বনগাঁ, 7 সেপ্টেম্বর : বনগাঁর BJP সাংসদ শান্তনু ঠাকুরের নামে পোস্টার পড়ল এলাকায় ৷ মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের গেটের পাশেই পোস্টারগুলি পড়ে । পোস্টারে লাল কালি দিয়ে লেখা, '50 লাখ টাকা দামের গাড়ি, 60 লাখ টাকার হীরের হার ও তিন লাখ টাকা দামের তিনটি মোবাইল শান্তনু ঠাকুরকে কারা দিল ? BJP কর্মীরা, জবাব চাই । শান্তনু ঠাকুরের মতো লোক মতুয়া সমাজের লজ্জা ৷'
এছাড়াও তাঁর নাম করে কাটমানি পোস্টার লেখা হয় ৷ চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে, বিধানসভায় টিকিট পাইয়ে দেওয়ার নামে টাকা তোলা হচ্ছে, এরকম নানাবিধ অভিযোগ নিয়ে হাতে লেখা তিনটি পোস্টার পড়ে মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে । তবে পোস্টার পড়ার কিছু সময় পরে সেগুলি ছিঁড়ে ফেলে কেউ বা কারা ৷
পোস্টার পড়ার বিষয় রাজ্যের শাসকদলকেই দায়ি করেছেন চাঁদপাড়া পূর্ব মণ্ডলের BJP সভাপতি চন্দ্রকান্ত দাস ৷ তিনি বলেন, "শান্তনু ঠাকুর সাংসদ হিসেবে বহু মানুষের সমর্থন পেয়েছেন ৷ জেতার পরে তাঁর জনপ্রিয়তা বেড়েছে ৷ প্রথম অধিবেশনে বলিষ্ঠ বক্তব্যের মধ্যে দিয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন ৷ জাতীয় সড়কের সমস্যার কথাও তুলে ধরেছেন ৷ এসবের জন্যই ওরা সিঁদুরে মেঘ দেখছে ৷ তাই শান্তনুর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে ৷ তবে পোস্টার পড়েছে বলে আমার জানা নেই ৷" তিনি আরও বলেন, "উনি যে লাখ লাখ টাকার গাড়ি, মোবাইল কিনেছেন সেই বিষয়ে কারোর কাছে যদি প্রমাণ থাকে তাহলে সে বা তারা নির্দিষ্ট জায়গায় এসে অভিযোগ জানাক ৷ মিথ্যা কথা কারোর নামে বলে দিলেই তো হয় না ৷ যারা এই কুৎসা রটাচ্ছে বা কেউ যদি পোস্টারিং করে থাকে তাদের কাছে প্রমাণ থাকলে তারা নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাক ৷ শুধুমাত্র BJP-র সাংসদ হিসেবে এবং ঠাকুরবাড়ির ষষ্ঠ উত্তরসূরির বিরুদ্ধে কুৎসা রটানোর জন্যই গভীর চক্রান্ত করা হচ্ছে ৷"
অপরদিকে উত্তর 24 পরগনার তৃণমূল কংগ্রেস যুব কার্যকরী সভাপতি অভিজিৎ বিশ্বাস বলেন, "ভোটের আগে থেকেই আমরা বলে আসছিলাম মোদির মিটিং করার জন্য শান্তনু 2 কোটি টাকা পেয়েছে ৷ বিভিন্ন কাজের জন্য যে টাকা পেয়েছিল তার থেকে কিছু টাকা সরিয়ে রেখেছিল ৷ আমরা BJP-র ভেতর থেকেই এই কথাটা শুনেছি ৷ এই পোস্টার আমাদের যে বক্তব্য ছিল তাকেই সমর্থন করছে ৷ প্রমাণ হচ্ছে যে আমরা সেদিন যে কথাগুলো বলেছিলাম সেগুলোই ঠিক ৷ শান্তনু ঠাকুর মতুয়া সমাজটাকে উগ্র হিন্দুত্ববাদের কাছে বিক্রি করে দিল ৷ পোস্টার যে পড়েছে সেটা এই ঘটনাগুলোরই বহিঃপ্রকাশ ৷"