ETV Bharat / state

খুনে অভিযুক্ত দলীয় সদস‍্যকে বরণ বারাসত CPI(M) নেতৃত্বের - খুনে অভিযুক্ত দলীয় সদস‍্যকে বরণ বারাসত CPI(M) নেতৃত্বের

প্রায় 13 মাস পর গতরাতে দমদম সেন্ট্রাল জেল থেকে জামিনে ছাড়া পান আমডাঙায় CPI(M)-র সদস্য এন্তাজুল মণ্ডল ৷ তাঁর বিরুদ্ধে খুন, মাদক দ্রব্য, আর্মস কেস সহ মোট আটটি মামলা রয়েছে ৷ গতকাল তাঁর জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট ৷ এরপরই তাঁকে অভ্যর্থনা জানাতে দমদম সেন্ট্রাল জেলে যান CPI(M)-র জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য আহমেদ আলি খান ও গার্গী চ্যাটার্জি ৷

এন্তাজুল মণ্ডল
author img

By

Published : Sep 21, 2019, 5:42 PM IST

Updated : Sep 21, 2019, 9:36 PM IST

বারাসত, 21 সেপ্টেম্বর : খুনে অভিযুক্ত পঞ্চায়েত সদস‍্যকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিল CPI(M) জেলা নেতৃত্ব ৷ প্রায় 13 মাস পর গতরাতে দমদম সেন্ট্রাল জেল থেকে জামিনে ছাড়া পান আমডাঙায় CPI(M)-র সদস্য এন্তাজুল মণ্ডল ৷ তাঁর বিরুদ্ধে খুন, মাদক দ্রব্য, আর্মস কেস সহ মোট আটটি মামলা রয়েছে ৷ গতকাল তাঁর জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট ৷ এরপরই তাঁকে অভ্যর্থনা জানাতে দমদম সেন্ট্রাল জেলে যান CPI(M)-র জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য আহমেদ আলি খান ও গার্গী চ্যাটার্জি ৷ জেল থেকে বাইরে বেরোতেই এন্তাজুলকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তাঁরা ৷

got bail
এন্তাজুল মণ্ডল

আহমেদ আলি খান বলেন, "তৃণমূল ও পুলিশ চক্রান্ত করে আমডাঙার মোট 126 জন নেতা ও কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল ৷ এরমধ্যে দলের পঞ্চায়েত সদস্য এন্তাজুল মণ্ডল‌েরও নাম রয়েছে ৷ খুন, গাঁজা, জালনোট পাচারসহ মোট আটটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এভাবে মিথ্যা মামলা করে আমাদের মনোবল ভাঙা যাবে না ৷" তিনি আরও বলেন, "এখনও আমাদের 6জন পঞ্চায়েত সদস্য ও 2 জন নেতাকে জেলে আটকে রাখা হয়েছে ৷ হাইকোর্টের কাছে আমরা কৃতজ্ঞ, যে এন্তাজুলের জামিন মঞ্জুর করেছে৷ বাকিদের জামিনের ক্ষেত্রেও হাইকোর্টের ওপর ভরসা রয়েছে আমাদের ৷"

এবিষয়ে আমডাঙা ব্লক তৃণমূলের সভাপতি জ্যোতির্ময় দত্ত বলেন, "এটাই CPI(M)-র সংস্কৃতি ৷ তাঁরা খুনে অভিযুক্তকে ফুলের মালা দিয়ে বরণ করবেই । এর থেকে বেশি কিছু আশা করা যায় না ৷" যদিও, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানোর হয়েছে বলে দাবি করেন এন্তাজুল ৷

