ব্যারাকপুর, 26 জুলাই : ফের বাম-কংগ্রেস জোট ? 2021 সালে বিধানসভা নির্বাচনে কি এই দুই দলকে একসঙ্গে লড়তে দেখা যাবে? এই প্রশ্নকে আরও একবার উসকে দিল ব্যারাকপুরের বিক্ষোভ সমাবেশ ৷ একই মঞ্চে পাশাপাশি বক্তৃতা রাখল বাম-কংগ্রেস নেতৃত্ব ৷
গত 25 জুন শান্তি মিছিলের পর আজ ফের মিলিত হল বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷ আজ ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে এলাকার চিড়িয়ামোড়ে পুলিশ কমিশনারেটের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় দুই দল ৷ এই বিক্ষোভ সমাবেশে এক মঞ্চে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, মঞ্জুকুমার মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র প্রমুখ ।
কাঁকিনাড়া-ভাটপাড়া এলাকার অশান্তির প্রতিবাদে বাম-কংগ্রেসের একসঙ্গে পথ চলাকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে । এদিনের মিছিল প্রসঙ্গে সোমেন মিত্র বলেন, ''এই দুই দল একসঙ্গে পথ চলছে এবং আগামীদিনে চলবে ।" অন্যদিকে বিমান বসু বলেন, "রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য তৃণমূল ও BJP-কে বাদ দিয়ে সমস্ত দলকে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে পথ চলতে চাই ।"
ভাটপাড়ায় গত 25 জুনের শান্তি মিছিলে লাভ হয়নি, দাবি বাম-কংগ্রেস নেতৃত্বের ৷ তারা জানায়, 4 পুলিশ কমিশনার বদল হলেও পরিস্থিতির বদল ঘটেনি এতটুকু । এখনও পর্যন্ত আটজনের মৃত্যু ছাড়াও বহু রক্ত ঝরেছে । ওই দিন শান্তি মিছিল করার পর পুলিশ কমিশনার মনোজ ভার্মার কাছে শান্তি প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয় । সেই সময় পুলিশ কমিশনার সাতদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছিলেন । কিন্তু সেই পরিস্থিতির উন্নতি না হওয়ায় ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে আজ (শুক্রবার) ফের মিছিল করে বাম-কংগ্রেস নেতৃত্ব ৷
দু'পক্ষই ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকার পরিস্থিতির জন্য তৃণমূল ও BJP দু'পক্ষকেই দায়ি করেছেন । বিমানবাবু মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কটাক্ষ করে বলেন, "এই ভাবে ঘুরে না বেড়িয়ে ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য কঠোর হাতে ব্যবস্থা নেওয়া উচিত ।''
মহম্মদ সেলিম বক্তব্য রাখার সময় বলেন, "কাঁকিনাড়া থেকে বাঁশবেড়িয়া, ভাটপাড়া থেকে রায়গঞ্জ সর্বত্র পরিস্থিতি অশান্ত করে তুলছে দুটি দল ৷"
অন্যদিকে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে বাম-কংগ্রেসের এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ব্যস্ততম দুটি রাস্তায় ব্যাপক যানজট হয় ৷ অসুবিধার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের ।