ETV Bharat / state

গাইঘাটায় বাংলাদেশ সীমান্তে উদ্ধার ব্যক্তির দেহ

author img

By

Published : Jun 22, 2020, 7:05 AM IST

হালিশহরের এক ব্যক্তির দেহ পাওয়া গেল গাইঘাটার বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় । তবে মৃত্যুর কারণ জানা যায়নি । তদন্ত শুরু হয়েছে ।

ছবি
ছবি

গাইঘাটা, 22 জুন: বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গাইঘাটার আংরাইল এলাকা থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ । মৃতের নাম গোবিন্দচন্দ্র দাস । বাড়ি হালিশহরে । লকডাউনের আগে তিনি বাংলাদেশে এক আত্মীয়র বাড়ি গেছিলেন । সেখানেই আটকে পড়েন । পুলিশ জানিয়েছে, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল গাইঘাটার আংরাইল সীমান্ত লাগোয়া জমিতে কাজে যাচ্ছিলেন কয়েকজন । সেখানেই একটি জমিতে মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা । খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । মৃতের কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্র দেখে পুলিশ তাঁকে চিহ্নিত করে ।

ওই ব্যক্তি ক্যানসারে আক্রান্ত ছিলেন । দীর্ঘদিন বাংলাদেশে আত্মীয়র বাড়িতে আটকে থাকায় বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন । ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি দালালদের মাধ্যমে রাজ্যে ঢোকার চেষ্টা করেন। কিন্তু গত দু'দিন ধরে তাঁর সঙ্গে পরিবারের সদস্যরা কোনও যোগাযোগ করতে পারেননি । সীমান্তবর্তী থানা ও BSF-কেও বিষয়টি জানানো হয়েছিল ।

কীভাবে মৃত্যু হল তা বুঝতে পারছে না তাঁর পরিবার । গাইঘাটা থানার পুলিশের অনুমান, অসুস্থ হয়েই তাঁর মৃত্যু হয়েছে । তারপর দেহটি কেউ সেখানে ফেলে রেখে গেছে। মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন নেই ।

গাইঘাটা, 22 জুন: বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গাইঘাটার আংরাইল এলাকা থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ । মৃতের নাম গোবিন্দচন্দ্র দাস । বাড়ি হালিশহরে । লকডাউনের আগে তিনি বাংলাদেশে এক আত্মীয়র বাড়ি গেছিলেন । সেখানেই আটকে পড়েন । পুলিশ জানিয়েছে, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল গাইঘাটার আংরাইল সীমান্ত লাগোয়া জমিতে কাজে যাচ্ছিলেন কয়েকজন । সেখানেই একটি জমিতে মৃতদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা । খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । মৃতের কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্র দেখে পুলিশ তাঁকে চিহ্নিত করে ।

ওই ব্যক্তি ক্যানসারে আক্রান্ত ছিলেন । দীর্ঘদিন বাংলাদেশে আত্মীয়র বাড়িতে আটকে থাকায় বাড়ি ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন । ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি দালালদের মাধ্যমে রাজ্যে ঢোকার চেষ্টা করেন। কিন্তু গত দু'দিন ধরে তাঁর সঙ্গে পরিবারের সদস্যরা কোনও যোগাযোগ করতে পারেননি । সীমান্তবর্তী থানা ও BSF-কেও বিষয়টি জানানো হয়েছিল ।

কীভাবে মৃত্যু হল তা বুঝতে পারছে না তাঁর পরিবার । গাইঘাটা থানার পুলিশের অনুমান, অসুস্থ হয়েই তাঁর মৃত্যু হয়েছে । তারপর দেহটি কেউ সেখানে ফেলে রেখে গেছে। মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.