2018 সালের 28 অগাস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল ও CPI(M) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল আমডাঙার বহিসগাছি ৷ বোমা ও গুলিতে প্রাণ হারিয়েছিলেন চারজন ৷ এই ঘটনায় আমডাঙার পঞ্চায়েত সমিতির সদস্য ও CPI(M) নেতা জাকির বুল্লুকের নাম জড়ায় ৷ এছাড়াও CPI(M)-র 43 জন নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ এরমধ্যে CPI(M)-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ আলি খান‌ও ছিল ৷ সম্প্রতি, হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পান জাকির বুল্লুক, আহমেদ আলি খানসহ CPI(M)-র 37 জন নেতা ও কর্মী ৷ গতকাল জামিনে ছাড়া পান CPI(M)-র পঞ্চায়েত সদস্য এন্তাজুল মন্ডল‌৷ সূত্রের খবর, গ্রেপ্তার হ‌ওয়া 44 জন নেতা ও কর্মীর মধ্যে এখনও জেলে বন্দী রয়েছেন 6 জন ৷প্রসঙ্গত, দু-দিন আগে জামিনে ছাড়া পাওয়া CPI(M)-র 22 জন কর্মীকে আমডাঙায় নিয়ে গিয়ে মালা দিয়ে বরণ করেছিল CPI(M) নেতৃত্ব ৷ এবার ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ৷

বারাসত, 21 সেপ্টেম্বর : খুনে অভিযুক্ত পঞ্চায়েত সদস‍্যকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিল CPI(M) জেলা নেতৃত্ব ৷ প্রায় 13 মাস পর গতরাতে দমদম সেন্ট্রাল জেল থেকে জামিনে ছাড়া পান আমডাঙায় CPI(M)-র সদস্য এন্তাজুল মণ্ডল ৷ তাঁর বিরুদ্ধে খুন, মাদক দ্রব্য, আর্মস কেস সহ মোট আটটি মামলা রয়েছে ৷ গতকাল তাঁর জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট ৷ এরপরই তাঁকে অভ্যর্থনা জানাতে দমদম সেন্ট্রাল জেলে যান CPI(M)-র জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য আহমেদ আলি খান ও গার্গী চ্যাটার্জি ৷ জেল থেকে বাইরে বেরোতেই এন্তাজুলকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তাঁরা ৷

got bail
এন্তাজুল মণ্ডল

আহমেদ আলি খান বলেন, "তৃণমূল ও পুলিশ চক্রান্ত করে আমডাঙার মোট 126 জন নেতা ও কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল ৷ এরমধ্যে দলের পঞ্চায়েত সদস্য এন্তাজুল মণ্ডল‌েরও নাম রয়েছে ৷ খুন, গাঁজা, জালনোট পাচারসহ মোট আটটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এভাবে মিথ্যা মামলা করে আমাদের মনোবল ভাঙা যাবে না ৷" তিনি আরও বলেন, "এখনও আমাদের 6জন পঞ্চায়েত সদস্য ও 2 জন নেতাকে জেলে আটকে রাখা হয়েছে ৷ হাইকোর্টের কাছে আমরা কৃতজ্ঞ, যে এন্তাজুলের জামিন মঞ্জুর করেছে৷ বাকিদের জামিনের ক্ষেত্রেও হাইকোর্টের ওপর ভরসা রয়েছে আমাদের ৷"

এবিষয়ে আমডাঙা ব্লক তৃণমূলের সভাপতি জ্যোতির্ময় দত্ত বলেন, "এটাই CPI(M)-র সংস্কৃতি ৷ তাঁরা খুনে অভিযুক্তকে ফুলের মালা দিয়ে বরণ করবেই । এর থেকে বেশি কিছু আশা করা যায় না ৷" যদিও, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানোর হয়েছে বলে দাবি করেন এন্তাজুল ৷

