই এখন তৃণমূলের রাজনীতি চলছে ।" তাঁর দাবি পশ্চিমবঙ্গে এত রাজনীতিকরণ আগে কখনও দেখা যায়নি । এটা খুব দুর্ভাগ্যজনক বলে আক্ষেপ করেন তিনি । এতে রাজ্য ক্রমশ পিছিয়ে যাচ্ছে বলেও মনে করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন : Sabyasachi Dutta: পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে সব্যসাচী

বিজেপি নেতা বলেন, "স্বয়ং মুখ্যমন্ত্রী সরকারি অফিস নবান্নে বসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করছেন । সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীর নামে গালাগালি করছেন । ফলে পশ্চিমবঙ্গের কোনও কিছুই এখন রাজনীতির বাইরে নেই । চোর, ডাকাত, গুন্ডা, মস্তান কেউই বাদ যাচ্ছে না । সমস্ত স্তরেই রাজনীতিকরণ হয়ে গিয়েছে"।

এদিন নাম না করে মুখ্যমন্ত্রীর পুজো উদ্ধোধনকেও কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ । এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "একজনই পশ্চিমবঙ্গের সমস্ত দুর্গাপুজোর উদ্ধোধন করছেন । আর কি কেউ নেই ? আসলে পার্টির অন্য নেতাদের সুযোগ দেওয়া হচ্ছে না।" ভ্যাকসিন বণ্টন নিয়ে দিলীপ ঘোষ বলেন, "সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছে না । উল্টে করোনার টিকা নিতে গিয়ে মৃত্যু হচ্ছে মানুষের । তৃণমূল না করলে পশ্চিমবঙ্গে ভ্যাকসিন পাওয়া যাবে না । তৃণমূলের নেতার থেকে স্লিপ পেলে ভ্যাকসিন পাওয়া যাবে"

এদিকে এই কর্মসূচির পর বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী যাদবপুর এলাকা পরিদর্শনে যান । কথা বলেন সীমান্তের গ্রামের বাসিন্দাদের সঙ্গে । তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এদিন বিএসএফ (BSF) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন স্বরাষ্ট্র দফতরের স্ট্যান্ডিং কমিটির সদস্য দিলীপ ঘোষ ।

বসিরহাট, 10 অক্টোবর : বিধানসভা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে । দুর্গাপুজো থেকে ভ্যাকসিন, সবকিছুতে রাজ্যে তৃণমূলের রাজনীতি চলছে । শনিবার বসিরহাটের টাকিতে দলীয় একটি কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ । বিজেপির টাকি পৌর মণ্ডলের উদ্যোগে এদিন রক্তদান, স্বাস্থ্য শিবির এবং বস্ত্রদান কর্মসূচি আয়োজিত হয় । এই কর্মসূচিতে যোগ দিতে আসেন দিলীপ ঘোষ, ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ, দলের যুব মোর্চার জেলা সভাপতি পলাশ সরকার-সহ অন্যরা ।

সম্প্রতি বিজেপি ছেড়ে পুরনো দল তৃণমূলে ফের নাম লেখান সব্যসাচী দত্ত । বিধানসভায় গিয়ে তিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তৃণমূলের ঝান্ডা তুলে নেন হাতে। বিধানসভায় এমন ঘটনায় গণতন্ত্র, সংবিধান লঙ্ঘন নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বাম নেতা সুজন চক্রবর্তী ৷ সেই প্রসঙ্গে এদিন দিলীয় ঘোষও শাসকদলকে খোঁচা দিয়ে বলেন, "এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিধানসভায় তৃণমূলের যোগদান কর্মসূচি হয়েছে । বিধানসভা, নবান্ন কোনও কিছুই বাদ নেই । সব জায়গাকেই শাসকদল ব্যবহার করছে রাজনীতি হিসেবে । দুর্গাপুজো থেকে শুরু করে ভ্যাকসিন বণ্টন সবকিছুতেই এখন তৃণমূলের রাজনীতি চলছে ।" তাঁর দাবি পশ্চিমবঙ্গে এত রাজনীতিকরণ আগে কখনও দেখা যায়নি । এটা খুব দুর্ভাগ্যজনক বলে আক্ষেপ করেন তিনি । এতে রাজ্য ক্রমশ পিছিয়ে যাচ্ছে বলেও মনে করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷

আরও পড়ুন : Sabyasachi Dutta: পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে সব্যসাচী

বিজেপি নেতা বলেন, "স্বয়ং মুখ্যমন্ত্রী সরকারি অফিস নবান্নে বসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করছেন । সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীর নামে গালাগালি করছেন । ফলে পশ্চিমবঙ্গের কোনও কিছুই এখন রাজনীতির বাইরে নেই । চোর, ডাকাত, গুন্ডা, মস্তান কেউই বাদ যাচ্ছে না । সমস্ত স্তরেই রাজনীতিকরণ হয়ে গিয়েছে"।

এদিন নাম না করে মুখ্যমন্ত্রীর পুজো উদ্ধোধনকেও কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ । এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "একজনই পশ্চিমবঙ্গের সমস্ত দুর্গাপুজোর উদ্ধোধন করছেন । আর কি কেউ নেই ? আসলে পার্টির অন্য নেতাদের সুযোগ দেওয়া হচ্ছে না।" ভ্যাকসিন বণ্টন নিয়ে দিলীপ ঘোষ বলেন, "সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছে না । উল্টে করোনার টিকা নিতে গিয়ে মৃত্যু হচ্ছে মানুষের । তৃণমূল না করলে পশ্চিমবঙ্গে ভ্যাকসিন পাওয়া যাবে না । তৃণমূলের নেতার থেকে স্লিপ পেলে ভ্যাকসিন পাওয়া যাবে"

এদিকে এই কর্মসূচির পর বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী যাদবপুর এলাকা পরিদর্শনে যান । কথা বলেন সীমান্তের গ্রামের বাসিন্দাদের সঙ্গে । তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এদিন বিএসএফ (BSF) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন স্বরাষ্ট্র দফতরের স্ট্যান্ডিং কমিটির সদস্য দিলীপ ঘোষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.