ETV Bharat / state

Tawha Siddiqui : ত্বহা সিদ্দিকীর বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগ বিজেপি'র - ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে ফের পুলিশে বিজেপি

ফুরফুরা শরিফের পীরজাদার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ দায়ের হল বিধাননগর সাইবার ক্রাইম থানায় (Tawha Siddiqui)।

cyber crime complain against Tawha Siddiqui in Saltlake
বিধাননগর সাইবার ক্রাইম থানা
author img

By

Published : Jun 15, 2022, 9:23 PM IST

বিধাননগর, 15 জুন : সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠল ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে । বুধবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল বিধাননগর সাইবার ক্রাইম থানায় (cyber crime complain against Tawha Siddiqui in Saltlake)। অভিযোগ দায়ের করলেন বিজেপি কলকাতা উত্তর শহরতলীর জেলা কমিটির সদস্য সমরুদ্ধ দাস ।

সমরুদ্ধ দাসর অভিযোগ, কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর একটি ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে শোনা যাচ্ছে, বিদ্বেষমূলক মন্তব্য করছেন তিনি । ওই বক্তব্যের বিরুদ্ধেই অভিযোগ জানান তিনি ।

আজ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন সমরুদ্ধ দাস । দ্রুত যাতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেই আবেদনও জানান তিনি । তবে পুলিশ পদক্ষেপ না নিলে আদালতে দ্বারস্থ হবেন বলে জানান সমরুদ্ধ।

আরও পড়ুন : BJP MLAs Suspension: জমা পড়েনি ত্রুটিমুক্ত আবেদন, এখনও সাসপেন্ড বিজেপি'র সাত বিধায়ক

এর আগে এই মন্তব্যের জেরে ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে গোলাবাড়ি থানায় দায়ের হয় এফআইআর ৷ অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি রাজ্য নেতা উমেশ রাই ।

বিধাননগর, 15 জুন : সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠল ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে । বুধবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল বিধাননগর সাইবার ক্রাইম থানায় (cyber crime complain against Tawha Siddiqui in Saltlake)। অভিযোগ দায়ের করলেন বিজেপি কলকাতা উত্তর শহরতলীর জেলা কমিটির সদস্য সমরুদ্ধ দাস ।

সমরুদ্ধ দাসর অভিযোগ, কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর একটি ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে শোনা যাচ্ছে, বিদ্বেষমূলক মন্তব্য করছেন তিনি । ওই বক্তব্যের বিরুদ্ধেই অভিযোগ জানান তিনি ।

আজ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন সমরুদ্ধ দাস । দ্রুত যাতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেই আবেদনও জানান তিনি । তবে পুলিশ পদক্ষেপ না নিলে আদালতে দ্বারস্থ হবেন বলে জানান সমরুদ্ধ।

আরও পড়ুন : BJP MLAs Suspension: জমা পড়েনি ত্রুটিমুক্ত আবেদন, এখনও সাসপেন্ড বিজেপি'র সাত বিধায়ক

এর আগে এই মন্তব্যের জেরে ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে গোলাবাড়ি থানায় দায়ের হয় এফআইআর ৷ অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি রাজ্য নেতা উমেশ রাই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.