2018 সালের 28 অগাস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল ও CPI(M) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল আমডাঙার বহিসগাছি ৷ বোমা ও গুলিতে প্রাণ হারিয়েছিলেন চারজন ৷ এই ঘটনায় আমডাঙার পঞ্চায়েত সমিতির সদস্য ও CPI(M) নেতা জাকির বুল্লুকের নাম জড়ায় ৷ এছাড়াও CPI(M)-র 43 জন নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ এরমধ্যে CPI(M)-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ আলি খান‌ও ছিল ৷ সম্প্রতি, হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পান জাকির বুল্লুক, আহমেদ আলি খানসহ CPI(M)-র 37 জন নেতা ও কর্মী ৷ গতকাল জামিনে ছাড়া পান CPI(M)-র পঞ্চায়েত সদস্য এন্তাজুল মন্ডল‌৷ সূত্রের খবর, গ্রেপ্তার হ‌ওয়া 44 জন নেতা ও কর্মীর মধ্যে এখনও জেলে বন্দী রয়েছেন 6 জন ৷প্রসঙ্গত, দু-দিন আগে জামিনে ছাড়া পাওয়া CPI(M)-র 22 জন কর্মীকে আমডাঙায় নিয়ে গিয়ে মালা দিয়ে বরণ করেছিল CPI(M) নেতৃত্ব ৷ এবার ফের সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ৷

Intro:খুনে অভিযুক্ত দলীয় পঞ্চায়েত সদস‍্যকে ফুলের মালা দিয়ে বরন করল সিপিএমের জেলা নেতৃত্ব! প্রায় ১৩ মাস পর গতকাল রাতে দমদম সেন্ট্রাল জেল থেকে জামিনে ছাড়া পান এন্তাজুল মন্ডল! তিনি আমডাঙার বোদাই পঞ্চায়েতের সিপিএম সদস্য!তার বিরুদ্ধে খুন, মাদক দ্রব্য, আর্মস কেস সহ মোট আটটি মামলা রয়েছে! গতকাল হাইকোর্ট ওই পঞ্চায়েত সদস‍্যের জামিন মঞ্জুর করেন!এরপর‌ই, তাকে অভ্যর্থনা জানাতে দমদম সেন্ট্রাল জেলে পৌঁছে যান সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য আহমেদ আলি খান ও গার্গী চ্যাটার্জী!জেল থেকে বাইরে বেরতেই তাকে ফুলের মালা পরিয়ে বরন করে নেওয়া হয়!যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমূল!Body:রাজু বিশ্বাস,বারাসত:-খুনে অভিযুক্ত দলীয় পঞ্চায়েত সদস‍্যকে ফুলের মালা দিয়ে বরন করল সিপিএমের জেলা নেতৃত্ব!প্রায় ১৩ মাস পর গতকাল রাতে দমদম সেন্ট্রাল জেল থেকে জামিনে ছাড়া পান এন্তাজুল মন্ডল! তিনি আমডাঙার বোদাই পঞ্চায়েতের সিপিএম সদস্য! তার বিরুদ্ধে খুন,মাদক দ্রব্য, আর্মস কেস সহ মোট ৮ টি মামলা রয়েছে!সেই সমস্ত মামলায় একবছরেরও বেশি সময় ধরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন সিপিএমের ওই পঞ্চায়েত সদস্য! গতকাল হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে।এরপর‌ই, তাকে অভ্যর্থনা জানাতে রাতে দমদম সেন্ট্রাল জেলে পৌঁছে যান সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর দুই সদস্য আহমেদ আলি খান ও গার্গী চ্যাটার্জী! এন্তাজুল বাইরে বেরোতেই ফুলের মালা দিয়ে বরন করা হয় তাকে!যা নিয়ে সিপিএমকে কটাক্ষ করতে ছাড়েনি তৃনমূল!আমডাঙা ব্লক তৃনমূলের সভাপতি জ্যোতির্ময় দত্ত বলেন,এটাই সিপিএমের সংস্কৃতি!খুনে অভিযুক্তকে ফুলের মালা দিয়ে বরন করবে,এর থেকে বেশি কিছু আশা করা যায়না ওদের কাছ থেকে"!পাল্টা, তাকে জবাব দিয়ে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ আলি খান বলেন,"তৃনমূল ও পুলিশ চক্রান্ত করে আমডাঙার মোট ১২৬ জন নেতা ও কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে!এরমধ্যে দলের পঞ্চায়েত সদস্য এন্তাজুল মন্ডল‌ও রয়েছে!খুন,গাঁজা,জালনোট সহ মোট আটটি মামলা দিয়েছে তার বিরুদ্ধে!এভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের মনোবল ভাঙা যাবেনা"! তাঁর কথায়,"এখনও আমাদের ৬ জন পঞ্চায়েত সদস্য ও ২ জন নেতাকে জেলে আটকে রাখা হয়েছে! হাইকোর্টের কাছে আমরা কৃতজ্ঞ,যে এন্তাজুলের জামিন মঞ্জুর করেছে!বাকিদের জামিনের ক্ষেত্রেও হাইকোর্টের ওপর ভরসা রয়েছে আমাদের"! তৃনমূল ও পুলিশ চক্রান্ত করলেও,আমডাঙার বোদাই,তারাবেরিয়া পঞ্চায়েতের বোর্ড গঠন আটকাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন সিপিএম নেতা আহমেদ আলি খান!এদিকে, জামিনে ছাড়া পাওয়ার পর প্রায় ১৩ মাস পর আমডাঙার ট‍্যাঙাটেঙির বাড়িতে ফিরলেন পঞ্চায়েত সদস্য এন্তাজুল মন্ডল! এতদিন পর পরিবারের কাছে ফিরতে পারায় স্বভাবতই তার চোখেমুখে খুশির ছাপ স্পষ্ট!এন্তাজুল‌ও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনেছেন পুলিশের বিরুদ্ধে! প্রসঙ্গত,দু-দিন আগেও জামিনে ছাড়া পাওয়া সিপিএমের ২২ জন কর্মীকে আমডাঙায় নিয়ে গিয়ে মালা দিয়ে বরন করেছিল সিপিএম নেতৃত্ব!এবার সেই দৃশ‍্য‌ই দেখা গেল খুনে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য জামিনে ছাড়া পাওয়ার পরও!২০১৮ সালের ২৮ আগস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃনমূল ও সিপিএম সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল আমডাঙার বহিসগাছি এলাকা!বোমা ও গুলিতে প্রাণ হারিয়েছিল চারজন! ঘটনার পিছনে আমডাঙা পঞ্চায়েত সমিতির সদস্য ও সিপিএম নেতা জাকির বুল্লুকের নাম জড়ায়!তাকে ছাড়াও সিপিএমের ৪৩ জন নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ!এরমধ্যে সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আহমেদ আলি খান‌ও ছিলেন! সম্প্রতি, হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পান জাকির বুল্লুক, আহমেদ আলি খান সহ সিপিএমের ৩৭ জন নেতা ও কর্মী! গতকাল জামিনে ছাড়া পেলেন সিপিএমের পঞ্চায়েত সদস্য এন্তাজুল মন্ডল‌! সূত্রের খবর, গ্রেপ্তার হ‌ওয়া ৪৪ জন নেতা ও কর্মীর মধ্যে এখনও জেলে বন্দি রয়েছেন ৬ জন!Conclusion:আমডাঙার রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় সিপিএমের ৪৪ জন নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ!মাস দুয়েক আগে ঘটনায় মূল অভিযুক্ত আমঙাঙা পঞ্চায়েত সমিতির সিপিএম সদস্য জাকির বুল্লুক জামিনে ছাড়া পান!এরপর,একে একে সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আহমেদ আলি খান সহ আরও ৩৬ জন নেতা ও কর্মী জামিন পান হাইকোর্ট থেকে! গতকাল জামিন পেয়ে আমডাঙার ট‍্যাঙাটেঙির বাড়িতে ফিরলেন সিপিএমের পঞ্চায়েত সদস্য এন্তাজুল মন্ডল! সূত্রের খবর, গ্রেপ্তার হ‌ওয়া ৪৪ জন নেতা ও কর্মীর মধ্যে এখনও জেলে বন্দি রয়েছেন ৬ জন!
Last Updated : Sep 21, 2019, 9:36 PM IST

For All Latest Updates

TAGGED:

CPIMgot bail
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.